রাশিয়াতে বাড়ছে বাংলাদেশিদের উচ্চ শিক্ষার আগ্রহ
রাশিয়াতে বাড়ছে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার আগ্রহ। বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তিসহ বিশেষ সুবিধা থাকায় সুযোগটি লুফে নিচ্ছেন তারা। পাশাপাশি স্বল্প খরচে শ্রমিক ভিসায় যাওয়ার সুযোগ থাকায় পুতিনের দেশটিতে বাড়ছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও। জানা যায়, প্রকৌশল বিদ্যায় শিক্ষা অর্জনের স্বপ্ন দেখা, শিক্ষার্থীদের পছন্দের দেশ রাশিয়া। উচ্চ শিক্ষা শেষে কেউ দেশে ফিরলেও, অনেকেই ধৃত হচ্ছেন, প্রযুক্তি নির্ভর দেশটিতে। বিশ্বের বৃহত্তম আয়তনের দেশ, রাশিয়াতে দিনদিন বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষা বৃত্তির পাশাপাশি খন্ডকালীন কাজের সুযোগ থাকায়, এই আগ্রহ শিক্ষার্থীদের। বিষয়টি জানিয়েছেন, রাশিয়ার বাংলা প্রেসক্লাবের সভাপতি বারেক কায়সার। তিনি বলেন, এছাড়াও পুতিনের দেশটিতে বাড়ছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও। সরকারের তত্বাবধানে স্বল্প খরচে যাওয়ার সুযোগ থাকায়, শ্রমিকের আগ্রহ বেশি উন্নত বিশ্বের দেশটিতে। স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকেই, রাশিয়াতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর আহবানে ততকালিন সোভিয়েত ইউনিয়নে শুরু হয়েছিলো এই সূচনা, বলেছেন এই প্রবাসী বাংলাদেশি।