post
শিক্ষা

রাশিয়াতে বাড়ছে বাংলাদেশিদের উচ্চ শিক্ষার আগ্রহ

রাশিয়াতে বাড়ছে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার আগ্রহ। বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তিসহ বিশেষ সুবিধা থাকায় সুযোগটি লুফে নিচ্ছেন তারা। পাশাপাশি স্বল্প খরচে শ্রমিক ভিসায় যাওয়ার সুযোগ থাকায় পুতিনের দেশটিতে বাড়ছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও। জানা যায়, প্রকৌশল বিদ্যায় শিক্ষা অর্জনের স্বপ্ন দেখা, শিক্ষার্থীদের পছন্দের দেশ রাশিয়া। উচ্চ শিক্ষা শেষে কেউ দেশে ফিরলেও, অনেকেই ধৃত হচ্ছেন, প্রযুক্তি নির্ভর দেশটিতে। বিশ্বের বৃহত্তম আয়তনের দেশ, রাশিয়াতে দিনদিন বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষা বৃত্তির পাশাপাশি খন্ডকালীন কাজের সুযোগ থাকায়, এই আগ্রহ শিক্ষার্থীদের। বিষয়টি জানিয়েছেন, রাশিয়ার বাংলা প্রেসক্লাবের সভাপতি বারেক কায়সার। তিনি বলেন, এছাড়াও পুতিনের দেশটিতে বাড়ছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও। সরকারের তত্বাবধানে স্বল্প খরচে যাওয়ার সুযোগ থাকায়, শ্রমিকের আগ্রহ বেশি উন্নত বিশ্বের দেশটিতে। স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকেই, রাশিয়াতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর আহবানে ততকালিন সোভিয়েত ইউনিয়নে শুরু হয়েছিলো এই সূচনা, বলেছেন এই প্রবাসী বাংলাদেশি।

post
শিক্ষা

সৌদিতে ‘আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড; পেলেন বাংলাদেশি মান্নান

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিখ্যাত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের আব্দুল মান্নান। রোববার (১৯ মে) এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর আব্দুল্লাহ বিন সালমান আল সালমান। কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রতি বছরই আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সর্বোচ্চ ফলাফল, বিভিন্ন সেবামূলক কাজে নেতৃত্ব, ক্যাম্পাসে উত্তম আচরণ ও সৃজনশীল মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের উৎসাহিত করতে প্রতিটি ফ্যাকাল্টি থেকে একজনকে নির্বাচিত করে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় ।এর আগেও আব্দুল মান্নান কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে সেরা শিক্ষার্থী ডিনশিপ অ্যাওয়ার্ড-২০২৩ নির্বাচিত হয়েছিলেন। সৌদি আরবসহ বিশ্বের শতাধিক দেশ থেকে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীসহ বর্তমানে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন।

post
শিক্ষা

এসএসসি পরীক্ষা ‘ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে’

নতুন শিক্ষাক্রমের আলোকে প্রথম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। নতুন শিক্ষাক্রমের আলোকে ২০২৬ সাল থেকে সেই পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ। পুরো পরীক্ষা হবে ৫ ঘণ্টাব্যাপী। এসব নিয়ম ঠিক করে প্রায় চূড়ান্ত করা হয়েছে পরীক্ষা পদ্ধতি। আগামী ৩১ মে’র মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। সেখানে স্কুলের বার্ষিক ও অর্ধবার্ষিক (ষান্মাষিক) মূল্যায়ন প্রক্রিয়া সাতটি ধাপ বা স্কেলে নির্ধারণ করা হয়েছে। এসএসসি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এনেছে। সেখানে ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষা হবে ডিসেম্বরে। সবকিছু চূড়ান্ত করতে এবং চলতি মাসের মধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সেখানে পরীক্ষার সময় বাড়ার পাশাপাশি আরও কিছু বিষয়ে পরিবর্তন আসতে পারে। সবকিছু আরেকটি বৈঠকে চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, মূল্যায়ন নির্দেশনা ঠিক করতে আগামী ২৭ তারিখ কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হতে পারে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বছরের শুরুতে এসএসসি পরীক্ষা না নিয়ে বছরের শেষে নিলে শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ পুরোপুরি ব্যবহার করতে পারবে। এসব দিক বিবেচনায় ফেব্রুয়ারির পরিবর্তে এসএসসি পরীক্ষা ডিসেম্বর নেওয়ার সুপারিশ রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত নয়। চলতি মাসে চূড়ান্ত বৈঠকের পর তা বলা যাবে।

post
শিক্ষা

স্নাতকে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরামর্শ

বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের কারিকুলাম হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। শিল্প, বাণিজ্য, গবেষণাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে স্নাতক স্তরে শিক্ষার্থীদের জন্য কমপক্ষে এক সেমিস্টার বাধ্যতামূলক ইন্টার্নশিপের সুযোগ রেখে কারিকুলাম হালনাগাদের পরামর্শ দেন তিনি। এছাড়া বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যত সংখ্যক শিক্ষার্থীর ইন্টার্নশিপের সংযুক্তির সুযোগ রয়েছে, সেটি বিবেচনায় এনে উচ্চশিক্ষা স্তরে শিক্ষার্থী ভর্তির বিষয় বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। সক্ষমতার চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি করলে মানসম্মত গ্র্যাজুয়েট তৈরি না হওয়ার শঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেছেন ইউজিসি চেয়ারম্যান। ইউজিসির ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। সোমবার (২০ মে) ইউজিসিতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

post
শিক্ষা

বাংলাদেশের শিক্ষাখাতে বিনিয়োগ গ্রহণযোগ্যতা পেয়েছে

বাংলাদেশের শিক্ষাখাতে বর্তমান সরকারের বিনিয়োগ এবং নীতিগুলো কমনথওয়েলভুক্ত দেশের শিক্ষামন্ত্রীদের কাছে বেশ গ্রহণযোগ্যত পেয়েছে। বিশেষ করে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় সরকারী উদ্যোগের প্রশংসা করেছেন তারা। লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষামন্ত্রীদের যোগ দিয়ে এসব কথা বলেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। ১৬ ও ১৭ মে লন্ডনে দু'দিন ব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

post
শিক্ষা

অস্ট্রেলিয়ায় কঠিন হচ্ছে স্টুডেন্ট ভিসা

অভিবাসন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, আবাসনের সহজলভ্যতা বৃদ্ধি এবং অর্থনীতিতে দক্ষতার ঘাটতি মোকাবিলায় স্টুডেন্ট ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে নতুন অর্থ বাজেটে, অভিবাসন আইনে বেশ কিছু পরিবর্তন এনেছে দেশটির সরকার। ফলে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর শিক্ষার্থীরা পড়বে বেশি বিড়ম্বনায়। জানা যায়, অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে বাংলাদেশিদের প্রথম পছন্দের দেশ অস্ট্রেলিয়া। আধুনিক সভ্যতার দেশটিতে পাড়ি জমিয়েছেন লাখো বাংলাদেশি। অভিবাসন নির্ভর অস্ট্রেলিয়ায় প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশিদের সংখ্যাও। তবে অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে অস্ট্রেলিয়া। এর জন্যে শিক্ষার্থীদের জন্যে বাজেট বরাদ্দ কমাচ্ছে দেশটির সরকার। ফলে সিমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের ভিসা পাওয়ার সুযোগ, জানিয়েছেন স্টাডি অস্ট্রেলিয়া এডুকেশন এন্ড ভিসার সিইও হাজী মোহাম্মদ দেলোয়ার। এদিকে দেশটিতে থাকা শিক্ষার্থীদের জন্যেও কমানো হচ্ছে কর্ম দোক্ষতার মেয়াদ। এই সময় আগে দুই বছর থাকলেও এখন করা হচ্ছে এক বছর। ফলে শিক্ষার্থীদের ক্ষতি হওয়ার কথা জানাচ্ছেন, এই বাংলাদেশি শিক্ষাবিদ। অস্ট্রেলিয়ায় বিদেশি মুদ্রা উপার্জনের বড় খাত আন্তর্জাতিক শিক্ষার্থী। ২০২২-২৩ অর্থবছরে এই খাত থেকে ৩৬ হাজার ৪০০ কোটি অস্ট্রেলীয় ডলার আয় করে ওশেনিয়ার দেশটি।

post
শিক্ষা

বাহরাইনে এসএসসি’তে ৮৪.০৯ শতাংশ পাস

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। এর মধ্যে ২ জন জিপিএ ৫ সহ ৮৪.০৯শতাংশ ছাত্র-ছাত্রী পাস করেছে। দেশটির বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রাজধানী মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৪৫জন শিক্ষার্থী এতে অংশ নেয়। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে। পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৫ জন ও বাণিজ্য বিভাগ থেকে ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭ জন। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন,বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস। ভালো ফলাফলে খুশি শিক্ষার্থীরা। আর সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। বিদেশের মাটিতে ছাত্র-ছাত্রীদের এমন সাফল্যে গর্বিত প্রতিষ্ঠানটির শিক্ষকেরাও। বাহরাইনে ২০০৩ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

post
শিক্ষা

বিদেশি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার প্রদক্ষেপ

বিদেশি শিক্ষার্থীদের আগমন নিয়ন্ত্রণে, এবার ভিসার আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য, সঞ্চিত অর্থের পরিমাণ বাড়িয়েছে, অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে,যেসব বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করবেন,তাদের অবশ্যই ন্যূনতম ২৯ হাজার ৭১০ অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৪৬ হাজার ৯২২ টাকার সমপরিমাণ অর্থ সঞ্চিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সঞ্চিত অর্থ সংক্রান্ত ব্যাংক নথিও প্রদর্শন করতে হবে। অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার আবেদনের জন্য, আগে প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের বাধ্যবাধকতা ছিল, ন্যূনতম ২১ হাজার ৪১ অস্ট্রেলীয় ডলার,পরে ২০২৩ সালের অক্টোবরে তা বৃদ্ধি কোরে, ২৪ হাজার ৫০৫ অস্ট্রেলীয় ডলারে উন্নীত করা হয়। সেই হিসেবে, এবার দ্বিতীয় দফায় বাড়ানো হলো, প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের পরিমাণ।

post
শিক্ষা

প্রিলির ফল প্রকাশ হতে পারে যেদিন

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বৃহস্পতিবার (৯ মে)। এদিন দুপুরে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) বিশেষ কমিশন সভা অনুষ্ঠিত হবে। এতে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বুধবার (৮ মে) দুপুরে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,আগামীকাল বিশেষ কমিশন সভা রয়েছে। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিকেলে ফল প্রকাশ করা হতে পারে। পিএসসির এ সদস্য আরও বলেন, যদি কোনো কারণে আগামীকাল ফল প্রকাশ না হয়। সেক্ষেত্রে আগামী রোববার (১২ মে) ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। এদিকে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু প্রশ্নে অসঙ্গতি বা ভুল থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়েও পিএসসি সিদ্ধান্ত নিয়েছে। ভুল বা অসঙ্গতি থাকা প্রশ্নগুলোতে সবাইকে নম্বর দিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার একাধিক কর্মকর্তা।

post
শিক্ষা

মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল

মাধ্যমিকের চারটি শ্রেণির ৩১টি বইয়ে ১৪৭টি ভুল সংশোধনের সুপারিশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। এসব বই হলো— ষষ্ঠ শ্রেণির গণিত, বিজ্ঞান, বৌদ্ধধর্ম শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা; সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, ইংলিশ, গণিত; অষ্টম শ্রেণির বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, গণিত, ইংলিশ, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইসলাম শিক্ষা, খ্রিষ্টধর্ম শিক্ষা; নবম শ্রেণির ইংলিশ, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, শিল্প ও সংস্কৃতি, বাংলা, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা ও খ্রিষ্টধর্ম শিক্ষা। এর আগে নানা আলোচনা-সমালোচনার মধ্যে নতুন বইয়ের ভুলত্রুটি ই-মেইলে জানানোর অনুরোধ করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনসিটিবি। গেল বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ বছর সেটা করা হবে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে। পরীক্ষামূলকভাবে এসব শ্রেণিতে প্রণয়ন করা হয়েছে পাঠ্যবই। বিভিন্ন শ্রেণির পাঠ্য বইয়ের ভুল-ত্রুটি সংশোধনে প্রতিটি বইয়ের জন্য একজন করে বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ভুল ধরে তারা তা এনসিটিবির উচ্চপর্যায়ের কমিটি কাছে জমা দেয়। সম্প্রতি এই কমিটি ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৩১ বইয়ের ভুল ও সংশোধনীগুলো নিয়ে একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় উচ্চপর্যায়ে পাঠায়। সেখান থেকে ভূলগুলোর সংশোধনী দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.