post
বিনোদন

টরন্টোতে দেশি লুকে ধরা দিলেন প্রীতি

প্রীতি জিনতা মানেই ভক্ত-অনুরাগীদের মাঝে এক ফ্যাশনিস্তার প্রতিচ্ছবি। এ অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে তার ফ্যাশন ডায়েরিতে ঘুরলেই চোখে পড়বে সেটি লেহেঙ্গা থেকে শুরু করে ক্যাজুয়াল পোশাকে সাজানো। কিংবা গাউনে নিজেকে চটকদার রাখা, সবই করতে পারেন প্রীতি। অভিনেত্রী জানেন কীভাবে ন্যূনতম সাজে স্যাসি এবং অপূর্ব থাকা যায়। সম্প্রতি এ অভিনেত্রী টরন্টোতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং তার ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। সেখানে অনুষ্ঠিত হয়েছিল ‘টেস্ট অফ ইন্ডিয়া’। প্রীতি এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘উত্তর আমেরিকার বৃহত্তম খাদ্য উৎসব টেস্ট অফ ইন্ডিয়ার জন্য টরন্টোতে আরও একটি ইভেন্টের জন্য। কী সুন্দর উইকেন্ড। সেই সমস্ত হাসি মুখ দেখে খুবই বিনীত এবং খুশি বোধ করছি। আমাদের দেশি খাবার আর দেশি আবহের সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না।’ ইভেন্টের জন্য প্রীতির সাদা সালোয়ার স্যুটটিতে নিখুঁত দেশি আবহ রয়েছে। অভিনেত্রী পোশাকটি শোভিত সোনালি শোভিত ফুলের নিদর্শনগুলির সাথে একটি সাদা স্যুটে এটিকে ন্যূনতম এবং জাতিগত রেখেছিলেন। সালোয়ারটিতে একটি গোলাকার নেকলাইন এবং শর্ট হাতা ছিল। সোনালি জরির বর্ডারের সাথে ম্যাচিং অর্গানজা দুপট্টা সহ, প্রীতিকে বরাবরের মতোই অত্যাশ্চর্য লাগছিল। টরন্টোতে থাকার প্রতিটি অংশ আমি উপভোগ করেছি। টরন্টোর সবাইকে জানাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য," তার পোস্টের একটি অংশে লেখা হয়েছে।

post
বিনোদন

আমির খানের ছেলে-মেয়েরা অবাধ্য!

গত কয়েক বছরে একের পর এক ব্যর্থতা দেখেছেন বলিউড সুপারস্টার আমির খান। ‘লাল সিংহ চড্ডা’ থেকে ‘ঠগস্ অফ হিন্দোস্তান’, ‘সিক্রেট সুপারস্টার’ বক্স অফিসে ভালো ফল করতে পারেনি একটি ছবিও। আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমির। এই সময়টা পরিবার ও ছেলেমেয়েদের সাথেই কাটাচ্ছেন। চলতি বছরই মেয়ে আইরা খানের বিয়ে দিয়েছেন অভিনেতা। এবার বলিউডে অভিষেক হল বড় ছেলে জুনেইদ খানের। সম্প্রতি জুনেইদের ‘মহারাজ’ ছবিটি মুক্তি পেয়েছে। তবে আমির-পুত্রের প্রথম ছবিও তেমন সাড়া জাগাতে পারেনি। আমির অবশ্য সদ্য জানিয়েন, তার ছেলেমেয়েরা নাকি মোটেও কথ শোনেন না। এবার অভিনেতা তকমা পেতেই বাবাকে পাল্টা জবাব দিলেন জুনেইদ!দু’বার বিয়ে করেছেন আমির, দু’বারই ভেঙেছে বিয়ে। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন ‘দঙ্গল’ খ্যাত এই অভিনেতা। এই মুহূর্তে তিন সন্তানের বাবা তিনি। প্রথম পক্ষের এক ছেলে এক মেয়ে, দুজনেই প্রাপ্তবয়স্ক। দ্বিতীয় পক্ষের ছেলে নাম আজাদ, অনেকটাই ছোট, সবে স্কুলে পড়ছে। তিন ছেলের মধ্যে বয়সের পার্থক্য রয়েছে, তবু নাকি বাবার কথা মোটেও শোনেন না তারা। সম্প্রতি কপিল শর্মার শো-এ এসে খানিক অনুযোগের সুরেই আমির বলেন, 'আমার ছেলেমেয়েরা আমার কথা কানেই তোলা না। কোনো বুদ্ধি বা পরামর্শও নিতে চায় না।’ বাবার এই অনুযোগে পাল্টা জুনেইদ বলেন, ‘আসলে ব্যপারটা ঠিক তেমন নয় যেমনটা শোনাচ্ছে, আমার বাবা এত বেশি অভিভাবকত্ব দেখান, তখন আমরা বলি তুমি ছেড়ে দাও আমার করে নিতে পারব।

post
বিনোদন

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আরমানের বিরুদ্ধে

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আরমানের বিরুদ্ধেদীর্ঘদিন ধরেই দুই স্ত্রীকে নিয়ে একত্রে সংসার করছেন ভারতীয় ইউটিউবার আরমান মালিক। স্ত্রীদের নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে নেটদুনিয়ায় পরিচিতি পেয়েছেন তিনি।যে কারণে ‘বিগ বস’-এর এবারের আসরে ডাক পেয়েছেন এই যুবক ও তার দুই স্ত্রী। তিনজনই অংশ নিয়েছেন আলোচিত এই রিয়্যালিটি শোতে। প্রতিযোগীতায় তাদের অংশগ্রহণের পর থেকেই নানা বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এর মধ্যে আরমানের আরও একটি খবর প্রকাশ্যে এসেছে, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে। আরমানের বিরুদ্ধে বাড়ির গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা। এই অভিযোগ শুনে নাকি আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছিলেন আরমান। কয়েক বছর আগের ঘটনা। একটি হোটেলে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গিয়ে ওঠেন আরমান। সেই সময় কৃতিকার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ইউটিউবারের। কৃতিকা দাবি করেন, আরমান তার বাড়ির গৃহকর্মীকে ধর্ষণ করেছেন। এই শুনে ৬ তলা ভবন থেকে লাফানোর চেষ্টা করেছিলেন আরমান। পুলিশি জিজ্ঞাসাবাদে আরমান জানান, পায়েলই প্রথম গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আনেন। ইউটিউবার দাবি করেন, পায়েল এবং তার দুই বোন নিশা ও সঙ্গীতা তার জীবন দুর্বিষহ করে তুলেছেন। ধর্ষণের অভিযোগও অস্বীকার করেছিলেন তিনি।

post
বিনোদন

লিভ ইন করছেন বিজয় থালপাতি-তৃষা!

ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় থালপাতি ও তৃষা। তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০০৫ সাল থেকে। দীর্ঘ এই সময়ে তাদের সম্পর্ক নিয়ে বাড়তে থাকে জল্পনা। সম্প্রতি কিছু ছবি ফাঁস হয়েছে এই জুটির। ফলে এখন তাদের সম্পর্কের জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, একসঙ্গে লিভ ইন এ রয়েছেন এই বিজয়-তৃষা!অভিনেতা বিজয় এখন রাজনীতিতে পা দিয়ে নিজেকে আরও জনপ্রিয় করে তোলার চেষ্টা করছেন। এদিকে তৃষাও সিনেমা নিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। ঠিক এরই মধ্যে সামাজিক মাধ্যমে ফাঁস হলো তৃষা-বিজয়ের কিছু ছবি। যা দেখে নেটিজেনরা স্পষ্ট ধরে নিয়েছেন, একটা লিভ ইন সম্পর্কে রয়েছে এই জুটি। ফাঁস হওয়া একটি ছবিতে দেখা যায়, বিজয়ের সঙ্গে তার অ্যাপার্টমেন্ট এর লিফটে দাঁড়িয়ে আছেন তৃষা। এ সময় লিফটের মধ্যেই মিরোর সেলফিতে নিজেদের ফ্রেমবন্দি করে নিয়েছেন তৃষা। এছাড়াও বিজয়ের সাথে তৃষাকে আরও কিছু জায়গাতে আবিস্কার করা হয়। কারণ, তৃষা যেখানেই যান সেখান থেকে নিজের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। এ সময় তার বেশ কিছু ছবিতে দেখা যায়, তৃষাকে ক্যামেরাবন্দি করা সেই ব্যক্তির জুতা স্পষ্ট। সেই জুতাকে চিহ্নিত করে বিজয়ের পায়ে থাকা একই জুতার সঙ্গে মিলে যায়। এর এতেই নেটমাধ্যমে তৃষা-বিজয়ের সম্পর্কের জল্পনা আরও তুঙ্গে উঠতে থাকে। তাদের এসব ছবি দেখেই অনুরাগীদের দাবি, বিজয়ের সঙ্গে সর্বত্রই তৃষার উপস্থিতি; নিশ্চই লিভ ইন সম্পর্কেই রয়েছেন এই জুটি।

post
বিনোদন

রক্তাক্ত প্রিয়াঙ্কা, কী হয়েছে অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ে এখন ব্যস্ত। মহিলা দস্যুদের গল্প নিয়ে তৈরি হচ্ছে প্রিয়াঙ্কার এই নতুন ছবি।এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। একেবারে অ্যাকশনে ভর্তি একটা ছবি। এমনই এক দৃশ্য শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘পেশাগত প্রতিবন্ধকতা।’ ছবিতে দেখা যায়, গলায় লম্বা আঁচড়ের দাগ। অনেকটাই কেটে গেছে। আসলে একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার। তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। এই মুহূর্তে হলিউডের বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যার মধ্যে রয়েছে টেক্সট ফর ইউ এবং মেটরিক্স ৪। তাছাড়াও, স্বামী নিক জোনাসের সঙ্গে নতুন একটি গানের প্রোজেক্টে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। কয়েক দিন আগে এক ফ্যাশন ম্যাগাজিনের শুটেও লন্ডনে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। কাজের দিক থেকে প্রিয়াঙ্কা যে দারুণ ব্যস্ত, তা তার রোজকার রুটিনেই স্পষ্ট। উল্লেখ্য,বলিউডের ‘দেশি গার্ল’ বহুদিন ধরেই বিদেশে থাকেন। ১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রোপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী। রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিষ্টান মতে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন।

post
বিনোদন

ম্যাচ দেখতে এসে রেগে গেলেন আনুশকা

গেল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর ছিল ক্রিকেট বিশ্ব। গ্যালারিতে কিংবা টিভি পর্দার সামনে খেলা উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ এই ম্যাচ দেখতে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিরাট কোহলিপত্নী আনুশকা শর্মা। তবে স্টেডিয়ামেই এসেই মেজাজ হারান বলিউড তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তেমনই এক ভিডিও। যেখানে দেখা গেছে, কোনো এক ব্যক্তির উপর নিজের রাগ ঝারছেন আনুশকা। তবে কী বলছিলেন বিরাটপত্নী সেটা বোঝা যায়নি। অভিনেত্রীর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই একজন মন্তব্য করেছেন, ‘আবার কি আবর্জনা তুলতে বলছে নাকি?’ অন্য একজন লিখেছেন, ‘বউদি খুব রেগে গেছে।’ কারো মন্তব্য, তাকে সুলতান সিনেমার ‘আরফা’ চরিত্রের মতো দেখতে লাগছে।’

post
বিনোদন

উরফির সঙ্গে কুকুরের মতো আচরণ করা হতো

ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ, যার নাম শুনলেই মনে ভেসে আসে নানারকম উদ্ভট পোশাক-পরিচ্ছদের চিত্র। সামাজিক মাধ্যমে সর্বদা আলোচনা-সমালোচনার তুঙ্গে থাকেন এই অভিনেত্রী। এদিকে নেটিজেনরাও তাকে নিয়ে বেশ আগ্রহে থাকেন। কারণ উরফি মানেই নিত্যনতুন চমক, এই বুঝি কোনো নতুন ভঙ্গি দেখিয়ে বিনোদন দিতে হাজির হয়েছেন এই মডেল। ক্যারিয়ারে টেলিভিশন মিডিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন উরফি জাভেদ। অভিনেত্রী হিসেবেই পা রাখেন শোবিজ জগতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন উরফি। জানান, আর কখনোই টেলিভিশনের পর্দায় আসবেন না। যার কারণ হিসেবে ছিল অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া কিছু খারাপ ঘটনা। উরফি জানান, নতুন অভিনেত্রী হওয়ার কারণে ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে অনেক কুৎসিত ব্যবহার করা হত। তার কথায়, ‘একজন নবাগত অভিনেতা বা অভিনেত্রীর জন্য এটা খুবই কষ্টদায়ক জায়গা। তারা কোনোভাবেই তাদের ভালোমতো ট্রিট করবে না। কিছু কিছু সেটে খুব বাজে ব্যবহার করেছিল আমার সঙ্গে। রীতিমতো তারা কুকুরের মতো আচরণ করে। কিছু কিছু প্রোডাকশন হাউজ এক কথায় ভয়ংকর।’ টিভিতে কাজ করার সময় পারিশ্রমিক নিয়েও খারাপ অভিজ্ঞতার কথা তুলে ধরেন উরফি। বলেন, ‘কিছু কিছু মানুষ কখনও টাকা দেন না। আবার কাজের আগে দর মেটানোর পর অনেকে কাজ শেষে টাকা কমিয়ে হাতে ধরিয়ে দিত। একটা পার্শ্বচরিত্রে অভিনয় করার সময় ওদের কারণে আমাকে বহুবার কাঁদতে হয়েছে।’ শুধু তাই নয়, উরফি জানান যে তিনি বিগ বসেও যেতে চান না। বিগ বস ওটিটিতে তিনি গিয়েছিলেন যদিও, কিন্তু এক সপ্তাহের মধ্যেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়।

post
বিনোদন

ঠোঁট-মুখ ফুলে গেছে উরফির

নিজের উদ্ভট পোশাক পরিচ্ছেদের কারণে বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। তার যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। উরফি মানেই নিত্যনতুন চমক। তার অনুসারীর সংখ্যাও কম না। সোশ্যাল মিডিয়ায় যেকোনো ছবি পোস্ট করলেই হুমড়ি খেয়ে পড়েন তারা। তবে এবার যেন উরফি ভক্তদের একটু চমকে যেতে হলো। ঘুম থেকে উঠেই মেকআপ ছাড়া কিছু ছবি তুলেছেন তিনি। যেখানে চোখ-মুখ-ঠোঁট ফোলা, লাল অবস্থায় দেখা মেলেছে মডেলের। ছবিগুলো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন, হঠাৎ কী হলো এই ইন্টারনেট সেনসেশনের? যেই প্রশ্নের উত্তর উরফি নিজেই জানিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার মুখ নিয়ে প্রচুর মন্তব্য শুনছি। অনেকে ভাবছেন মুখে ফিলার করিয়েছি। তবে এটি সত্য নয়। আমার অ্যালার্জি আছে, যে কারণে মুখ বেশিরভাগ সময় ফুলে থাকে। দু'দিন অন্তর ঘুম থেকে উঠে দেখি মুখ ফুলে আছে। এজন্যেই আমি সব সময় চরম অস্বস্তিতে থাকি।’ এই মডেল বলেন, ‘আমি আমার স্বাভাবিক ফিলার এবং বোটক্স ছাড়া আর কিছুই করতে পারিনি। এটা ১৮ বছর বয়স থেকে করে আসছি। আমার মুখ ফোলা দেখলে, আর ফিলার না করার পরামর্শ দেবেন না দয়া করে। শুধু সহানুভূতিই যথেষ্ট।’ 

post
বিনোদন

সালমানকে যেভাবে মারতে চেয়েছিল দুর্বৃত্তরা

বিপদ যেন পিছুই ছাড়ছে না বলিউড সুপারস্টার সালমান খানের। এই অভিনেতার ওপর আবারও হামলার পরিকল্পনা! এর আগে সালমান খানের বাড়িতে সরাসরি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এবার সালমানের গাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা একটি গ্যাং গ্রুপ 'বিষ্ণু গ্রুপ' এর সদস্য বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম এএনআই এর খবরে বলা হয়েছে, সালমানকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। তারা পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সালমানের বাড়িতে ও ফার্মহাউসের রেইকি করে গিয়েছিল। এর আগে এই পরিকল্পনায় অভিযুক্ত একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে। তার কাছ থেকে একে-৪৭ র মতো অস্ত্র অর্ডার করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে ওই গ্যাংয়ের সকল সদস্য সালমান খানের ওপর নজর রাখছিল। এই নায়কের ওপর হামলা চালাতে নাবালকদের ব্যবহার করার পরিকল্পনাও ছিল। হামলার পর নৌকায় করে শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল তাদের।

post
বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যের কথা জানালেন জাহ্নবী

জাহ্নবী কাপুর অভিনীত ক্রিকেট নিয়ে বলিউডের নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। চলচ্চিত্রটিতে নায়িকা জাহ্নবীর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। গত ১২ মে মুক্তি পায় চলচ্চিত্রটির ট্রেইলার। আর তা থেকেই নতুন করে ‘মিসেস মাহি’ হিসেবে আলোচনায় আসতে থাকেন এই অভিনেত্রী। এদিকে সিনেমাটির মুক্তি পাওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। শেষ মুহূর্তে চলছে চলচ্চিত্রটির প্রচারকাজ; যা নিয়ে ব্যস্ততার মাঝেই থাকছেন জাহ্নবী। পাশাপাশি ব্যস্ত থাকছেন সামাজিক মাধ্যমেও। সেখানে সিনেমায় তার চরিত্র নিয়ে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্রে রাজকুমারে সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যের বিষয়ে কথা ওঠে। পরে এক প্রশ্ন-উত্তর পর্বে এ প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, রাজকুমারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়াটা তার জন্য সহজ ছিল না। অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিংয়ের সময় তারা দুজনেই অনেক ক্লান্ত ছিলেন। কারণ, টানা ২০ ঘণ্টা চলেছিল সেই শ্যুটিং। বিষয়টি নিয়ে এই অভিনেত্রী বেশ চিন্তিত ছিলেন বলেও জানান। জাহ্নবী বলেন, ‘যখন দুজনে কাছে আসি, নিজেদের মৃত বলে মনে হচ্ছিল- যেন ক্লান্ত হয়ে মরে যাব। আমাদের পেটের অবস্থাও খারাপ ছিল, শরীরে কোনো শক্তিই ছিল না। এরপরও প্রেমে পড়ার অভিনয় করতে হয়েছে, প্রথম চুম্বনের অনুভূতিও ফুটিয়ে তুলতে হয়েছে। শরীর ক্লান্ত থাকলেও, সেটা তো আর প্রকাশ করা যাবে না। যদিও প্রশিক্ষকের সাহায্যে দৃশ্যটা ঠিকভাবে করা হয়।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.