post
এনআরবি বিশ্ব

ফ্লোরিডায় ৪ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেয়ার এ্যান্ড ফেস্ট’ ৯ দেশের শতাধিক বিজ্ঞানী-উদ্ভাবক-শিল্পপতি-ব্যবসায়ীর অংশগ্রহণ

নিউইয়র্ক প্রতিনিধি: চার দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেয়ার এ্যান্ড ফেস্ট’ ফ্লোরিডার ওরল্যান্ডোতে শুরু হয়েছে বৃহস্প্রতিবার ৯ জুন। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ছাড়াও সাত দেশের বিষয় বিশেষজ্ঞরা এতে অংশ নিচ্ছেন।ব্যবসা-সম্প্রসারণ, বৈশ্বিক অর্থনীতি, ট্যুরিজম, ইভেন্ট মার্কেট, ইয়ুথ ট্যালেন্ট ইত্যাদি আলোকে ৮টি সেমিনার ছাড়াও থাকবে উদ্ভাবনী জগতের লোকজনের নেটওয়ার্কিং। রয়েছে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাও। এই উৎসবের মূল পর্ব অর্থাৎ সকল গবেষক-উদ্ভাবক-বিজ্ঞানীগণের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ১১ জুন শনিবার লিজেন্সী ইভেন্ট অডিটরিয়ামে। ৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই উৎসবের হোস্ট ‘এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এ্যান্ড ফেস্ট ইউএসএ’র নেতৃবৃন্দ আরো জানান, বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে বক্তব্য উপস্থাপনাকারিগণের মধ্যে থাকবেন ময়লা-অবর্জনাকে মানবতার কল্যাণে ব্যবহারের বিভিন্ন কৌশল উদ্ভাবনকারি বাংলাদেশি আমেরিকান বিজ্ঞানী এবং কানেকটিকাটে অবস্থিত ‘ওয়াস্ট টেকনোলজিজ’র সিইও ড. মঈনুদ্দিন সরকার, ইউনিসেফ স্টাফ এসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান এ কে মাসুদ আহমেদ, ব্যবসায়ী ও সমাজকর্মী নাঈম খান, আনোয়ার হোসেন, উদ্যোক্তা ফারজানা আলী, জিউনেস গ্লোবালের পরিচালক বেটি পেরেজ, মিন্টু কুমার রায়, লুইসা ইউ, ড. ইশাক শরিফ, ভেরনিকা কে ফাজিও, তাকভির শাহ, সাদমান রহমান প্রমুখ। এর আগে সংবাদ সম্মেলনে জানানো হয় যে. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়কে এ উৎসবে আজীবন সম্মাননা জানানো হবে। আরো উল্লেখ করা হয় যে, এটি হবে প্রথম আয়োজন। উৎসবের দ্বিতীয় বার্ষিক আয়োজনটি হবে সামনের বছর নিউইয়র্কে-এ তথ্য জানিয়ে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণের আশা পোষণ করা হয়। সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিষয়ে কথা বলেন, ট্রেড এ্যান্ড ফেয়ার কমিটির পরিচালক মৃধা জসীম, অর্থ বিষয়ক পরিচালক আতিকুর রহমান, যুগ্ম সচিব আতিয়ার রহমান মার্শাল, পরিচালক ফাহাদ সোলায়মান, মাহমুদুল আলম দিপু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিম ইব্রাহিম, হোস্ট সংগঠনের পরিচালক জিল্লুর রহমান, জান্নাত রহমান তারামনি, পুরো আয়োজনের প্রিমিয়াম স্পন্সর ড. মঈনুদ্দিন সরকার প্রমুখ। মঞ্চে আরো ছিলেন কন্ঠশিল্পী কামরুজ্জামান বকুল, কন্ঠশিল্পী মেহজাবিন মেহা, কন্সালট্যান্ট আলী এইচ ডনার।

post
এনআরবি বিশ্ব

লি‌বিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

লি‌বিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশি দে‌শে ফি‌রে‌ছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর সহযোগিতায় তারা বুধবার সকালে দেশটির বুরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।আইওএম এর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ত্রিপোলীর বাংলা‌দেশ মিশন জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসাবে মঙ্গলবার দূতাবাসের পক্ষ থেকে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে। এর আগে, দূতাবাসের প্রথম সচিব শ্রম মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রত্যাবাসন করা বাংলাদেশি নাগরিকদেরকে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে গ্রহণ করেন এবং বেনগাজীর বেনিনা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানায়।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশীদের টাকা চুরি; তিন পুলিশ রিমান্ডে

মালয়েশিয়ার বাংলা মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা চুরির অভিযোগে তিন পুলিশ সদস্যকে রিমান্ডে দেয়া হয়েছে। চুরি যাওয়া অর্থের পরিমান প্রায় ৮৫ হাজার রিঙ্গিত, যা বাংলাদেশী মুদ্রায় অন্তত ২০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পুলিশের উপ-মহাপরিদর্শক দাতুক সেরি আয়োব খান মাইদিন পিচাই।সংবাদ সম্মেলনে পিচাই জানান, আটক পুলিশ সদস্যদের ২৩ ডিসেম্ব থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছিল। সেটা বাড়িয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী সাব্যস্ত হলে তাদের সঙ্গে আপস করা হবে না। দন্ডবিধির ৩৮০ ধারায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিশেষ তদন্ত চলছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, গত ২১ ডিসেম্বর অবৈধ অভিবাসীদের ধরতে ‘মিনি ঢাকা’ খ্যাত বাংলা মার্কেট ও তার আশপাশে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রায় এক হাজার সদস্য। এ অভিযানে বাংলাদেশিসহ ১ হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়। অভিযান চালানোর সময় মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসা-প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৫ হাজার রিঙ্গিত চুরির অভিযোগে তিন পুলিশ সদস্যকে আটক করা হয়। 

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১০৮ জন বাংলাদেশিসহ ১২০ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১০৮ জন বাংলাদেশিসহ ১২০ জন নথিবিহীন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।দেশটির জোহর উলু চোহ-তে একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে মোট ১২০ জন নথিবিহীন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে সেখানকার ইমিগ্রেশন বিভাগ। জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রধান সড়ক থেকে অনেক দূরে অবস্থিত নির্মাণ শ্রমিকদের ডরমেটরিতে ১৪০ জন এনফোর্সমেন্ট অফিসার অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মোট ৬০০ বিদেশি কর্মীকে যাচাই করে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়। বাহারউদ্দিন জানান, গ্রেপ্তার কর্মীদের মধ্যে বাংলাদেশের ১০৮ জন, পাকিস্তানের আটজন, ভারতের দুইজন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন পুরুষ রয়েছেন।

post
এনআরবি বিশ্ব

বর্ষবরণ অনুষ্ঠানে পিছিয়ে নেই মালদ্বীপ প্রবাসীরা

মালদ্বীপে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছেন মালদ্বীভিয়ানরা। তবো, বর্ষবরণ অনুষ্ঠানে পিছিয়ে নেই মালদ্বীপে অবস্থিত বাংলাদেশীরাও। ফ্রেন্ড টুরস এন্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এর আয়োজনে রাজধানী মালেতে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ বর্ষবরণ অনুষ্ঠান।নববর্ষকে বরণ করে নিতে কেক কাটা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজন করেন তারা। মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এক্সপ্রেস ট্রাভেল এন্ড ট্যুর প্রাইভেট লিমিটেডের সিইও মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, প্রবাসে ব্যবসায়ী মোঃ আলতাফ হোসেন,  মোহাম্মদ ফারুক হোসেন ও মোহাম্মদ শরিফুল ইসলাম। এসময় অনুষ্ঠানে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য লুতফা খাতুন, সুমিত্রা চক্রবর্তী দাস ও রুফা তামান্না নামে তিন প্রবাসী কর্মীকে পুরস্কৃত করা হয়।

post
এনআরবি বিশ্ব

ফিলিপাইনে জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপাদ্যে বাংলাদেশ দূতাবাস, ম্যানিলাতে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে।রোববার ম‌্যা‌নিলার বাংলা‌দেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়। দূতাবাস জানায়, জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে তাবাস প্রাঙ্গণে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং ম্যানিলাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণবিষয়ক কার্যক্রমের ওপর প্রস্তুত করা একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ফিলিপাইনে বসবাসরত প্রবাসীদেরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে ফজর হিরো প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে শাহ পরান মসজিদ এবং শাহ পরান ইয়ুথ প্রজেক্টের পার্টনারশিপে ফজর হিরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আতিক মিয়া এবং খতিব শায়েখ আবু ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন মসজিদের জেনারেল সেক্রেটারি মোঃ আনসার মুস্তাকিম,ট্রেজারার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং প্রজেক্টের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম। ফজর হিরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদের অন্যতম ট্রাস্টি হোসাইন আহমেদ ও দবির হুসাইনসহ মসজিদের অন্যান্য ট্রাস্টি। অনুষ্ঠান শেষে প্রায় দুই শতাধিক শিশু কিশোরকে পুরস্কৃত করা হয়।

post
এনআরবি বিশ্ব

ভোটাধিকার নিশ্চিতের আহবান প্রবাসীদের

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জনেও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এই রেমিট্যান্স যোদ্ধারা। কিন্তু দেশের নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম থেকে বরাবর বঞ্চিত হচ্ছেন এ বাংলাদেশীরা। সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনেও সেই সুযোগ না পাওয়া এ অভিবাসীরা জানিয়েছেন ভোটাধিকার নিশ্চিতের আহবান। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রবাসীরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে দেশের জাতীয় নির্বাচনসহ নানা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন এই বাংলাদেশীরা।সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে সরকার গঠনের এই নির্বাচনে বরাবরই ভোট দেয়া থেকে বঞ্চিত হয়েছেন রেমিটেন্সযোদ্ধারা। এতে নিজেদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ করছেন তারা।এদিকে দেশের আইনগত ত্রুটির কারণে প্রবাসীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ।তবে সকল আইনের উর্ধে রেখে প্রবাসে থেকেই ইলেক্ট্রনিক প্রদ্ধতির মাধ্যমে ভোটাধিকারের সুযোগ চান এই বাংলাদেশীরা। জীবিকার তাগিদে অন্তত ১৭০টি দেশে বসবাস করছেন বাংলাদেশীরা। এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে উৎসবমুখর নির্বাচন সৃষ্টির আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

post
এনআরবি বিশ্ব

শফিকুর রহমান চৌধুরীকে প্রতিমন্ত্রী করায়, যুক্তরাজ্যে আনন্দ সভা

শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায়, যুক্তরাজ্যে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ-ওসমানীনগরবাসী। আনন্দ সভায় সভাপতিত্ব করেন আজাদ বক্স চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফ। সভায় শামিম আহাম্মেদ ও যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক জামাল আহাম্মেদ খানসহ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহন করেন।

post
এনআরবি বিশ্ব

ফুটবল খেলতে গিয়ে আটক বাংলাদেশিসহ ৫৯ প্রবাসী

নিজ নিজ কাজ শেষে নিয়মিত খেলাধুলা করতে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের জালান তোক জেম্বলের একটি মাঠে যেতেন ৬০-৬৫ জন প্রবাসী কর্মীর একটি দল। কিন্তু স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেই মাঠে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ৫৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে স্থানীয় অভিবাসন বিভাগ। স্থানীয় সময় রোববার (১৪ জানুয়ারি) তেরেঙ্গানু অভিবাসন বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক আজহার আবদুল হামিদ। তিনি জানান, জালান তোক জেম্বলের মাঠে বিদেশিদের বড় একটি দল ফুটবল ম্যাচের আয়োজন করেছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাই। তারপর অভিযান চালানো হয়। অভিযানের সময় কিছু বিদেশি খেলোয়াড় মাঠে ফুটবল খেলছিল, অন্যরা দর্শক হয়ে খেলা উপভোগ করেছিলেন। অভিযানের সময় জার্সি পরিহিত কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) ও সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) সহযোগিতায় কর্মকর্তা ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মীরা এলাকাটি ঘিরে ফেললে তাদের আটক করতে সক্ষম হয়।আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মোট ৫৯ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় ২০ থেকে ৫০ বছর বয়সী তিন বাংলাদেশি ও মিয়ানমারের ১০ জনকে আটক করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি) ধারা অনুযায়ী, আটকদের সবাইকে আরও অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এদিকে, দেশটিতে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে আরটিকে ২.০ নামের একটি বৈধকরণ প্রকল্প চালু করা হয়, যা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। এ সময়ের মধ্যে যেসব অনিয়মিত অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন, তাদের আগামী ৩১ মার্চের মধ্যে আবেদনগুলোর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে নিয়োগকর্তাদের বলা হয়েছে। আবেদন যাচাই শেষে যেসব বিদেশি কর্মী ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ পড়বেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও অভিবাসন বিভাগ থেকে বলা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.