আইজিইউর ইতিহাসে সফলতম কোয়ার্টার, ধারা অব্যাহত রাখার আহ্বান চ্যান্সেলর ও প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আইগ্লোবাল বিশ্ববিদ্যালয়- আইজিইউ এ বছরেরর উইন্টার সিমেস্টারে তার ইতিহাসের সবচেয়ে সফল কোযার্টার শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক বলেছেন, এই কোয়ার্টারে নতুন শিক্ষার্থী ভর্তির সংখ্যা এত বেশি, যা প্রত্যাশারও বাইরে ছিলো। "এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সফলতম কোয়ার্টার," বলেন তিনি। এই সাফল্যের জন্য আইজিইউ'র সকল শিক্ষক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক।সাফল্যজনক একটি কোয়ার্টার শুরু করার পর তা সেলিব্রেশনে আয়োজিত মধ্যাহ্নভোজে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময তিনি বিশেষ ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মি. আবুবকর হানিপকে। আবুবকর হানিপ, যিনি একজন বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী ও প্রযুক্তিবিদ, এই মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বলেন, এই অর্জনের কৃতিত্ব আইজিইউ'র সকল অধ্যাপক ও কর্মকর্তাদের। চলতি কোয়ার্টারে আইগ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ২২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যাদের একটি বড় অংশ বিশ্বের অন্তত ১৯টি দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যাটেগরিতে যুক্তরাষ্ট্রে পড়তে এসেছেন। তাদের স্বাগত জানিয়ে এই সাফল্য ধরে রাখার এবং দিন দিনে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান আবুবকর হানিপ।মাত্র এক বছর আগে আইগ্লোবাল বিশ্ববিদ্যালয়টির মালিকানা কিনে নেন এই বাংলাদেশি উদ্যোক্তা। আইটি খাতে পিপলএনটেক নামের একটি ব্যাপক সাফল্যজনক প্রতিষ্ঠান পরিচালনায় তার রয়েছে দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে রয়েছে ওই প্রতিষ্ঠানটির বিস্তার। যুক্তরাষ্ট্রে শিক্ষা ও প্রশিক্ষণে দীর্ঘ অবদান রাখার ধারাবাহিকতায় ২০২১ সালে আইগ্লোবাল বিশ্ববিদ্যালয়টি কিনে নেন আবুবকর হানিপ। প্রত্যাশা, একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে এটিকে সুপ্রতিষ্ঠা দেওয়া।তবে এরই মধ্যে সাফল্যের ডানা মেলতে শুরু করেছে আই গ্লোবাল বিশ্ববিদ্যালয়। যার উদাহরণ চলতি বছরের শীতকালীন সিমেস্টার ও বছরের প্রথম কোয়ার্টার।আবুবকর হানিপ বলেন, "বিষ্ময়কর আমাদের এই পথচলা, আর আলোঝলমলে একটা সূচনা আমরা করতে পারলাম।" শিক্ষক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কঠোর পরিশ্রমের পাশাপাশি প্রতিষ্ঠানকে নিজের করে নিতে পেরেছেন বলেই এই সাফল্য এসেছে।"সাফল্যের উদযাপনে উপস্থিত ছিলেন আইগ্লোবালের সিএফও ও আবুবকর হানিফের স্ত্রী ফারহানা হানিপ। তিনি বলেন, সারাক্ষণ পাশে থেকে দেখেছেন এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক বড় স্বপ্ন রয়েছে মি. হানিপের। বিশ্ববিদ্যালয়ের চলতি কোয়ার্টারের সাফল্যের জন্য তিনি শিক্ষক- কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রেখে সকলে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। "টুগেদার উই উইল গ্রো", বলেন ফারহানা হানিপ।বিশ্ববিদ্যালয়ের অপরারেশনস অ্যান্ড রেজিস্ট্রার বিভাগের দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট ড. শ্যান চো বলেন, কোয়ার্টারটি সফলভাবে শুরু করার জন্য আইগ্লোবালের প্রতিটি কর্মী দিন-রাত কঠোর পরিশ্রম করেছেন। এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান ড. চো। ক্যারিয়ার সার্ভিস ও মার্কেটিং বিভাগের দায়িত্ব থাকা অপর ভাইস প্রেসিডেন্ট মি. মামুন ওয়াহাব বলেন, চার বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে আসছি। আর এই সময়ের মধ্যে এটিই আমাদের সেরা কোয়ার্টার। এই সময় শিগগিরই আসবে যখন এই বিশ্ববিদ্যালয়ে হাজার শিক্ষার্থী ভর্তি হবে, এমনটাই ভবিষ্যতদ্বানি করেন তিনি। দূর শিক্ষণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড. জাফর পিরিমও একই কথা বলেন, তিনি দেখতে পাচ্ছেন আগামি কোয়ার্টারগুলোতে আরও বেশি বেশি শিক্ষার্থী আইগ্লোবালকে তাদের উচ্চতর ডিগ্রির জন্য বেছে নেবে। "আমরা একটি দলে একসঙ্গে কাজ করেছি। টিম স্পিরিটই ছিলো আমাদের অন্যতম শক্তি, " বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এর পরিচালক ড. মার্ক এল রবিনসন সকল কর্মীর অব্যহত সহায়তার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এডমিশন ম্যানেজার সারাহ হেদায়েত, অ্যাসিস্ট্যান্ট আইটি ম্যানেজার কাজি বারী, অ্যাকাউন্ট্যান্ট কৌশিকা নাভাল, এডমিশন অফিসার সেমি জ্যাং সহ অন্যরা। বক্তারা প্রত্যেকেই ২০২২ সালের প্রথম কোয়ার্টারে আইগ্লোবাল যে সাফল্য দেখিয়েছে এই ধারা টিকিয়ে রাখতে তাদের সকল প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানান। আইগ্লোবাল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ, স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশন অব ভার্জিনিয়া-এসসিএইচইভি'র সনদপ্রাপ্ত এবং অ্যাক্রেডিটেটিং কাউন্সিল অব ক্যারিয়ার স্কুল অ্যান্ড কলেজ-এসিসিএসসি'র অ্যাক্রেডিটেশন প্রাপ্ত। এরই মধ্যে ২০২১ সালের শেষ কোয়ার্টারে বিশ্ববিদ্যালয়টির এমবিএ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের একটি র্যাংকিংয়ে প্রথম সারিতে উঠে এসেছে।