ভার্জিনিয়ায় একুশে উদযাপনের সব প্রস্তুতি নিয়েছে ডিসি একুশে অ্যালায়েন্স
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি পালনে ব্যাপক প্রস্ততি চলছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ বাংলাদেশি কমিউনিটির মধ্যে। গান গেয়ে, নেচে, আবৃতি করে আরও নানা আয়োজনে তারা উদযাপন করতে চান দিনটি। তৈরি হচ্ছে শহীদ মিনার। যা বসানো হবে অনুষ্ঠানস্থলের মঞ্চে।বাঙালি চেতনাবোধে জাগ্রত মানুষগুলো সুদুর আমেরিকাতে বসে একুশের প্রভাতফেরীর মতো করে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল দেবেন। বরাবরের মতো এবারও পুরো আয়োজনটি হচ্ছে ডিসি একুশে অ্যালায়েন্সের উদ্যোগে। এনআরবিসি টিভির ক্রু ঘুরে দেখে এলো অ্যালায়েন্সের প্রস্তুতি। এখানে বাংলাদেশি কমিউনিটির দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্মের ছেলেমেয়ারাও নিচ্ছে নানান প্রস্তুতি। কেউ নাচের কেউ গানের রিহার্সাল করছে। ভার্জিনিয়াস্থ আইগ্লোবাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে সে রিহার্সাল। আর মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ভার্জিনিয়ার আর্লিংটনে কেনমোর মিডল স্কুলে। যুক্তরাষ্ট্রে এবছর দিনটি সপ্তাহের কাজের দিন এবং স্কুল কলেজ খোলার দিনে পড়ে যাওয়ায় মূল আয়োজনটি রাখা হয়েছে ১৯ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায়। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সকলে অংশ নেবেন এই আয়োজনে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরাও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই পারফর্ম করবেন। একুশে অ্যালায়েন্সের পক্ষ থেকে এবারের আয়োজনের মূল সমন্বয়ক সামছুদ্দিন মাহমুদ জানালেন, সকল প্রস্তুতি সম্পন্ন। নতুন প্রজন্মের শিশুকিশোররাই হবে এবারের আয়োজনের প্রাণ। দিনটিকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে কমিউনিটির সকলেই এগিয়ে এসেছেন, বললেন তিনি। বিকেল ৫টায় শুরু হবে আয়োজন যা রাত ৯টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। এছাড়াও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এতে উপস্থিত হবেন। ভার্জিনিয়াস্থ আইগ্লোবাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, পিপলএনটেকের কর্ণধার আবুবকর হানিপ, বিশ্ববিদ্যালয়টির সিএফও ও পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপও অংশ নেবেন এই কর্মসূচিতে। কর্মসূচির মিডিয়াপার্টনার হিসেবে থাকছে এনআরবি কানেক্ট টেলিভিশন। বাইটপোর ব্যবস্থাপনায় এবং আরলিংটন আর্টসের সহযোগিতায় ওয়াশিংটন ডিসি, ভার্জিনায় বাংলাদেশি কমিউনিটির ২৩টি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন অংশ নেবে এই আয়োজনে । সংগঠন ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ওয়ার্ল্ড ডেমোক্রেটিক ন্যাশনাল কাউন্সিল, সুন্দরবন, স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন, স্বদেশ, প্রিয় বাংলা, পিপল অ্যান টেক ফাউন্ডেশন, মেরিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন ডিসি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ফাউন্ডেশন অব সোশ্যাল অরগেনাইজেশন অ্যান্ড লিডারশিপ, একাত্তর ফাইন্ডেশন, ধ্রুপদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম, বুয়েটিয়ান ইউএসএ ক্যাপিটাল রিজিয়ন, বাংলাদেশ এ্যান্টারপ্রেনারর্স সোসাইটি অব ট্যালেন্টস (বেস্ট), বাংলাদেশ আমেরিকান আইটি প্রফেশনালস অরগানাইজেশন, বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন, বাংলাদেশ আমেরিকান কালচারাল অরগানাইজেশন অব ডিসি, বাংলাদেশ অ্যাসোসিয়েট অব গ্রেটার ওয়াশিংটন ডিসি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, আমরা নারী, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, আমরা বাঙ্গালি ফাউন্ডেশন। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে অমর একুশের এই আয়োজনের মূল পর্ব। এরপরপরই '২১ শুধু একটি সংখ্যা নয়, একটি মুক্তির মূলমন্ত্র' এমন কোরাস গানে হবে নৃত্য পরিবেশনা। এরপর একে একে থাকবে ছোটদের একুশে নৃত্য, একুশের কবিতা, একুশে পুঁথিপাঠ। বর্ণমালার প্রজন্ম ভাষা শহীদ ও আজকের প্রজন্মের মধ্যে সেতুবন্ধনে থাকবে বিশেষ আয়োজন। আর থাকবে একটি মাল্টি কালচার পরিবেশনা। আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের বিষয়টি মাথায় রেখেই এই অংশটি রাখা হয়েছে এমনটা জানিয়ে সমন্বয়ক সামছুদ্দিন মাহমুদ বলেন, একটি মঙ্গোলীয় ও একটি মেক্সিকান ডান্স গ্রুপ এই অংশে তাদের নাচ পরিবেশন করবে। অনুষ্ঠান শেষ হলে সকলে প্রভাতফেরীর আদলে খালি পায়ে হেঁটে শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের স্মরণে। আর তার মধ্য দিয়েই শেষ হবে ভার্জিনিয়ায় এবারের ভাষাশহীদ দিবস পালন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।