post
এনআরবি বিশ্ব

সিডনির বাংলাদেশি কমিউনিটিতে হলো হিফজুল কুরআন মাদ্রাসা

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে এএমডব্লিওসি হাফিযিয়্যাহ মাদ্রাসা ‘হিফযুল কুরআন’ পাঠদান কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি মাদ্রাসার ওপেনিং ডে’তে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকরা প্রয়োজনীয় তথ্য জেনে তাদের ছেলেদের মাদ্রাসায় ভর্তি করান।ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রয়োজনীয় তথ্য দের এএমডব্লিওসি ইসলামিক সেন্টারের পেশ ইমাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ আবদুল হাদী তানভীর এবং মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা। মাদ্রাসার ওপেনিং ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার দুই শিক্ষক হাফেজ তাহসিন, হাফেজ তাহজিব। এছাড়াও ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ, এএমডব্লিওসি’র সভাপতি ড. আনিছুল আফছার, সাধারণ সম্পাদক সাদেকুর খান মুনসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা। মাদ্রাসা কমিটি জানায়, মাদ্রাসার ক্লাস শুরু হবে আগামী ৮ মার্চ থেকে। সাধারণ ছাত্রদের সুবিধার বিবেচনায় মাদ্রাসায় দু’টি সেশনে ক্লাস চালু করা হয়েছে। কর্মদিবস মঙ্গলবার থেকে শুক্রবার বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত এবং শনিবার ও রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে।

post
এনআরবি বিশ্ব

সিডনিতে নারী দিবসের আয়োজনে বাংলাদেশ লেডিস ক্লাব

অস্ট্রেলিয়ার সিডনির বিডি হাব মিলনায়তনে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কানায় কানায় পূর্ণ বিডি কমিউনিটি হাব এর মিলনায়তনে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন শ্যামা রেইন।প্রবাসী নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া’র আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কামরুন চৌধুরী লিন্ডা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোলাক চ্যান্টিভং এমপি, ম্যাকুরিফিল্ডের সংসদ সদস্য, ড. সাবরিন ফারুকী, নারী সংগঠক ও কাউন্সিলর, মিসেস গেইল টেইলর, রোটারি ক্লাব ইঙ্গেলবার্নের প্রাক্তন সভাপতি, ফেরদৌসি ওবায়েদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক হাউস অফ সাকিনা, তাসনিয়া আলম হান্নান, সহ- প্রতিষ্ঠাতা এরাইসজ ফাউন্ডেশন ও ডা. জেসি চৌধুরী, প্রাক্তন সভাপতি বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস।বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি রাহেলা আরেফিন তার সূচনা বক্তব্যে বলেন, আমরা দৃঢ়ভাবে আশা করছি নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলা আরও বেগবান হবে। পরে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য পেশ করেন। এত অল্প সময়ে ক্লাবটি যেভাবে তাদের কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছে, তারা ভূয়সী প্রশংসা করেন এবং তাদের পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

post
এনআরবি বিশ্ব

অস্ট্রেলিয়ায় দুইদিনের ঈদ উদযাপন

গত ২ ও ৩ মে (সোম- মঙ্গলবার) দুইদিন যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সিডনিতে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর সিডনির মুসলিম সম্প্রদায় ও প্রবাসী বাংলাদেশিরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেন।মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানরা পালন করেন ঈদ-উল ফিতর। শুধু মুসলিম অধ্যুষিত দেশগুলোতেই নয়, এই ঈদ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় বিশ্বের নানা দেশে, নানা রূপে। ধর্মীয় অনুভূতির সঙ্গে সঙ্গে কোনও দেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে মিশে যায় এই উৎসব।আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নামাজের জন্য সমবেত হন স্থানীয় মসজিদ, ইসলামিক সেন্টার, কনভেনশন হল কিংবা পার্কে। আবার কোথাও অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হওয়ায় একাধিক সময়ে নামাজের আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে কোনও কোনও মসজিদে বা কমিউনিটি হলগুলোতে বিশাল আকারের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।সিডনিতে দুইদিনই সাধারণ কর্মদিবস থাকায় খুব সকাল থেকেই ঈদের জামাত শুরু হয়। ঈদের নামাজে বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ প্রার্থনা ও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। করোনার বিধিনিষেধ না থাকায় সারাদিন সিডনি প্রবাসী বাংলাদেশিরা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাসায় বাসায় বেড়িয়ে আড্ডায় মেতেছেন দীর্ঘ সময় নিয়ে। পাশাপাশি দেশে বাবা-মা, আত্মীয়-পরিজনের সঙ্গে অনেকেই দিনভর ফোনালাপে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।অস্ট্রেলিয়ার মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন, বিরোধী দলীয় নেতা ও প্রথম সারির নেতৃবৃন্দ।

post
এনআরবি বিশ্ব

নির্বাচনী হাওয়ার জোয়ার অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের মাঝেও; অনেকেই ছুটি নিয়ে দেশে ফিরছেন ভোট দেয়ার আশায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে ওশেনিয়ার দেশ অস্ট্রেলিয়াতেও।পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও প্রিয় প্রার্থীর পাশে থাকতে অনেকে আবার ছুটে যাচ্ছেন দেশে। এদিকে সুষ্ঠু নির্বাচনের আহবান জানিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন,নির্বাচনকে ঘিরে বাংলাদেশের উপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা আরোপের শঙ্কা থাকলেও দেশটির সরকার সেখান থেকে সরে এসেছে। জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন প্রায় লাখো বাংলাদেশী। তবে প্রবাসে থেকেও দেশের প্রতিটি মুহূর্ত দেশের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত থাকেন এ অভিবাসীরা।দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও বেড়েছে প্রবাসীদের উৎসাহ-উদ্দীপনা। প্রিয় প্রার্থীকে ভোট দিতে অনেক প্রবাসী বাংলাদেশী ছুঁটছেন দেশের পথেও।এদিকে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ওপর অস্ট্রেলিয়া সরকারের নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনা নেই, বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।এর আগে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাঁধাদানকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেন দেশটির ১৫ সংসদ সদস্য।

post
এনআরবি বিশ্ব

অস্টেলিয়াতে বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান

অস্টেলিয়াতে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্যে। পুরুষদের সঙ্গে সমান তালে এগোচ্ছে নারী উদ্যোক্তারাও। তবে দেশটিতে প্রবাসী নারীদের জন্য স্বতন্ত্র কোন সংগঠন না থাকায় পিছিয়ে পড়ছেন অনেকে। তাই তাদের স্বামলম্বী করে তুলতে কাজ শুরু করছেন কিছু প্রবাসী নারী সংগঠক। অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন প্রায় লাখো বাংলাদেশী। দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশীদের অবস্থান। ব্যবসা-বাণিজ্যেও বড় সফলতা পাচ্ছেন তারা।অষ্ট্রেলিয়ায় পুরুষদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে  প্রবাসী বাংলাদেশী নারীদের ব্যবসা প্রতিষ্ঠানও। পরিশ্রমী এ নারীরা পাচ্ছেন ব্যবসায়ীক সফলতা।তবে উন্নত বিশ্বের দেশটিতে সামাজিকতার কারণে পিছিয়ে পড়ছেন অনেক নারী। তাই তাদের জন্যে কাজ করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্স নামের সংগঠন। সংগঠনটির লক্ষ্য,ওশেনিয়ার দেশটিতে বাংলাদেশী নারীদের আরো বেশি সংখ্যক উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা। আর সেই কাজে সহযোগিতা করছেন দেশটি প্রবাসী বাংলাদেশিরাও।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের জন্যে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

প্রবাসী বাংলাদেশিদের চেষ্টায় ২০০৪ সালে গড়ে ওঠে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের ব্যবসায়িক সহযোগীতার লক্ষ্যেই গড়ে তোলা হয় বাণিজ্যিক এ প্রতিষ্ঠানটি। বিদেশের মাটিতে নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজ করছে সংগঠনটি। সেই সাথে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতেও ভূমিকা রাখছে তারা। সংশ্লিষ্টরা জানান, অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, প্রায় লাখো  বাংলাদেশি। ব্যবসা-বাণিজ্যসহ দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে, বাংলাদেশিদের অবস্থান। আর তাদের সেবায় কাজ করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মতো প্রবাসীদের কিছু সংগঠনও।  সংগঠনটির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ বলেন, দেশটিতে বাংলাদেশিদের ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতেও, সহযোগিতা করছে তারা। এছাড়াও বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়নেও কাজ করছে এই বিজনেস কাউন্সিল। সেই সাথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বৃদ্ধি করারও অঙ্গিকার করছে সংগঠনটি। এদিকে উদ্যোক্তাদের ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির লোক্ষ্যে, সম্প্রতি অস্ট্রেলিয়ায় সেমিনার করেছে সংগঠনটি। যেখানে বাংলাদেশ থেকে অংশ নেন উর্ধ্বতন কর্মকর্তরাও।

post
এনআরবি বিশ্ব

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ইফতার

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি) উদ্যোগে ইফতার ও নৈশভোজের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ড. মুনিরুজ্জমান জয় কোরআন পাঠ করেন।এর পর সংগঠনের সভাপতি ফয়েজ দেওয়ান অতিথিদের স্বাগত জানান এবং পবিত্র মাসে সংহতি ও একতা প্রকাশে তাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মুখপাত্র মোহাম্মদ দুয়ার ফিলিস্তিনে শান্তি ফিরিয়ে দেওয়ার গুরুত্ব ও মানবিক সমর্থনের বিষয়গুলো নিয়ে বক্তব্য দেন। দার ইবনে আব্বাসের অধ্যক্ষ শাইখ আব্দুল করিম আবদুল্লাহ পবিত্র রমজানের গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ ঐক্য, সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রদায়ের অংশগ্রহণের প্রসারে এবিবিসির প্রতিশ্রুতি সম্পর্কে জানিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.