post
অভিবাসন

ভূমধ্যসাগর থেকে অন্তত ১১৮ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

গত কয়েকদিনে ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অন্তত ১১৮ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপের মানবিক সংস্থাগুলো। দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস-এমএসএফ পরিচালিত জাহাজ জিও ব্যারেন্টস ৭৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। এরপর তাদের ইটালির উত্তর-পূর্বের বন্দর রাভেনাতে নামানো হয়। রেসক-শিপ সংস্থা পরিচালিত পালতোলা নৌকা -নাদির ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীসহ একটি জলযান উদ্ধার করে। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সমুদ্রে টানা দুই দিন ‘উদ্দেশ্যহীনভাবে ভেসে যাচ্ছিল’ নৌকাটি। বছরের শুরু থেকে ৩৪ হাজার ৭৬২ জন অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। যাদের কাছে কোনো নথি নেই। আগস্টের শুরু থেকে এক হাজারের বেশি মানুষ এসেছেন ইতালিতে। জাতীয়তার ভিত্তিতে সবার আগে রয়েছেন বাংলাদেশিরা। এরপর রয়েছেন সিরীয়, তিউনিশীয়া এবং মিশরীয়রা।

post
অভিবাসন

গ্রিসে নৌকা থেকে ৭৭ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

গ্রিসের দক্ষিণ-পূর্ব উপকূলে সংকটাপন্ন একটি নৌকা থেকে ৭৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে,উদ্ধারের পর তাদের কাছের বন্দর নিয়ে যাওয়া হয়েছে। উপকূলরক্ষীরা জানিয়েছেন,মঙ্গলবার ভোরে পাইলোস শহরের দক্ষিণ-পশ্চিমে ১১২ নটিক্যাল মাইল দূরে একটি মাল্টিজ-পতাকাবাহী পণ্যবাহী জাহাজ নৌকাটিকে খুঁজে পায়। গ্রিসের অনুসন্ধান এবং উদ্ধার কর্তৃপক্ষের সমন্বিত এক অভিযানের পর নৌকায় থাকা সব অভিবাসনপ্রত্যাশীকে ওই এলাকায় ভাসমান একটি প্রমোদতরীতে তুলে দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে,তাদের গ্রিসের দক্ষিণের বন্দর কালামাতায় নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন কোন দেশের নাগরিকেরা ছিলেন এবং তারা কোন উপকূল থেকে রওনা করেছিলেন, তা নিয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

post
অভিবাসন

ফ্রান্সের উপকূলে শিশুসহ অন্তত ৭০ অভিবাসী আটক

ফ্রান্সের উত্তরের সোমে ডিপার্টমেন্টে অবস্থিত পিকার্দি উপকূলে শিশুসহ ৭০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ। ফরাসি গণমাধ্যম ফ্রঁন্স ব্লু জানিয়েছে, সোমবার এই অভিবাসনপ্রত্যাশীরা পিকার্দি উপকূলের কাছে বিভিন্ন জঙ্গল, মাঠ এবং বাসাবাড়ির ভেতরে লুকিয়ে ছিলেন। সেখান থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আটক এই অভিবাসনপ্রত্যাশীরা ছোট নৌকায় চড়ে অনিয়মিত উপায়ে যুক্তরাজ্যের দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক হওয়া অভিবাসীদের রেড ক্রসের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তবে, তাদের মধ্যে কোন বাংলাদেশি অভিবাসী আছে কিনা তা এখনো জানা যায়নি।

post
অভিবাসন

কাতারের বাংলাদেশ কলেজের অভিভাবক কমিটি গঠন

কাতারের বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজের অভিভাবকেরা গঠন করেছেন নতুন সংগঠন ‘গার্ডিয়ানস’।ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমকে সভাপতি, মির্জা আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমেদ, সহ-সভাপতি কামরুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ফেরদৌস ও সাংস্কৃতিক সম্পাদক মারশিয়া জান্নাত। বাংলাদেশ স্কুল গভর্নিং বডির সাবেক সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন, বর্তমান গভর্নিং বডির দুই সদস্য সোহেল রানা ও ইন্জিনিয়ার জাহাঙ্গীর। এসময় বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা রফিকুল ইসলাম তালুকদার বাবু, সৈয়দ আনার মিয়া, আহমেদ মালেক, মাহবুবুর রহমান বাবু, জাকির হোসেন বাবু ও একেএম আমিনুল হক কাজল।

post
অভিবাসন

তুরস্কের উপকূল থেকে ৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

তুরস্কের ইজমির শহরের সমুদ্র উপকূল থেকে ৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তবে,তাদের মধ্যে কোন বাংলাদেশি আছে কিনা তা এখনো যায়নি।এক বিবৃতিতে কোস্টর্গাড জানায়,অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেজমি উপকূলের সমুদ্রে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নৌকা থেকে তাদের উদ্ধার করে। কোস্টগার্ডের দাবি, গ্রিক কর্তৃপক্ষ অভিবাসনপ্রত্যাশীদের এই নৌকাটিকে তুরস্কের দিকে ঠেলে দিয়েছে। এদিকে আরেক পৃথক অভিযানে সমুদ্রে সেফেরিহিশার উপকূল থেকে ২৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টর্গাড। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

post
অভিবাসন

দক্ষিণ আফ্রিকায় লরির ধাক্কায় বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় লরির ধাক্কায় মোশারফ হোসেন মিলন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রবাসীরা জানান,দক্ষিণ আফ্রিকার মিউল্যান্ড তুর্কি মসজিদে মাহফিলে অংশগ্রহণ শেষে ফেরার পথে মারাত্মক আহত হন মোশারফ হোসেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়িতে থাকা অপর দুজনও আহত হয়েছেন। মোশারফ হোসেন ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যান। দেশটিতে তার নিজস্ব দুটি দোকান রয়েছে। পাঁচ মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে গেছেন। এখন তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা মরদেহ দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন।

post
অভিবাসন

অবৈধ বাংলাদেশিদের দ্বীপে পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের দুর্গম দ্বীপে পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। উপকূল থেকে আটক করে এসব অভিবাসীদের দুর্গম দ্বীগুলোতে পাঠানো হচ্ছে।ইন্দোনেশিয়ার রোটে দ্বীপের পুলিশ প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। প্রতিবেদনে বলা হয়, এসব অভিবাসীরা গত মাসে দুটি ছোট নৌকায় করে রোটে দ্বীপে আসেন। নৌকা দুটিতে ২২জন করে ৪৪ অভিবাসন প্রত্যাশি ছিলেন। এদের মধ্যে বেশির ভাগ পুরুষ নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিয়েছেন। এছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের ৮ রোহিঙ্গাও রয়েছেন। আটকৃতদের স্থানীয় পুলিশ সদর দপ্তরে হেফাজতে রাখা হয়েছে বলে জানানো হয়। এদিকে, নৌকায় আসা কোনো অভিবাসীকেই থাকার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

post
অভিবাসন

মালদ্বীপের হুলোমালে থেকে ৮ অভিবাসী আটক

মালদ্বীপের হুলোমালে এলাকার একটি কফিশপে অভিযান পরিচালনা করে ৮ অভিবাসীকে আটক করা হয়েছে।মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ধরতে অভিবাসন ও পুলিশের যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেছে। তারা জানিয়েছে, তদন্তের জন্য আট অভিবাসীকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে কোন বাংলাদেশি আছে কি না সে পরিচয় উল্লেখ করেনি। মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি দীর্ঘস্থায়ী সমস্যা। মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সমস্যা সমাধানের জন্য জাতীয় টাস্কফোর্স গঠন করেছে। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় টাস্কফোর্স এখন পর্যন্ত এক হাজার ৮০০ জনের বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

post
অভিবাসন

টিউলিপের টানা জয়; কমিউনিটির উদ্যোগে দোয়া মাহফিল

টানা চতুর্থবারের মতো টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে টিউলিপ সিদ্দিকির ভবিষ্যত সফলতা কামনা এবং তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। বৃহস্পতিবারের নির্বাচনে টিউলিপ সিদ্দিকি ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে লেবার পার্টি থেকে নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি প্রথমবার এমপি হয়েছিলেন।

post
অভিবাসন

ইতালিতে প্রবাসীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইতালিতে অভিবাসীদের উপর হামলার ঘটনা নতুন নয়। সম্প্রতি রাজধানী রোমে একই ঘটনায় আহত হয়েছেন, ভারতীয় নাগরিকসহ এক বাংলাদেশীও।নেক্কারজনক এসব ঘটনাকে বর্ণবাদী হামলা বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। এবার প্রবাসীদের উপর হামলার প্রতিবাদে মাঠে নেমেছে ইতালির বামপন্থী জোটের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলো। যেখানে অংশ নেন প্রবাসী বাংলাদেশীরাও। ওই হামলায় আহত বাংলাদেশি কবির জানান, স্থানীয় উশৃংখল কিছু যুবক অন্যায়ভাবে তাকে আঘাত করে। এ হামলার নিন্দা জানিয়ে প্রতিরোধের আহবান জানান, বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন ইতালি-বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেন। এছাড়াও,ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশিদের অবস্থান সুদৃঢ় করার কথা জানান দেশটির প্রবীণ বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব নূরে আলম। এসময় বক্তারা বলেন, কোন অপ্রীতিকর ঘটনা নয় বরং ইতালীয়দের সাথে সুসম্পর্ক এবং সামাজিক বন্ধনে বিশ্বাস করেন প্রবাসী বাংলাদেশীরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.