মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা প্রদান
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। দেশটির পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারী কনস্যুলেট অফিস থেকে এ সেবা দেয়া হয়। এতে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবাও প্রদান করা হয়। এছাড়াও অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম ও পেনাং থেকেও এ সেবা নিয়েছেন প্রবাসীরা। এসময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসানের নির্দেশনায়, সেবা গ্রহীতাদের সাথে আসা শিশুদের মাতৃভাষার প্রতি আকৃষ্ট করতে বাংলা বই উপহার দেওয়া হয়।