post
দূতাবাস খবর

মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা প্রদান

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। দেশটির পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারী কনস্যুলেট অফিস থেকে এ সেবা দেয়া হয়। এতে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবাও প্রদান করা হয়। এছাড়াও অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম ও পেনাং থেকেও এ সেবা নিয়েছেন প্রবাসীরা। এসময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসানের নির্দেশনায়, সেবা গ্রহীতাদের সাথে আসা শিশুদের মাতৃভাষার প্রতি আকৃষ্ট করতে বাংলা বই উপহার দেওয়া হয়।

post
দূতাবাস খবর

দোহায় রাষ্ট্রদূতের বাংলাদেশি প্রতিষ্ঠান পরিদর্শন

কাতারের আল সামাল সড়কের পার্শ্ববর্তী উম গরান সিটিতে কক্সবাজার জেলার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল আলী প্রতিষ্ঠিত করেছেন ডিবি গ্রুপের চারটি নতুন প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে ডিবি টাইপিং সেন্টার, ডিবি রেস্টুরেন্ট, ডিবি লিমুজিন এবং ডিবি অটো ইলেকট্রিক গ্যারেজ।রাজধানী দোহা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উম গরান সিটিতে ডিবি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ ফয়সাল আলী, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দুতালয় প্রধান মো: নাসির উদ্দিন। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ডিবি গ্রুপে কর্মরত বাংলাদেশী কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

post
দূতাবাস খবর

‘কুয়েতে দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে’

কুয়েতের বাংলাদেশ দূতাবাসকে আধুনিকীকরন করাসহ প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন, নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।সোমবার দেশটির মিসিলাস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এর আগে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। প্রবাসীদের দোরগোড়ায় কনসুল্যার সেবা পৌছে দিতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান কনস্যুলার সেবা চালুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়াও, দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রত্যাশাও ব্যক্ত করেন বাংলাদেশের এই কূটনীতিক। এসময় প্রবাসী বাংলাদেশীদের কুয়েতের আইন-কানুন মেনে চলার পাশাপাশি বৈধ চ্যানেলে দেশে অর্থ প্রেরণের অনুরোধ জানান নবনিযুক্ত রাষ্ট্রদূত।

post
দূতাবাস খবর

ইতালিতে আগষ্ট থেকে শনি-রবি সেবা দিবে কনস্যুলেট

চলতি বছরের আগষ্ট মাস থেকে শনিবার ও রোববার কনস্যুলেট সেবা দিবে বাংলাদেশ কনস্যুলেট। ইতালির মিলানের বাংলাদেশ কনস্যুলেট এম জে এইচ জাবেদ এ তথ্য জানান।এ সিদ্ধান্তের ফলে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট এবং পাসপোর্ট সংশোধনীসহ নানা সেবা পাবেন প্রবাসীরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির মিশনে প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্ট করার জন্য সাধারণ ভাবে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারছিলের না। ফলে দালাল চক্রের মাধ্যমে অনেকে প্রতারিত হচ্ছিলেন অ্যাপোয়েন্টমেন্টের জন্য। এমন সংবাদ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর দৃষ্টিগোচর হলে তিনি প্রবাসীদের এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, এই সেবার মাধ্যমে প্রবাসীদের এই সমস্যার সমাধান হবে। এছাড়াও প্রতিদিন কনস্যুলেটে সরাসরি ভুক্তভোগীরা যোগাযোগ করে এবং ইমেইল এর মাধ্যমে প্রয়োজনীয় সমাধান পাবেন। এর আগে, ২৪ জুন কনস্যুলেট সভাকক্ষে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এবং উপদেষ্টা তুহিন মাহমুদ এর সাথে বৈঠক করেন কনসাল জেনারেল ।

post
দূতাবাস খবর

ইতালিতে প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তি শিঘ্রই অবসান হবে

ইতালির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে প্রবাসীদের পাসপোর্ট এ্যান্ড্রোলমেন্ট অ্যাপয়েন্টমেন্টের ভোগান্তির শিঘ্রই অবসান হবে বলে জানিয়েছেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। মিলান বাংলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এবং উপদেষ্টা তুহিন মাহমুদের সাথে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন, ভাইস কনসাল তাজ উল ইসলাম এবং প্রেসক্লাবের প্রচার সম্পাদক রতন হক।দীর্ঘদিন ধরে কনস্যুলেট থেকে পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারছিলেন না প্রবাসী বাংলাদেশীরা। ফলে প্রতারক চক্রের মাধ্যমে অ্যাপার্টমেন্ট সংগ্রহের চেষ্টা করে আসছিলেন তারা। খবরটি কনসাল জেনারেলের দৃষ্টিগোচর হলে প্রবাসীদের এই সমস্যা সমাধানের আশ্বাস তিনি। জানান,আগামী আগস্ট থেকে শনি ও রোববার মিলান বাসীর জন্য কনস্যুলেট সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও প্রতিদিন কনস্যুলেটে সরাসরি ভুক্তভোগীরা যোগাযোগ করে এবং ইমেইল এর মাধ্যমে প্রয়োজনীয় সমাধান পেতে পারেন।

post
দূতাবাস খবর

মালয়েশিয়ায় হাইকমিশনের উদ্যোগে ‘মুজিব’ প্রদর্শন

মালয়েশিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।দেশটির মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে সিনেমাটি প্রদর্শন করা হয়। বাংলাদেশ হাইকমিশনের চলমান জনকূটনীতি কার্যক্রমের ধারাবাহিকতায়, বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার অংশ হিসেবে এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সিনেমা দেখতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ও তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী, মালয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বি এন রেড্ডি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অধ্যাপক দাতো ড. মাজলিহাম মো. সৌদ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মালয়েশিয়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক কোরের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতা, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির নেতা, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তারা।

post
দূতাবাস খবর

আমিরাতে আইন মেনে চলার আহবান রাষ্ট্রদূতের

আমিরাতে মধ্যাহ্ন বিরতি আইন মেনে চলার আহবান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।দূতাবস মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, সংগঠনটির সহ সভাপতি জামশেদ আলম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, যুগ্ন সম্পাদক মইন উদ্দিন মইন, গোলাম কাদের ইফতি, বিডিইউস সভাপতি প্রকৌশলী আশীষ বড়ুয়া, সংগঠনটির আবুধাবীর সভাপতি মিজানুর রহমান সোহেল, আবুধাবিস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস কিরন আক্তার, সহকারী অধ্যাপক আবু তাহের, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক, বাংলাদেশ মহিলা অঙ্গন আবুধাবির সভাপতি সাইফুন নাহার জলী, কলম একাডেমী লণ্ডন ইউএই চ্যাপ্টারের উপদেষ্টা মোহাম্মদ জাফর উদ্দিন ভূইয়া, আবুধাবি কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন রাজু এবং আবুধাবি যুবলীগ সভাপতি জাকির হোসেন জসীমসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।

post
দূতাবাস খবর

সুইজারল্যান্ডে ইউক্রেইন শান্তি সম্মেলন অনুষ্ঠিত

সুইজারল্যান্ডে ১০০ টিরও বেশি দেশ ও সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইউক্রেইন শান্তি সম্মেলন। কয়েক ডজন দেশ এ সম্মেলনে রাশিয়ার শুরু করা যুদ্ধ অবসানে যে কোনও শান্তিচুক্তির ভিত্তি হিসাবে ইউক্রেইনের ভূখন্ডগত অখন্ডতাকে সমর্থন দিয়েছে। দুই দিনের এই সম্মেলন শেষের চূড়ান্ত ঘোষণাপত্রে ইউক্রেইন যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানুষের দুর্ভোগের জন্য রাশিয়ার কড়া সমালোচনা করা হয়েছে। তবে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং সৌদি আরবসহ কয়েকটি দেশ এ ঘোষণাপত্র সই করেনি। বিবিসি জানায়, ইউক্রেইন যুদ্ধ শেষ করতে সহায়ক একটি প্রক্রিয়ায় যত বেশি সম্ভব সমর্থন জোগাড়ের উদ্দেশে আয়োজন করা হয়েছিল এই শান্তি সম্মেলন। বহু দেশ এবং সংগঠন যোগ দিলেও এ সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি এবং রাশিয়ার সবচেয়ে বড় সমর্থক দেশ চীন সম্মেলনে উপস্থিত ছিল না। সে কারণে এই সম্মেলন কতটুকু সার্থক হল তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।

post
দূতাবাস খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৪৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পাহাং রাজ্যের কোয়ান্তান শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাজ্যের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, স্থানীয় জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে ১০৯ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করায় ৪৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৮ বাংলাদেশি, ৪ জন ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ১৮, ভারতের এক এবং পাকিস্তানের দুই নাগরিক রয়েছেন। তাদের রাজ্যের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

post
দূতাবাস খবর

কাতারে বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধন

কাতারের তরুণ ব্যবসায়ী আমানুল্লাহ গ্রুপ অব কোম্পানিজের স্বত্বাধিকারী মোঃ আমান উল্লাহর হাত ধরে যাত্রা শুরু করেছে আমান উল্লাহ রেস্টুরেন্টের তৃতীয় শাখা। কাতারের তরুণ ব্যবসায়ী আমানুল্লাহ গ্রুপ অব কোম্পানিজের স্বত্বাধিকারী মোঃ আমান উল্লাহর হাত ধরে যাত্রা শুরু করেছে আমান উল্লাহ রেস্টুরেন্টের তৃতীয় শাখা। দেশটির অভিবাসী অধ্যুষিত দোহা মানছুরা মিউনিসিপ্যালিটি অফিসের পিছনে আমান উল্লাহ রেস্টুরেন্ট এর তৃতীয় শাখা উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সাংবাদিক আহসান উল্লাহ সজীবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা খাইরুদ্দিন, শ্রম কাউন্সিলার মাশহুদুল কবির ,তন্ময় ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান ,মোঃ ইসমাইল ,মোঃ মোক্তাদীর ,রবিউল ইসলাম ,কামাল হোসেন ,আবু সাঈদ,জোবায়ের ,আবদুর সাত্তার ,রমিজ উদ্দিন ,মহিউদ্দিন,আকবর চৌধুরী ও শাহ পরান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.