post
শিক্ষা

নতুন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিলো ডব্লিউইউএসটি

নতুন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিলো ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি)। ৩ জানুয়ারী বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ আলেকজান্দ্রেয়ার নিজস্ব নতুন ক্যাম্পাসে অরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেয়া হয় উইন্টার কোয়ার্টার শুরু করতে যাওয়া নতুন শিক্ষার্থীদের। শিক্ষা জীবনের নতুন পাঠ শুরু করতে যাওয়া এসব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতিসহ নানা বিষয়ে পরামর্শ রাখেন শিক্ষকগণ। বিশ্বের ১২০'টি দেশের ছাত্রছাত্রী পড়াশোনা করছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ডব্লিউইউএসটি)। ৮ জানুয়ারি থেকে শুরু থেকে যাওয়া উইন্টার কোয়ার্টারে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার ভর্তি হয়েছে আড়াইশোর মত শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবন শুরুর আগে তাদের সাথে পরিচয় পর্ব এবং সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেয়ার জন্যই করা হয় এই অরিয়েন্টেশনের আয়োজন। নতুন ক্যাম্পাসের অডিটোরিয়ামে হওয়া যে আয়োজনে সরাসরি অংশ নিয়েছিলেন ৭০জন শিক্ষার্থী। বাকিরা যুক্ত হয়েছিলেন অনলাইনের মাধ্যমে। শুরুতে সকলে স্বাগতম জানান, ডব্লিউইউএসটির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পরিচয় করিয়েদেন ছাত্রছাত্রীদের সাথে।নতুনদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ড. কারাবার্ক বলেন এই বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রী অর্জনই নয়, জীবন ও ক্যারিয়ার গঠনে অনেক কিছু নেয়ার আছে এখান থেকে। ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গঠনে ডব্লিউইউএসটি বদ্ধ পরিকর। শিক্ষক থেকে কর্মকর্তা সকলে প্রস্তুত তাদের অভিজ্ঞতা বিলিয়ে দেয়ার জন্য, ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে আগ্রহ থাকবে হবে তা গ্রহনের জন্য। তিনি আরও বলেন, অনেক দেশের অনেক সংস্কৃতির মেলবন্ধন এই বিশ্ববিদ্যালয়। একেক দেশের সহপাঠীদের কাছ থেকে যেমন অনেক কিছু নেয়ার আছে শেখার আছে আবার অন্য কারোর অনুভূতিতে যেন আঘাত না লাগে সেই বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন ড. কারাবার্ক। সকলকে নেটওয়ার্ক বৃদ্ধির ব্যাপারো ফোকাস থাকতে বলেন তিনি। ডব্লিউইউএসটির প্রধান অর্থকর্মকতা ফারহানা হানিপ বলেন, নতুন বছরের শুরুতে নতুন পরিবেশে এতো গুলো নতুন মুখ দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, 'তোমাদের স্বপ্ন পূরণে যত ইচ্ছে শিখে নাও, যত পারো নিজেকে এগিয়ে নাও, সফলতার দারুণ সব স্মৃতি জমা করো। তবে তোমরা কে কোথা থেকে এসেছো সেটি ভুলে যেও না, নিজের দেশকে ভালোবাসো, দেশকে বুকের মাঝে সবসময় ধারণ করবে। তাহলে তোমার জাতিকে তুমি গর্বিত করতে পারবে।' স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মানতে হয় বেশ কিছু নিয়ম কানন। জানতে হয় কি কি করা যাবে আর কি করা যাবে না। ডব্লিউইউএসটির অ্যাডমিশন ম্যানেজার কিম্বার্লী সিম্পসন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেণ নতুন শিক্ষার্থীর সামনে।ডব্লিউইউএসটির লক্ষ্য, স্টুডেন্টদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবনা, কি কি সুযোগ সুবিধা রয়েছে যে সকল তথ্য উপস্থাপন করেন ডব্লিউইউএসটির স্কুল অব বিজনেস এর পরিচালক অধ্যাপক ড. মার্ক এল রবিনসন। জানান, ভালো ফলাফলের উপর ডব্লিউইউএসটি স্কলারশীপ দিয়ে থাকে প্রতি কোয়ার্টারে। সেই স্কলারশীপের নানা ধাপ ও তা পাবার জন্য করনীয় সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন ড. মার্ক। শিক্ষার্থীদের সামনে ক্লাসের অংশ গ্রহন, অ্যাসাইনমেন্ট সাবমিশন, ডিসকাশন, প্রেজেন্টেশন, পরীক্ষার মান বন্টনের বিষয়গুলো সর্ম্পকে ধারণা দেন স্কুল অব আইটির ডিরেক্টর অ্যাপোসটোলস ইলিওপোলাস পল।আর শিক্ষার্থীরা কোন কোন প্লাটফর্ম আর টুলস ব্যবহার করে তাদের ক্লাস ও অ্যাসাইনমেন্ট গুলো করবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন  স্টুডেন্ট সাকসেস ও ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ। জানান, ক্যারিয়ার ডেভেলপমেন্টে ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় কিভাবে পাশে থাকবে।  এই আয়োজনে আরও বক্তব্য রাখেন, অ্যাসিসটেন্ট ডিরেক্টর অব জেনারেল অ্যাডুকেশন ড. হোয়ান লি, মার্কেটিং ডিরেক্টর হোসে ওর্তেগা,  আইটি ম্যানেজার কাজী বারী, স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিন ইয়েগিত।ওরিয়েন্টেশন শেষে নতুন স্টুডেন্টদের সাথে গ্রুপ ফটোসেশন অংশ নেন প্রেসিডেন্টসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা। আর মধ্যান্হ ভোজের মধ্য দিয়ে শেষ হয় উন্টার ওরিয়েন্টেশন। খাবার গ্রহনের সময় নতুন সহপাঠীরা একে অপরের সাথে পরিচয় পর্ব সেড়ে গল্পে মেতে উঠেন একেকজন।২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ব্যবসায়িক প্রশাসনের উপর ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের সতেরশো শিক্ষার্থী লেখাপড়া করছে।

post
শিক্ষা

নতুন বছরে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ

নতুন বছরে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। পুরোনো বৃত্তিগুলো যেমন চালু হচ্ছে, তেমনি নতুন অনেক বৃত্তির জন্যও আবেদনের আহ্বান করা হয়েছে। যাঁরা বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হতে চান, তাঁদের জন্য করণীয় কী?বিদেশে বৃত্তি নিয়ে লেখাপড়ার স্বপ্ন দেখেন প্রায় প্রতিটি শিক্ষার্থী। তবে এ প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। ফলে তাড়াহুড়ায় সুযোগ পাওয়ার সম্ভাবনা সীমিত। এর জন্যে যেমন পড়াশোনার প্রস্তুতির প্রয়োজন, অন্যদিকে প্রক্রিয়া সংশ্লিষ্ট বিষয়ও কম গুরুত্বপূর্ণ নয়। প্রতিযোগিতামূলক বৃত্তিগুলোর জন্য দরকার হয় ৭ থেকে ৭ দশমিক ৫ আইইএলটিএস স্কোর। তবে বিশ্ববিদ্যালয়ভিত্তিক বৃত্তিগুলোতে ৬ দশমিক ৫ স্কোরও গ্রহণ করা হচ্ছে। তাই ইংরেজি দক্ষতার প্রতি নজর দেয়া জরুরী। তবে যাঁরা ব্যবসায় শিক্ষা নিয়ে পড়বেন, তাঁদের জন্য জিম্যাট গুরুত্বপূর্ণ। আর প্রকৌশল এবং বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে পড়তে চাইলে দরকার হবে জিআরই স্কোর। এদিকে, বৃত্তির ক্ষেত্রে নেতৃত্বের গুণাবলি,স্বেচ্ছাসেবক বা গবেষক হিসেবে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া হয়। তাই এসব অর্জনের দিকে মনোযোগ দিতে হবে আগে থেকেই। বাংলাদেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সনদ তুলতে গেলে আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়। তাই শেষ মুহুর্তের জন্যে না রেখে শিক্ষা সনদ ও পাসপোর্টসহ প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে। দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে আবেদন প্রক্রিয়া ভিন্ন হয়। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে এসব বিষয়ে তথ্য পাওয়া যায়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকেও ই-মেইল করে তথ্য জানতে পারেন। বৃত্তির সর্বশেষ ধাপে সাক্ষাতের মুখোমুখিও হতে হয় আবেদনকারীকে। অনলাইনে মৌখিক সাক্ষাৎকারের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের দূতাবাসও নিতে পারে সাক্ষাৎকার। কিছু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ব্লকড অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট অর্থ ব্যাংকে রাখতে হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়া সম্পর্কে জেনে নেয়া ভালো। চিভনিং বৃত্তিসহ প্রতিযোগিতামূলক স্কলারশিপগুলোর ক্ষেত্রে আবেদনের শেষ সময়ে সার্ভার জটিলতায় অনেকেই আবেদন বঞ্চিত হন। তাই কিছুটা সময় হাতে নিয়ে এ আবেদন করতে হবে।

post
শিক্ষা

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশের আরও ১৮টি বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশের আরও ১৮টি বিশ্ববিদ্যালয়। নতুন যুক্ত হওয়া এ বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ১৩টি বেসরকারী প্রতিষ্ঠানও। আগের ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়া এ শিক্ষা-প্রতিষ্ঠানগুলোও এখন থেকে দেশটিতে পাবে সমান মর্যাদা। তবে ইংরেজি দক্ষতা স্কিল-আইএলটিএস সহ বেড়েছে বেশ কিছু কঠিন নির্দেশনা।  শিক্ষা, সংস্কৃতি আর আধুনিক সভ্যতার নাম অস্ট্রেলিয়া। উন্নত বিশ্বের এ দেশটিতে উচ্চ শিক্ষা বা অভিবাসনের জন্যে প্রতি বছর পাড়ি জমান হাজারো স্বপ্ন বিলাসী। বাংলাদেশীদের জন্যেও অন্যতম প্রছন্দের নাম বৈচিত্রময় এ দেশটি।বাংলাদেশীদের জন্যে সেই সুযোগ আরও সহজ করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে আরও ১৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের মতো সমান মর্যাদা। এসব বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশাধিকারসহ গবেষণা ও শিক্ষা গ্রহনও সহজ হবে। কর্ম ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। তবে ওশেনিয়ার এ দেশটিতে যাওয়ার জন্যে ইংরেজি দক্ষতা স্কিল-আইএলটিএস সহ বেড়েছে বেশ কিছু কঠিন নির্দেশনা। সম্প্রতি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ বিশ্ববিদ্যালয় গুলো অর্ন্তভূক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ব্র্যাক, ড্যাফোডিল,ইস্ট ওয়েস্টসহ প্রথম সারির শিক্ষা-প্রতিষ্ঠান।

post
শিক্ষা

দুবাইয়ে 'আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্যা ইয়ার' অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ

'আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্যা ইয়ার' সম্মানে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। ২২-২৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হওয়া দু'দিন ব্যাপী গ্লোবাল বিজনেস কনফারেন্সে তাকে এই বিশেষ সম্মাণনা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বৃহৎ সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকা যৌথভাবে দুবাইয়ের বিখ্যাত হোটেল মিলেনিয়াম প্লাজা ডাউনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। যেখানে অংশ নিয়েছিলেন ২৫টি দেশের প্রায় ৫০০ বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের কর্ণধার ও প্রফেশনালসগণ। দু'দিনব্যাপী এই কনফারেন্সে বৈধে পথে রেমিট্যান্সের প্রেরণ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, স্মার্ট বাংলাদেশ গঠন ও সরকারের ২০৪১ সালের পরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশের শিক্ষা খাত, তথ্যপ্রযুক্তি ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে হয়েছে একাধিক মতবিনিময় সভা। তার মধ্যে বিশেষ গুরুত্ব ছিলো 'স্কিল ডেভেলপমেন্ট'র উপর কনফারেন্সটিতে। যেখানে ব্যবহারিক দক্ষতা অর্জন এবং গতিশীল পেশাদার মাইলফলক এর সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ডব্লিউইউএসটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। তিনি বলেন, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত শুধু ডিগ্রীর উপর মূল ফোকাস করা হয়ে থাকে।  এসব বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শিক্ষার্থীরা যখন চাকরির বাজারে প্রবেশ করে তখন পড়ে বিপাকে। কারণ জব ইন্ড্রাস্টিতে খোঁজা হয় স্কিলড পার্সন। বিশেষ কোন স্কিল না থাকা শিক্ষার্থীরা তখন পরে কঠিন বাস্তবতার মুখে।  আবুবকর হানিপ বলেন, বিশ্বের যে কোন প্রান্তে বর্তমান চাকরির বাজারে শীক্ষার পাশাপাশি স্কিলের কোন বিকল্প নেই। যেই বিষয়টিকে তিনি শুরু থেকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে আসছেন তার পরিচালিত বিশ্ববিদ্যালয় ডব্লিউইউএসটিতে। উদাহরণ টেনে তিনি বলেন, তার বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে আসছে ট্রিপল মিশনকে সামনে রেখে। যা হলো ডিগ্রী, স্কিল ডেভেলপমেন্ট ও শিক্ষার্থীদের চাকরি পেতে সহায়তা প্রদান করা।   শিক্ষার্থীরা মেধার পাশাপাশি যে অর্থ ব্যায় করছে সেই রিটোনাল ইনভেস্টমেন্ট যেন নিশ্চিত হয় সেই দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয় ডব্লিউইউএসটিতে। আর এই মডেলটি যে শিক্ষার্থীদের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠেছে তার কথা বলতে গিয়ে তিনি জানান, প্রিন্সটন ইউনিভার্সিটি, হার্ভাড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনির্ভাসিটি, জর্জ মেশন এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মত বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আসা স্টুডেন্টরা এখন পড়াশোনা করছে ডব্লিউইউএসটিতে। আবুবকর হানিপ অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে এই স্কিল বেসড মডেল অনুসরণ করার পরামর্শ রাখেন তার কি-নোট স্পীচে। শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি শিক্ষা ব্যবস্থার জন্য এই মডেল অসাধারণ এক সমাধান হয়ে দাঁড়াবে বলে জানান, এই শিক্ষাবীদ।এর সাথে তিনি আরও যোগ করেন, যথেষ্ট পরিমাণ স্কিলড জনবল নেই বলে এইচওয়ানবি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রতিবছর বাইরে থেকে ৮৫ হাজার মানুষ নিয়ে আসে। অথচ যুক্তরাষ্ট্রের মাটিতে হাজার হাজার নাগরিক ও গ্রিনকার্ড হোল্ডার রয়েছেন যারা কিনা একটি এ্যান্ট্রি লেবেল জবের জন্য বছরের পর বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। তারা যদি শুরুতে এই স্কিলড বেসড মডেলের আওতায় শিক্ষা সেবা পেতো তাহলে দৃশ্যপট অন্যরকম হতে পারতো। ইঞ্জিনিয়ার হানিপ বাংলাদেশের ভার্সিটিসমূহেও এমন ব্যবস্থা চালুর আহ্বান জানিয়ে বলেছেন, 'প্রয়োজনে আমার ইউনিভার্সিটি সর্বাত্মক সহায়তা দেবে।' এই স্কিলড ডেভোলপমেন্ট গ্লোবাল কনফারেন্সে ডিজিটাল ইন্টেলের প্রতিষ্ঠাতা লিটন বাউলের নেতৃত্বে একটি প্যানেলও ছিলো। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান; বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এলএন.এম.কে. বাশার, ডব্লিউইউএসটির সিএফও এবং পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ, এইচবিডি গ্রুপ পিটিই লিমিটেড চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মোঃ আবু শাহাদাত সরকার, ডিজিটাল এন্ট্রাপ্র্রেনার হাবের সিইও হেমি হোসেন, ইনারওয়েস্ট প্রপার্টি ম্যানেজিং ডিরেক্টর মাহিন আবেদীন, স্টাডি পিটিই লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর মো: মাসুদুর রহমান,এবং ইএসআই গ্লোবাল সার্ভিস পিটিই লিমিটেডের কর্ণধার ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কাজী আব্দুল কাদের।গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহবিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী উদ্যোক্তা ব্যাবসায়ীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা ব্যক্তিত্বকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়। সেখানে প্রথম বাংলাদেশী-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় সফলতার সাথে পরিচালিত করার জন্য 'আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্যা ইয়ার' সম্মানে ভূষিত করা হয়। অ্যাওয়ার্ড তুলে দেন গ্লোবাল কনফারেন্সের সম্মানিত অতিথীগণ। এসময় তার সাথে এই অ্যাওয়ার্ড গ্রহন করেন ডব্লিউইউএসটির সিএফও ও পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ব্যবসায়িক প্রশাসনের উপর ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের সতেরশো শিক্ষার্থী লেখাপড়া করছে।আসছে বছরের প্রথম দিন থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার অত্যাধুনিক নতুন ক্যাম্পাসে।

post
শিক্ষা

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল নির্বাচনের আগেই

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)। তবে চেয়ারম্যানের পদে কেউ না থাকায় ফল প্রকাশ করতে পারছে না প্রতিষ্ঠানটি।জানা গেছে, গত ২০ ডিসেম্বর অবসরে গেছেন বিদায়ী চেয়ারম্যান এনামুল কাদের খান। ২১ ডিসেম্বর রাতেই নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল্লাহিল আজম। তবে তিনি এখনো যোগদান করেননি। এনটিআরসিএ সূত্র জানিয়েছে, আগামী ১ জানুয়ারি নতুন চেয়ারম্যান যোগদান করবেন। তিনি অনুমতি দিলেই ফল প্রকাশ করা হবে। সেক্ষেত্রে ২ থেকে ৪ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে। কারণ নির্বাচনের আগেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ৫ ও ৬ জানুয়ারি সাপ্তাহিক সরকারি ছুটি। ৭ জানুয়ারি নির্বাচন। এজন্য ৪ জানুয়ারির মধ্যেই ১৭তম নিবন্ধনের ফলপ্রত্যাশীরা সুখবর পেতে পারেন।

post
শিক্ষা

১ জানুয়ারিতেই হবে বই উৎসব

দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে চলতি বছর বই উৎসব হবে কি না তা নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে না হওয়ার সম্ভাবনার কথাই বলা হচ্ছিল।তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড  সূত্রে জানা গেছে, এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারিতেই বই উৎসব হবে। এজন্য দুটি পৃথক স্থানও নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকের বই উৎসব হবে রাজধানীর মিরপুরে। আর মাধ্যমিকের বই উৎসব হবে কুমিল্লার লালমাই উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে।সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় এ উৎসব শুরু হবে। দুটি স্থান থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে বই উৎসব করা হবে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম জানান, প্রতিবারের মতো এবারও বছরের প্রথম দিন বই উৎসব হবে। এবার মাধ্যমিকের বই উৎসব কুমিল্লার লালমাই উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হবে। সেখানে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।বই ছাপানোর অগ্রগতির বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, প্রাথমিকের সব বই গত ৪ ডিসেম্বর উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় সব বইও উপজেলায় পৌঁছে গেছে। অষ্টম ও নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান অনুশীলন বই আজই প্রেসে যাবে।এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ জানান, প্রাথমিকের বই উৎসব এবার মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশেই স্কুলটি অবস্থিত।পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায়, ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা ধরা হয়েছে ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন। তাদের জন্য বই ছাপা হচ্ছে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি। প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৪২৩ কপি বই। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ১ হাজার ২৭৪টি। প্রাক-প্রাথমিকের জন্য ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮ কপি বই ছাপা হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮ কপি, সপ্তম শ্রেণির চার কোটি ৪৫ লাখ ৫৭ হাজার কপি, অষ্টম শ্রেণির জন্য পাঁচ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১ কপি এবং নবম শ্রেণির জন্য পাঁচ কোটি ছয় লাখ ৮৪ হাজার ৫৭৩ কপি বই ছাপা হচ্ছে।অন্যদিকে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের জন্য এবার মোট দুই লাখ পাঁচ হাজার ৩১ কপি বই ছাপা হচ্ছে। অন্য বইয়ের মধ্যে পাঁচ হাজার ৭৫২ কপি ব্রেইল বই ছাপা হবে। তাছাড়া শিক্ষকদের ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি শিক্ষক সহায়িকা দেওয়া হবে।

post
শিক্ষা

১০ ব্যাংকের নিয়োগ পরিক্ষা স্থগিত

দেশের ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো ব্যাংকার্স সিলেকশন কমিটির পরিচালক মো. রফিকুল ইসলামের সাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া প্রার্থীদের এসএমএসের মাধ্যমেও পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘আগামী ২৩ ডিসেম্বর তারিখের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক অফিসার এর ২ হাজার ৭৭৫টি শূন্যপদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’ পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদে ২ হাজার ৭৭৫ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এর মধ্যে সোনালী ব্যাংকে এক হাজার ৫৪টি, জনতা ব্যাংকে ৩০২টি, অগ্রণী ব্যাংকে এক হাজার, রূপালী ব্যাংকে ১৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৫টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭৫টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৯টি, কর্মসংস্থান ব্যাংকে ৪৫টি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৯টি শূন্যপদ রয়েছে।

post
শিক্ষা

চট্টগ্রামে ২৬ দিনব্যাপী সরকারি কর্মকর্তাদের 'ফান্ডামেন্টাল ট্রেনিং' কোর্সের সমাপনী অনুষ্ঠিত

আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের আয়োজনে সরকারি কর্মকতা-কর্মচারীদের (১০-১২ গ্রেড) মৌলিক বিষয়ক শীর্ষক প্রশিক্ষণ' 'ফান্ডামেন্টাল ট্রেনিং কোর্সের' সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।৩০ নভেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়া কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মনীতি অনুসরণ, বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ,  প্রেজেন্টেশন ও এসাইনমেন্ট তৈরির মূল্যায়নের ভিত্তিতে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে পুরষ্কার ও  সনদ প্রদান করেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি সেক্রেটারি মনোয়ারা বেগম।প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে মনোয়ারা বেগম বলেন, `২৬ দিনব্যাপী প্রশিক্ষণের যে বিষয়বস্তু নিয়ে কোর্স মডিউলে যে আলোচনা হয়েছে এগুলো যদি প্রশিক্ষনার্থীরা তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে প্রয়োগ করে তাহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহায়ক হবে।'এছাড়াও প্রশিক্ষণ পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম,সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী সচিব নূর-এ জান্নাত রুমি।গত ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চট্রগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি কর্মকতাদের নিয়ে মৌলিক বিষয় জানা সম্পর্কিত শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করেন চট্রগ্রাম লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র।কেন্দ্রের অনুষদ সদস্য, দক্ষ ও অভিজ্ঞ অতিথি বক্তাগণ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন।প্রশিক্ষনার্থীরা কর্তৃপক্ষের নিকট এই প্রশিক্ষণের সময়সীমা দীর্ঘায়িত করার আবেদন জানায়।প্রশিক্ষণে কোর্স মূল্যায়ন,সহানুভূতি তৈরি, বই পর্যালোচনা উপস্থাপনা, সরকারি কর্মচারীদের পদ্ধতি, শিষ্টাচার, আচরণ, নৈতিকতা এবং পোষাক, দুর্নীতি প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ, সরকারি চাকরি আইন, সরকারি কর্মচারীদের সাংবিধানিক বাধ্যবাধকতা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

post
শিক্ষা

হরতাল-অবরোধে ভোগান্তির প্রতিবাদে বিভিন্নস্থানে শিক্ষার্থীদের মানববন্ধন

নিরাপদ পরিবেশে স্কুলে যাওয়া ও যথাসময়ে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা মানববন্ধন অংশ নেয়। শিক্ষার্থীদের দাবির সাথে সহমত জানিয়েছেন শিক্ষকরাও। মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ, তেজগাও মডেল স্কুল,নাখালপাড়া হোসেন আলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা,হরতাল অবরোধের প্রতিবাদে, নিরাপদ সড়ক ব্যবস্থা ও যথাসময়ে পরিক্ষা দেয়ার দাবিতে মানববন্ধন করেন। শিক্ষার্থীদের দাবীর সাথে সহমত জানিয়েছেন শিক্ষকরাও। স্কুলে যেতে সড়ক পথে প্রায়ই শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হয়। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচীর কারনে নির্দিষ্ট সময়ে পরিক্ষা দিতে পারেনা শিক্ষার্থীরা। তাই তাদের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবে, এসব রাজনৈতিক কর্মসূচী থেকে বিরত থাকার আহবান জানান, শিক্ষক-শিক্ষার্থীরা। 

post
শিক্ষা

উন্নয়নের ছোঁয়ায় সিরাজগঞ্জের স্মার্ট ক্লাসরুমে চলছে পাঠদান

সরকারের নেয়া উন্নয়ন কর্মসূচিতে বদলে গেছে সিরাজগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। জরাজীর্ণ শ্রেণীকক্ষ আর টিনশেড ভবনের পরিবর্তে তৈরী করা হয়েছে অত্যাধুনিক ভবন। নানা সুযোগ-সুবিধার পাশাপাশি স্মার্ট ক্লাস রুম আর আধুনিক শিক্ষা সরঞ্জামে শিক্ষার্থীরা পাচ্ছে দারুন এক শিক্ষার পরিবেশ। ফলে বিদ্যালয়গুলোতে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি। সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর বেড়িবাঁধ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়। রামগাতি গ্রামে ৪ টি টিনের ঘর নিয়ে শুরু হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীও ছিল কম।তবে সময়ের ব্যাবধানে সরকারের উন্নয়ন কর্মসূচিতে নবনির্মিত বিদ্যালয় ভবন বদলে দিয়েছে এর চেহারা। স্মার্ট ক্লাসরুমসহ দেয়া হয়েছে আধুনিক সব শিক্ষা সরঞ্জামও। এদিকে, শিয়ালকোল ইউনিয়নের আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার পরিবেশও এখন উন্নত হয়েছে, বেড়েছে শিক্ষার্থী সংখ্যা। শুধু এসব শিক্ষা প্রতিষ্ঠানই নয়, জেলার প্রায়সব শিক্ষা প্রতিষ্ঠান সিসিটিভির আওতায় নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়ারাও বহুতল ভবনে ডিজিটাল ল্যাব, কিশোরীক্লাব নিশ্চিত করছেন জেলা শিক্ষা প্রশাসন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমানের তথ্যমতে,বর্তমান সরকারের চলতি মেয়াদে ৩৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ কাজ শেষে হস্তান্তর করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নে শিক্ষা ব্যবস্থাই পরিবর্তন হয়ে বলে জানান,সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।জেলার ৯টি উপজেলায় মোট ৭২৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাচ্ছে উন্নত শিক্ষার পরিবেশ ও নানা আধুনিক সুযোগ সুবিধা ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.