এইচএসসি পরীক্ষা: কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না শিক্ষামন্ত্রী
২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ৩০ জুন। দীর্ঘ দিনের রীতি ভেঙে এবারও পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাননি তিনি।শনিবার (২৯ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানান। আবুল খায়ের বলেন, এসএসসি পরীক্ষার মতো আগামীকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী। তবে বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। এর আগে এক শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। তাছাড়া শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এই মানসিক যন্ত্রণা লাগবের জন্য এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী।