post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীরা পেলো দেশি পাঠ্যপুস্তক

বাংলাদেশে জাতীয় শিক্ষা কর্মসুচির আলোকে সৌদি আরবের জেদ্দায় ঢাকা শিক্ষা বোর্ড কারিক্যুলামে, বাংলাদেশি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ২০২২ শিক্ষা-বর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেটের শ্রম কাউন্সেলর মোহাম্মদ আমিনুল ইসলাম।স্কুল শিক্ষিকা ফৌজিয়া আক্তারের পরিচালনায় উক্ত বই উৎসবে স্কুল পরিচালনা পরিষদের পক্ষ থেকে নতুন বই সৌদি আরবে পাঠানোর জন্য শিক্ষামন্ত্রীসহ সরকারি সংশ্লিষ্ট সকল মহলকে আন্তরিক ধন্যবাদ জানান বক্তারা।বই বিতরণ অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

কাতারে উদ্বোধন বাংলাদেশি মালিকানাধীন মার্কেট, ফের ভিসা চালুর দাবি

কাতারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রুমানা হাইপার মার্কেটের দ্বিতীয় শাখা।রাজধানী দোহা থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত সালোয়া রোডে রুজা রাশেদ এলাকায় এই মার্কেট গড়ে তুলেছেন এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু জাহের বাবুল। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কাতারি স্পন্সর সাঈদ সালেম হাজরীকে সঙ্গে নিয়ে ফিতা কেটে মার্কেটটি উদ্বোধন করেন আবু জাহের বাবুল। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আলী, রাসেল চৌধুরী মিন্টু, শাহ জালাল লিটন, লোকমান হোসেন, মোহাম্মদ খায়রুল ওয়ারা ভূইয়া, মুক্তা, রনি, ইনসান, ইরফান, কামরুল, মাসুদসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। কাতারে সুপরিচিত বাংলাদেশি উদ্যোক্তা আবু জাহের বাবুল বলেন, ২০২২ কাতার বিশ্বকাপকে ঘিরে প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে দেশটিতে। এতে ভারতীয়দের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় কোন অংশে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরা। এসময় কাতারে পুনরায় বাংলাদেশের ভিসা চালু দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা।

post
এনআরবি বিশ্ব

কাতারে কোরআন পাঠ প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশিদের সংবর্ধনা

কাতারে অনুষ্ঠিত শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানী আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২২- এ বিজয়ী বাংলাদেশিদের সংবর্ধনা দিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এনডিসি।সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশ দূতাবাসে এ সংবর্ধনা জানানো হয়। কাতারের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে দেশটির কেন্দ্রীয় মসজিদে আয়োজিত বিদেশি প্রতিযোগিদের জন্য হিফজ ও তাজবীদ এবং হিফজ, তাফসীর ও তাজবীদ এ দুটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেন ২৫টি দেশের মোট ৭৯৮ জন প্রতিযোগী।মোট দশজন বিজয়ীর মধ্যে ছয় জনই বাংলাদেশি। আর উভয় গ্রুপেই প্রথম হয়েছেন বাংলাদেশি প্রতিযোগী। বাংলাদেশি বিজয়ীরা হলেন উসামা মাওলানা চৌধুরী (১ম, গ্রুপ-ক), আজিজা উমর ফারুক (৫ম, গ্রুপ-ক), আয়েশা উমর ফারুক (১ম, গ্রুপ-খ), আবুল হাসান (৩য়, গ্রুপ-খ), মোহাম্মদ হুজ্জাতুল্লাহ (৪র্থ, গ্রুপ-খ) এবং সালমা হাফিজা (৫ম, গ্রুপ-খ)।অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও অভিনন্দনপত্র তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন। বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ সাফল্য কাতারের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।তিনি বলেন, পবিত্র রমজান মাসে এই সাফল্য কাতারের সরকার ও জনগণের সামনে প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে ইতিবাচক ধারণা দৃঢ়করণে জোরালো ভূমিকা রাখবে। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখারও আহ্বান জানান।

post
এনআরবি বিশ্ব

কাতারে বাংলাদেশ স্কুল মাঠে ঈদের জামাত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতারে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সোমবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় কাতারের সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এবার কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। দল মত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন এনডিসি ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।দেশটির ৫২০টির বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে প্রবাসী বাংলাদেশি যুবকের আত্মহত্যা, ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক

ফেসবুকে পোস্ট দিয়ে কুয়েতে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে দেশটির অফরা অঞ্চলে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।নিহতের নাম মোহাম্মদ রাফি ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শহরের ফুলবাড়িয়া এলাকার ফারুক মিয়ার ছেলে।খবর পেয়ে স্থানীয় আইন শৃঙ্খলা-বাহিনী তার মরদেহ উদ্ধার করে। মরদেহ কুয়েতের ফরওয়ানিয়ার সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।তার সহকর্মীরা এই খবর নিশ্চিত করে জানান, চলতি বছরের মার্চ মাসে কুয়েতের কৃষি অঞ্চল অফরায় যান রাফি। তিনি তার ফেসবুকে ‘মুক্তির পথে যাত্রী হলাম, মানসিক শান্তির খুব অভাব’ লিখে একটি পোস্ট করেন। এরপর তার ফাঁস দেওয়ার ঘটনা ঘটে।ওদিকে, ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দেশটির রুয়ি হামিরিয়া এলাকায় গত রবিবার এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম মোহাম্মদ মোরশেদ (২২)। তিনি হাটহাজারীর ধলই ইউনিয়নের পশ্চিম এনায়েতপুর গ্রামের সিকদার পাড়ার হাদু গাজীর বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। তার পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে। জানা গেছে, মোরশেদ গত ছয় বছর আগে ওমান গিয়েছিলেন। এই সময়ের মধ্যে একবারও বাড়িতে আসেননি। সামনের বছর তার বাড়িতে আসার কথা ছিল।পাঁচ ভাই-বোনের মধ্যে মোহাম্মদ মোরশেদ ছিলেন দ্বিতীয়। তার মরদেহ রুয়ি হামিরিয়া এলাকায় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।

post
এনআরবি বিশ্ব

লেবাননে ২ শিশু সন্তানসহ এক বাংলাদেশি নারীকর্মীর 'বিষপান' মা-মেয়ের মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুতে ২ শিশুসন্তানসহ এক বাংলাদেশি নারীকর্মী 'বিষপান' করায় তিনি ও তার এক মেয়ে মারা গেছেন। 'বিষক্রিয়া' কম থাকায় অপর শিশুসন্তানটি বেঁচে গেছে এবং এখন শঙ্কামুক্ত।বৈরুতে বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। গত ১৬ আগস্ট বৈরুতে বাংলাদেশি অধ্যুষিত সাবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিরিন খাতুনের বাড়ি কুমিল্লার দেবীদ্বার। স্বামীর দেনা পরিশোধে জেরে সেই নারী 'আত্মহত্যার' পথ বেছে নেন উল্লেখ করে প্রতিবেশী বাংলাদেশিরা গণমাধ্যমকে জানিয়েছেন ঘটনার দিন দুপুরে শিরিন খাতুন ছেলে মাহমুদ ও মেয়ে খাদিজাকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে গিয়ে শিরীন ও তার ২ সন্তানকে মুমূর্ষু অবস্থায় বাসা থেকে উদ্ধার করে দ্রুত বৈরুতের মাকাসাদ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ দিন পর শিশুকন্যা খাদিজা মারা যায়। এর একদিন পর মা শিরীন খাতুনের মৃত্যু হয়। প্রতিবেশীরা আরও জানান, শিরীন খাতুন তার স্বামী রাজু উদ্দিনের সঙ্গে অনেকদিন ধরে সাবরা এলাকায় আছেন। ২ বছর আগে রাজু স্থানীয় কয়েকজন বাংলাদেশির কাছ থেকে ঋণের কথা বলে অর্থ নিয়ে বাংলাদেশে চলে যান। তখন থেকেই পাওনাদাররা অর্থের জন্য শিরীনকে চাপ দিতে থাকেন। ভিডিও বার্তায় শিরীনের মা মনোয়ারা বেগম তার মেয়ে ও নাতির মৃত্যুর জন্য রাজুকে দায়ী করে তাদের মরদেহ ফিরে পেতে বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর আব্দুল্লাহ আল মামুন জানান, শিশু খাদিজার মরদেহ দূতাবাসের তত্ত্বাবধানে লেবাননে দাফন করা হয়েছে। শিরীনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ ও সৌদির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান সৌদির বাণিজ্যমন্ত্রীর

তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বাংলাদেশ ও সৌদির মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও বাণিজ্য সক্ষমতার বিষয়ে আন্তর্জাতিক প্রচার-প্রসারে গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি। রিয়াদে আজ তার কার্যালয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।মহামারি কাটিয়ে উঠে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে সৌদি বাণিজ্যমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি ২ দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী ২০১৯ সালে তার বাংলাদেশ সফরের উল্লেখ করে বলেন, তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দেখার আশা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে ২ দেশের মধ্যে নেওয়া সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তিনি এ মাসের শেষে ২ দেশের মধ্যে অনুষ্ঠেয় ১৪তম যৌথ কমিশন সভার বিষয়েও তাকে অবহিত করেন। ২ দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দ্বি-পাক্ষিক কার্যকর বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পারস্পারিক সহায়তার আশ্বাস ব্যক্ত করে বৈঠক শেষ হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাস থেকে মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা এবং ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

বৈধ পথে রেমিট্যান্স পাঠানো দেশপ্রেমের একটি অংশ

‘বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এটি দেশপ্রেমের একটি অংশ। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ছিলেন একজন দেশপ্রেমী। হিজরতের সময় যখন তাকে দেশ ছাড়তে হয়েছিল তখন অঝোরে কাঁদছিলেন। তাই আমাদের সবার উচিত মহানবীকে অনুসরণ করে নিজেদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা।’সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাইয়ের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল এবং অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ কথা বলেন। মাহফিলে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং বর্তমান উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, যার যার পছন্দের রাজনৈতিক দল থাকতে পারে। সবাইকে নিয়ে বিজনেস অ্যাসোসিয়েশন নাম নিয়ে সংগঠনের যাত্রা শুরু হলেও মূলত এটি মানবতার সংগঠন। এখানে কারো রাজনৈতিক পরিচয় নেই। কেবল মানবতার কাজ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। নতুনত্বের পথে প্রবাসীদের সঙ্গে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা’ এ স্লোগানের আলোকে এগিয়ে যাওয়া বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল সিটি দুবাই সংগঠনটির নেতারা জানান আগামীতে মানবতার কাজে নিজেদের সংগঠনকে জড়িয়ে নিতে চান। এ সময় অনুষ্ঠানে মারুপ উল হককে সভাপতি শাহ আলমকে সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম রিজুকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, এয়াকুব সুনিক, শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, সাংবাদিক কামরুল হাসান জনি, মৌলানা ওমর ফারুক প্রমুখ। সংগঠনের উপদেষ্টামণ্ডলীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আহমেদ রশিদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিক সহ সংগঠনের সব নেতারা।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে রেমিট্যান্স পাঠাতে পারবেন

সংযুক্ত আরব আমিরাত থেকে মোবাইল অ্যাপস ব্যবহার করে সহজে ও দ্রুত দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।আগামী এক মাসের মধ্যে এই অ্যাপ চালু করবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যাংক। মঙ্গলবার (অক্টোবর ২৫) দেশটির বাণিজ্যিক শহর দুবাইয়ে জনতা ব্যাংকের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে গ্রাহক সমাবেশে মোবাইল অ্যাপস চালুর ঘোষণা দেয় ব্যাংক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, 'বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রপ্তানি আয়ের পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাই বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।' তিনি বর্তমান বিশ্ব মন্দা অর্থনৈতিক পরিস্থিতিতে নিজের ও দেশের স্বার্থে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। জনতা ব্যাংকের ই ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুস সালাম আজাদ বলেন, 'সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার জন্য রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং পদ্ধতি সহজ করতে মোবাইল অ্যাপ প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।' তিনি বাংলাদেশ মিশনকে নিয়ে প্রবাসীদের দুয়ারে দুয়ারে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার আশা জানান। অনুষ্ঠানে দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, আমিরাতে জনতা ব্যাংকের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল আমিন ও কয়েকজন প্রবাসী সিআইপি ও কমিউনিটি ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। আমিরাতে জনতা ব্যাংকের গ্রাহক প্রবাসী বাংলাদেশিরা অনেকদিন ধরে আন্তর্জাতিক মানের আধুনিক ব্যাংকিং সেবার প্রবর্তন, জনবল বৃদ্ধি, এটিএমবুথ চালু, দ্রুত রেমিটেন্স পাঠাতে প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন দাবি করে আসছিলেন। এর প্রেক্ষিতে গত বছরের শুরুতে আমিরাতের ৪টি শাখাকে আধুনিকায়নের উদ্যোগ নেয় জনতা ব্যাংক। ইতোমধ্যে আধুনিকায়নের মাধ্যমে আমিরাতের সারজাহ ব্রাঞ্চ তাদের গ্রাহক সেবা শুরু করলেও বাকি ৩টি ব্রাঞ্চের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। দ্বিতীয় পর্যায়ে দুবাইয়ের শাখাটি আধুনিকায়নে পর উদ্বোধন করা হলো।

post
এনআরবি বিশ্ব

আরব আমিরাতে বিজনেস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান

'নতুনত্বের পথে প্রবাসীদের সাথে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা' -এ স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাইয়ের উদ্যোগে ঈদে-মিলাদুন্নবী (সা.) ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এসময় আহ্বায়ক জসিম উদ্দিন ও সংগঠনের নবনির্বাচিত সভাপতি মারুপ উল হকের যৌথ সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিজু ও কুতুব উদ্দীনের সঞ্চালনায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলমের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি বক্তব্য বি এম জামাল হোসেন বলেন, দুবাই ড্রাগন মার্ট বাংলাদেশিদের এখন যে অবস্থান সেটি আগে ছিল না। সম্প্রতিককালে ইন্টারন্যাশনাল সিটিতেও ড্রাগন মার্টে বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য বড় সাফল্য অর্জন করেছে। এটি আমাদের দেশের জন্য সুসংবাদ বয়ে আনে। বিশেষ অতিথি কমিউনিটি নেতা ইসমাইল গনি ,এয়াকুব সৈনিক ,কাজী মোহাম্মদ আলী, শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, ইউএই প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, আমিরাত সংবাদের সম্পাদক ঈসমাইলসহ সংগঠনের নবনির্বাচিত সদস্য ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.