সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীরা পেলো দেশি পাঠ্যপুস্তক
বাংলাদেশে জাতীয় শিক্ষা কর্মসুচির আলোকে সৌদি আরবের জেদ্দায় ঢাকা শিক্ষা বোর্ড কারিক্যুলামে, বাংলাদেশি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ২০২২ শিক্ষা-বর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেটের শ্রম কাউন্সেলর মোহাম্মদ আমিনুল ইসলাম।স্কুল শিক্ষিকা ফৌজিয়া আক্তারের পরিচালনায় উক্ত বই উৎসবে স্কুল পরিচালনা পরিষদের পক্ষ থেকে নতুন বই সৌদি আরবে পাঠানোর জন্য শিক্ষামন্ত্রীসহ সরকারি সংশ্লিষ্ট সকল মহলকে আন্তরিক ধন্যবাদ জানান বক্তারা।বই বিতরণ অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।