আমিরাতে ব্যবসায় সফল চট্টগ্রামের ইমরান
সংযুক্ত আরব আমিরাতে কমিউনিটির মধ্যে কনস্ট্রাকশন ব্যবসায় মাইলফলক স্থাপন করেছেন বাংলাদেশি ব্যবসায়ী আবু জাহেদ ইমরান সিআইপি। ইতোমধ্যে সকল প্রকার বিল্ডিং তৈরির কাজে অভিজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শরফ ভাটা ইউনিয়ন এর'আহমদ সাফুর ছেলে ‘আবু জাহেদ ইমরান সিআইপি'। ২০০৭ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। এক বছর চাকুরির পর ২০০৮ সালে তৈরি করেন "গ্রেট ইফোর্ট জেনারেল কন্সট্রাকশন এল এল সি। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে তৈরি করেছেন গার্মেন্টস, টেক্সটাইল, এবং রিয়েল এস্টেট ব্যবসাসহ ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তার আটটি প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের সাড়ে তিনশ কর্মী কাজ করছেন। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে ২০২২ অর্থবছরে অর্জন করেছেন বাংলাদেশ সরকারের দেয়া সিআইপি অ্যাওয়ার্ড। পাশাপাশি আমিরাত সরকার কর্তৃক অর্জন করেছেন দশ বছরের গোল্ডেন ভিসা। আমিরাতে বাংলাদেশীদের ভিসা সমস্যা সমাধান হলে আরো কিছু কোম্পানি প্রতিষ্ঠা করবেন বলে জানান এই রেমিটেন্স যোদ্ধা।