সৌদিতে বাংলাদেশিদের ভোটার নিবন্ধন আবেদন শুরু
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন শুরু হয়েছে।বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান। জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধন উপলক্ষে দূতাবাসের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। এসময় আনিছুর রহমান তার বক্তব্যে নাগরিকের দৈনন্দিন বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সরকারের প্রবাসী বান্ধব নীতির অংশ হিসেবে নির্বাচন কমিশন, আইডিইএ প্রকল্প এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দূতাবাসগুলোতে ধাপে ধাপে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া তিনি প্রবাসীদের বৈদিশিক রির্জাভ বৃদ্ধির পাশপাশি অর্থনীতির চাকাকে সক্রিয় রাখতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান।