post
অনুষ্ঠান

ফ্রান্সে বাংলাদেশিদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সংগঠন, ‘বন্ধু মহল প্যারিস’ এর উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী প্যারিস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূর প্লাজ দো হোলগেট সমুদ্র সৈকতে এই আনন্দ ভ্রমণ করা হয়।প্যারিসের লা সাপেল থেকে সকাল ৮ টায় যাত্রা শুরু হয়ে সৈকতে পৌঁছায় দুপুর একটায়। সেখানে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন প্রবাসীরা। পরে বিকেলে সমুদ্র পাড়ে বিভিন্ন ইভেন্টে আয়োজন করা হয়। এর মধ্যে ছিল, ছেলেদের ফুটবল দিয়ে বোতল টার্গেট করা, মহিলাদের বালিশ খেলা ও শিশুদের দৌড় খেলাসহ বিশেষ আকর্ষণ ছিলো র‌্যাফেল ড্র। এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। প্রবাসের মাটিতে কর্মব্যস্ততার মাঝেও এমন আয়োজনে খুশি রেমিটেন্সযোদ্ধারা।

post
অনুষ্ঠান

ইতালিতে ২৫তম বৈশাখী মেলা অনুষ্ঠিত

ইতালির রাজধানী রোমে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ২৫ তম বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।তিন দিনব্যাপী বৈশাখী মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে মেলা উদযাপন পরিষদ। পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সদস্য সচিব মোঃ ইসরাফিল বারির পরিচালনায় সংবাদ সম্মেলনে জানানো হয়, রোমের লার্গো প্রেনেসতের সাথে ভিয়া লাতিনো সিলভিওতে ১৯, ২০ ও ২১ জুলাই এবারের মেলা আয়োজন করা হয়েছে। মেলায় প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাবিব চৌধুরী, সমন্বয়কারী সাইফুল ইসলাম বেপারী, আতিকুর রহমান রাসেল, পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন রনি ও সার্বিক তত্ত্বাবধানে থাকা মনজুর আহমেদ মঞ্জুসহ মেলা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

post
অনুষ্ঠান

লেবাননে আনন্দ ভ্রমনে বাংলাদেশিদের মিলন-মেলা

প্রবাস জীবন মানেই কর্মব্যস্ততা, সংসারের দায়ভারসহ নানাবিধ অস্থিরতা। আর এই অস্থিরতা দূর করতেই আনন্দ ভ্রমন করেছে, লেবাননের প্রবাসী বাংলাদেশিরা।একতা বন্ধন সহায়তা সংগঠনের উদ্যোগে পর্যটন নগরী হেরমেল-এ এই আয়োজন করা হয়। দেড়শতাধিক বাংলাদেশির অংশগ্রহনে আনন্দভ্রমন রুপ নেয় প্রবাসীদের মিলন মেলায়। আয়োজকেরা জানান, অর্থনৈতিক মন্দায় হাঁফিয়ে উঠা প্রবাসীদের আনন্দ দিতেই এ আয়োজন। এতে সার্বিক সহযোগিতা করেন, ওমর ফারুক মোল্লা, জাকির হোসেন রতন, রিপন চৌধুরী, সাদ্দাম হোসেন ও রাশেদুল ইসলামসহ অনেকে।

post
অনুষ্ঠান

যুক্তরাজ্যে সাহিত্য উৎসব উপলক্ষ্যে পরামর্শ সভা

যুক্তরাজ্যে আসন্ন দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ময়নূর রহমান বাবুল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ। পরামর্শ সভায় বিপুল সংখ্যক কবি লেখক, সাংবাদিক , শিক্ষানুরাগী ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন। আসন্ন বইমেলাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন - দেওয়ান গৌস সুলতান, রাজিব আহমেদ, হামিদ মোহাম্মদ, কাজল রশিদ, এ কে আজাদ ছোটন, ফারুক আহমেদ, ইকবাল হোসেন বুলবুল ও স্মৃতি আজাদসহ আরো অনেকে। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর লন্ডনের মাইল এন্ড পার্কের দ্যা আর্ট প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব।

post
অনুষ্ঠান

উদীচীর উদ্যোগে লন্ডনে বৈশাখী উৎসব

যুক্তরাজ্য উদীচীর উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব। সংগঠনটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি রাষ্ট্রদূত হযরত আলী খান, কাউন্সিলর সাইফউদ্দিন খালেদ, কাউন্সিলর রহিমা রহমান ও কাউন্সিলর কামরুল হোসেন। এতে উপস্থিত ছিলেন, বার্কিং এবং ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়ের কাউন্সিলর মঈন কাদির। দিনব্যাপি এ উৎসবে রকমারি ষ্টল ছাড়াও ছিলো, উদীচী স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। উদীচী এবং বিলেতের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায়, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়।

post
অনুষ্ঠান

বার্সেলোনায় ঐতিহ্যবাহী বাংলার মেলা অনুষ্ঠিত

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাংলার মেলা-২০২৪। প্রতি বছরের মতো এবারও এসোসিয়েশন কুলতুরাল উমানিতেরিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার উদ্যোগে প্লাজা মাকবায় এ আয়োজন করা হয়। এতে বাদালোনা ও সান্তাকলমাসহ বিভিন্ন যায়গা থেকে বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক আর সাজ-সজ্জ্বায় মেলায় হাজির হন নারীরা। এতে প্রধান আকর্ষণ ছিলো, কণ্ঠশিল্পী আসিফ আকবরের গান পরিবেশন। এর আগে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ, বার্সেলোনার বাংলাদেশি কাউন্সিলর রামন পেদ্রো বেরনাউস, আয়োজক সংগঠনের সভাপতি আলাউদ্দিন হক নেসা ও প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী মেলার উদ্বোধন করেন।

post
অনুষ্ঠান

আমিরাতে বিবাহত্তোর সংবর্ধনায় প্রবাসীদের মিলনমেলা

প্রবাসের একঘেয়েমিতা দূর করা ও বাংলাদেশিদের মাঝে পারষ্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে সামাজিক-সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানের জুড়ি মেলা ভার। আমিরাতের রাজধানী আবুধাবির হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হলো এমনই এক বিবাহত্তোর অনুষ্ঠান।অনুষ্ঠানটির আয়োজন করেন বিএনপি নেতা ও প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিম। তার জ্যেষ্ঠ পুত্র প্রকৌশলী তানভির ও ব্যবসায়ী সাইফুল্লাহর কন্যা ডাঃ সামিরার এ বিবাহত্তোর সংবর্ধনা পরিনত হয় প্রবাসীদের মিলনমেলায়। এতে অংশ নেন, কেন্দ্রীয় বিএনপি নেতাসহ ইউএই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ ও প্রবাসী কল্যান পরিষদের নেতৃবৃন্দসহ অনেকে। এ আয়োজনের প্রশংসা করেন আগত বিদেশী নাগরিকরেও। অনুষ্ঠান তত্ত্বাবধান করেন, মোহাম্মদ দিদারুল আলম, সাখাওয়াত হোসেন বকুল, খোরশেদ তালুকদার, মোহাম্মদ আজিম উদ্দিন ও মোহাম্মদ নাজিম উদ্দিনসহ অনেকে।

post
অনুষ্ঠান

কাতার প্রবাসীদের জন্যে হিট স্ট্রোক নিয়ে কর্মশালা

কাতারে প্রবাসী শ্রমিকদের জন্যে ‘হিট স্ট্রোক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তীব্র গরমে শ্রমিকদের করনীয় সম্পর্কে জানাতে এ আয়োজন করে বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার এসোসিয়েশন।বাংলাদেশ দূতাবাস, কাতারের শ্রম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিটি, বি ডাব্লিউ আই এবং বাংলাদেশ কমিউনিটি কাতারের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার এসোসিয়েশন কাতার এর সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এতে প্রধান অতিথি ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা নাসের আল ইমাদি, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি কুসাই মোহাম্মদ আলীশেহ, জাতীয় মানবাধিকার কমিটির প্রতিনিধি রমজান আলী, বি ডাব্লিউ আই প্রধান মার্কো পলো,বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার তন্ময় ইসলাম ও বিসিকিউর সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল। কর্মশলায় বাংলাদেশ, কেনিয়া, ফিলিপিন ও নেপালসহ বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ নেন।

post
অনুষ্ঠান

প্রথমবার আন্তর্জাতিক মেশিনারী মেলায় বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেশিনারী মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ।বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৩৫তম এ মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৭৮০ টি প্রতিষ্ঠান অংশ নেয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো: শামীম আহসান মেলার স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও দর্শনার্থীদের, বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও অবহিত করেন। ১১ জুলাই মেলার উদ্বোধন করেন, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন এর উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর ইউসুফ।

post
অনুষ্ঠান

ইতালিতে চালু হলো বিসমিল্লাহ ফুড এন্ড রেস্তোরা

ইতালির সিসিলিতে দেশীয় খাবারের পাশাপাশি মুখরোচক খাবারের পরিবেশনা নিয়ে চালু হয়েছে বিসমিল্লাহ ফুড এন্ড রেস্তোরা।সিসিলির কাতানিয়ায় শুক্রবার সন্ধায় কমিউনিটি ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে রেস্তোরার কার্যক্রম শুরু হয়। দেশীয় খাবারের পাশাপাশি থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা ধরনের মুখোরোচক খাবার। ভর্তা, ভাত, মাছ, মাংশ, বিরিয়ানী, বোরহানী ছাড়াও নারীদের পছন্দের ফুছকা, চটপটি, হালিমসহ বাহারী খাবার। রেস্তোরার খাবারের গুনগত মান ভালো হলে ক্রেতাদের ভীড় বাড়বে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.