post
শিক্ষা

এমপিওভুক্ত হচ্ছে ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষক

ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকরা অবশেষে এমপিওভুক্ত হচ্ছেন। তাদের ৮ শর্তে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে এক দশকের বেশি সময় বিনা বেতনে চাকরি করা তৃতীয় শিক্ষকদের কষ্টের অবসান হচ্ছে।বুধবার ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, এমপিওভুক্ত হওয়া ডিগ্রির তৃতীয় শিক্ষকরা প্রভাষক হিসেবে চাকরি শুরু করবেন নবম গ্রেডে ২২ হাজার ৫০০ টাকা বেতনে। এর সঙ্গে তারা অল্প কিছু বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পাবেন। ২০১০ সালের আগ পর্যন্ত বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের ২০১৮ সালের ২৮ আগস্ট এমপিওভুক্তির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে অধিকাংশ তৃতীয় শিক্ষক এমপিওভুক্ত হন। ২০১০ সালের পর নিয়োগপ্রাপ্ত বিভিন্ন ডিগ্রি কলেজে প্রায় ৮৪১ জন তৃতীয় শিক্ষক নিযুক্ত হন এবং তারা এমপিওভুক্ত হতে পারেননি। এ শিক্ষকরা অর্থ বিভাগ থেকে অনুমোদিত জনবল কাঠামোভুক্ত নয়। এ কারণে তৃতীয় শিক্ষকদের যোগ্যতা, বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও কর্মরত থাকা সাপেক্ষে এমপিওভুক্ত করতে সম্মতির জন্য অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলে আট শর্তে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির জন্য মাউশি অধিদপ্তরকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

post
শিক্ষা

রমজানে খোলা থাকছে বিদ্যালয়

রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক ও ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকছে। বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত কোরে হাইকোর্টের দেয়া আদেশ, স্থগিত করেছে আপিল বিভাগ।মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। রমজান মাসে ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে। ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশেষে রমজান মাসে খোলা থাকছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। পবিত্র রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত কোরে হাইকোর্টের দেয়া আদেশ, স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। রমজান মাসে ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে। ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

post
শিক্ষা

উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে হবে। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দক্ষতা-যোগ্যতা না থাকলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।রোববার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিশ্ব নাগরিক তৈরি করার প্রক্রিয়া। সমগ্র বিশ্বে এখন দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ কর্মীর চাহিদা বেড়েছে। সমগ্র বিশ্বের শ্রম বাজার আমাদের জন্য উন্মুক্ত।শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে যদি দেখি, সেসব দেশে আরবি-ফরাসি ভাষা শিখে বিশ্ব নাগরিক হওয়ার জন্য তাদের তরুণ প্রজন্ম সারাবিশ্বে জড়িয়ে পড়েছে। আমাদেরকেও এ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এজন্য যেভাবে দক্ষ ও যোগ্য হওয়া যায়, শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে হবে।গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আপনারা কেন বিদেশি পেশাজীবীদের এ জায়গা দখল করতে পারবেন না? যারা ইতোমধ্যেই গ্র্যাজুয়েট হয়েছেন, তাদের উদ্দেশ্যে বিনীত নিবেদন থাকবে ক্যারিয়ার প্ল্যানিংটা আপনারা অবশ্যই করবেন। তিনি বলেন, বিশ্বের যেসব ভাষা বহুল প্রচলিত সেসব ভাষায় আমাদের শিক্ষার্থীরা যাতে দক্ষ হয়ে উঠে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন।তিনি  আরো বলেন, ভাষা ছাড়াও অনেক সফট স্কিল রয়েছে। এসব স্কিলের দিক থেকেও আমরা যদি পিছিয়ে থাকি তাহলে শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে।বিশ্ববিদ্যালয়টির ৭ম সমাবর্তনে ৩ হাজার ৯৫৪ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়েছে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আরও চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।তিনি বলেন, যেসব খাতে বিদেশি পেশাজীবীরা কর্মরত আছেন সে সব খাতে আপনারা দেখবেন, এসব পেশাজীবীরা সুনির্দিষ্ট কিছু দক্ষতার কারণে এদেশে কাজের সুযোগ পেয়েছেন। যারা কর্মদাতা, তারা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট বলে কাউকে চাকরি দেন না।ইউআইইউর সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভাসিটির অধ্যাপক ইমেরিটাস এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত। সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া প্রমুখ।

post
শিক্ষা

বেগম রোকেয়া সাখাওয়াতকে বিদেশীদের কাছে তুলে ধরতে জীবনী অনুবাদ

বাঙালী নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতকে বিদেশীদের কাছে তুলে কাজ করছেন জার্মান প্রবাসী বাংলাদেশী হামিদুল খান। নারীর অগ্রযাত্রায় বাংলাদেশ ভূখণ্ডে যে কাজ করেছেন তিনি,তা বিদেশিদের কাছে তুলে ধরছেন তার জার্মান ভাষার গ্রন্থ প্রকাশনায়। বাংলাদেশি লেখকদের সহযোগিতায় জার্মানি ভাষায় বেগম রোকেয়ার নারী অগ্রযাত্রার তথ্য ও ভূমিকা তুলে ধরেছেন তিনি।বাঙালি মুসলিম নারী সমাজের শিক্ষার কথা বলতে গেলে প্রথমেই যার নাম আসে তিনি হলেন বেগম রোকেয়া। মুসলিম বালিকাদের শিক্ষাবিস্তারের ক্ষেত্রে তার সাহসী ও অগ্রণী ভূমিকা চিরস্মরণীয়। নারীর অধিকার রক্ষার আন্দোলনেও তিনি অগ্রবর্তী। তার এসব কর্ম দেশের পরে বিদেশে চর্চা হচ্ছে এখন। জার্মানিতে বিদেশি নাগরিকদের কাছে বেগম রোকেয়ার ইতিহাস তুলে ধরতে জার্মান ভাষায় বই প্রকাশ করেছেন জার্মান প্রবাসী রোকেয়া গবেষক ও সমাজ সেবক হামিদুল খান। এই বইয়ের প্রকাশনায় সহযোগিতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান খান। বেগম রোকেয়ার কারণে আজ নারীরা মাথা উচু করে কাজ করে যাচ্ছেন বলে জানান ব্রাক সমকাল সাহিত্য পুরস্কার জয়ী লেখিকা রাশিদা স্বরলিপি। বর্তমানে জার্মানিসহ বিভিন্ন দেশের নাগরিকরা বেগম রোকেয়ার সাহিত্য চর্চা ও দর্শন অনুপ্রেরণার গল্প জানতে, বাংলাদেশ ভ্রমণ করছেন।

post
শিক্ষা

নোয়াখালীতে প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা

নোয়াখালীর বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমান ও আয়েশা খাতুনকে স্কুলের প্রাক্তন প্রবাসী শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।স্কুলের প্রাক্তন ছাত্র সাউথ আফ্রিকা প্রবাসী মহিন এবং তার সহপাঠিদের সার্বিক সহযোগিতায় এই সংবর্ধনা দেয়া হয়। স্কুল কমিটির সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, কাদিরপুর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন ও অনুষ্ঠানের সমন্বয়ক গাজি মহিন উদ্দিন মজনুসহ অনেকে।

post
শিক্ষা

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর,২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছে। এদিকে,বৈশ্বিক অতিমারিতে গেল তিন বছরে নির্ধারিত সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেয়া সম্ভব না হলেও,এবার হচ্ছে।রাজধানীসহ সারাদেশে সকাল থেকেই একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরিক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষা। এবিষয়ে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন,পাশের হার বৃদ্ধির সাথে সাথে এবার পরিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এদিকে ভাল ফলাফলের মাধ্যমে সন্তানরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান অভিভাবকরা। অন্যান্য বছরের তুলনায় এবার প্রশ্নপত্র সহজ হয়েছে বলে জানায় পরীক্ষার্থীরা।

post
শিক্ষা

তুরস্কে চলছে সরকারের বৃত্তির আবেদন, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন

সারাবিশ্বে ঐতিহাসিকভাবে সমৃদ্ধশালী দেশ তুরস্ক। ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি অবস্থিত দেশটির সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর আকর্ষণীয় কিছু বৃত্তির সুযোগ দিয়ে থাকে। এরমধ্যে অন্যতম হলো তুরস্ক সরকারি বৃত্তি বা তুর্কিয়ে বুরস্লারি।মূলত মেধাবী বিদেশি শিক্ষার্থীদের সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিতে বৃত্তিটি দেওয়া হচ্ছে। এই বৃত্তির আওতায় মাসিক উপবৃত্তি ছাড়াও ফ্রি টিউশন ফি, রিটার্ন ফ্লাইট টিকিট, স্বাস্থ্যবিমা, বাসস্থানসহ বিভিন্ন খরচ বহন করে তুরস্ক সরকার। বৃত্তিতে থাকছে যেসব সুবিধা ফ্রি টিউশন ফি, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমা, বাসস্থান, আসা-যাওয়ার বিমান টিকিট, এক বছরের তুর্কি ভাষাশিক্ষা কোর্স। মাসিক উপবৃত্তির পরিমাণ আন্ডারগ্র্যাজুয়েট: প্রতি মাসে ৩ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ১২ হাজার ৬০০ টাকা)। মাস্টার্স: প্রতি মাসে ৫ হাজার তুর্কি লিরা (প্রায় ১৮ হাজার ১০০ টাকা)। পিএইচডি: প্রতি মাসে ৬ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ২৩ হাজার ৫০০ টাকা)। ভাষা: ইংরেজি বা তুর্কি ভাষায় দক্ষতা থাকতে হবে। জাতীয়তা: তুর্কি নাগরিক বা যারা তুর্কি নাগরিকত্ব হারিয়েছেন, তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া অন্য যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। তবে তুরস্কের যেকোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না। একাডেমিক স্কোর স্নাতক: ন্যূনতম ৭০ শতাংশ, মাস্টার্স এবং ডক্টরেট: ন্যূনতম ৭৫ শতাংশ, স্বাস্থ্যবিজ্ঞান (মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ফার্মেসি): ন্যূনতম ৯০ শতাংশ। বয়সসীমা আন্ডারগ্র্যাজুয়েট: ২১ বছরের কম, মাস্টার্স: ৩০ বছরের কম, ডক্টরেট: ৩৫ বছরের কম। আবেদন করতে যা যা লাগবে যেকোনো একটি বৈধ পরিচয়পত্র অথবা পাসপোর্ট, সাম্প্রতিক সময়ে তোলা আবেদনকারীর একটি ছবি, জাতীয় পরীক্ষার ফলাফল (যদি থাকে), ডিপ্লোমা অথবা অস্থায়ী পরীক্ষার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আন্তর্জাতিক পরীক্ষার ফলাফল (GRE, GMAT, SAT ইত্যাদি) যুক্ত করতে হবে যদি নির্ধারিত বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান চেয়ে থাকে, প্রযোজ্য ক্ষেত্রে ভাষাগত দক্ষতার (TOEFL, DELF) সনদ। পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে একটি গবেষণার প্রপোজাল এবং প্রার্থী ইতোমধ্যে সম্পন্ন করেছেন- এমন একটি গবেষণার প্রমাণ দাখিল করতে হবে। বৃত্তির জন্য আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডির বিষয়ে আবেদন করা যাবে। বিভিন্ন প্রকৌশল ক্ষেত্রসহ (কম্পিউটার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং) বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, খাদ্য প্রকৌশল, গণিত, মেডিসিন ও আরও হাজারের বেশি প্রোগ্রাম। আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০২৪ আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন https://turkiyeburslari.gov.tr/

post
শিক্ষা

যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

উচ্চ শিক্ষার জন্য পছন্দের তালিকার শীর্ষে বরাবরই রয়েছে যুক্তরাজ্য ও  সুইজারল্যান্ড। উন্নত বিশ্বের এ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সরকারী অর্থায়নেও দেয়া হয় বিভিন্ন স্কলারশিপ। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি মওকুফের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক সুবিধাও পাওয়া যায়। বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষার জন্যে শিক্ষার্থীদের প্রথম পছন্দের নাম যুক্তরাজ্য। দেশটিতে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের অর্থায়নে দেওয়া হচ্ছে ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য এই স্কলারশিপটি টিউশন ফি, আবাসিক ভাতা এবং ওয়ার্কশপের জন্য অন্যান্য ভ্রমণ খরচ দিয়ে থাকে। তবে, যুক্তরাজ্যের বাইরের শিক্ষার্থীদের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য গেটস কেমব্রিজ স্কলারশিপ দেওয়া হয়। এ স্কলারশিপটি টিউশন ফি, শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পোজিশন ফি, বিমান ভাড়া ও ভিসা খরচও প্রদান করে তারা।প্রাচীনতম স্কলারশিপ প্রোগ্রাম রোডসের মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর করার সুযোগ পাচ্ছেন। রোডস স্কলারশিপ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ,ব্যক্তিগত উপবৃত্তি, স্বাস্থ্য বিমা এবং বিমান ভাড়া বহন করে।এছাড়াও নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে ডেভেলপিং সলিউশন স্কলারশিপ। কমনওয়েলথের উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ১০৫টি বৃত্তি প্রদান করে থাকে এ প্রোগামটি । এদিকে বিশ্বের ১৮০ টিরও বেশি দেশের মধ্যে আন্তর্জাতিক বিনিময় ও গবেষণা সহযোগিতা প্রচারের জন্য গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রদান করছে সুইজারল্যান্ড। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক ভাতা, লোডিং ভাতা এবং স্বাস্থ্য বিমা পাবেন।এছাড়াও সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপে ডক্টরাল গবেষণার জন্য পড়াশোনার সুযোগ দিচ্ছে অনন্য সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ড। এ স্কলারশিপে টিউশন ফি, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা পান বিদেশী শিক্ষার্থীরা। তাই দেরি না করে বৃত্তিগুলো লুফে নিতে পারেন শিক্ষার্থীরা।

post
শিক্ষা

রেসিপি শিখুন ফুলকপির বড়া

শীতের অন্যতম আকর্ষণীয় সবজি হলো ফুলকপি। এই সবজি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। ফুলকপির কোর্মা, ফুলকপির রোস্ট, ফুলকপির পায়েস তৈরি করেও খাওয়া যায়। আবার আপনি চাইলে খুব সহজেই তৈরি করতে পারবেন ফুলকপির বড়া। শীতের বিকেলের নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক ফুলকপির বড়া তৈরির রেসিপি-যা লাগবে তৈরি করতে: ফুলকপি- ১টি, ময়দা ও কর্নফ্লাওয়ার- ১ কাপ, কালিজিরা- এক চিমটি, ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, চিনি- আধা চা চামচ,লবণ- স্বাদমতো,টেস্টিং সল্ট- এক চিমটি, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, সয়াসস- ১ টেবিল চামচ,ডিম- ১টি ও ভাজার জন্য তেল। তৈরি করার নিয়ম: ফুলকপি লবণ দিয়ে একটু ভাপ দিয়ে তুলে নিন। তেল ছাড়া সব উপকরণ পানি দিয়ে গোলা তৈরি করুন। খুব পাতলা বা খুব ঘন যেন না হয়। ভাপানো ফুলকপি গোলায় চুবিয়ে ডুবো তেলে ভাজুন। গরম গরম পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটি চাইলে পছন্দের যেকোনো সসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন।

post
শিক্ষা

নতুন বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ শিক্ষামন্ত্রীর

নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর পূর্বে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে বলেও তিনি জানান। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাতে তিনি এ পরামর্শ দেন। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে বিভাগ খোলার পরামর্শ দেন। তিনি দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.