মালয়েশিয়ায় দুইদিনব্যাপী পাসপোর্ট বিতরণ ও গণশুনানি
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুইদিনব্যাপী সরাসরি পাসপোর্ট বিতরণ ও গণশুনানি চলছে। শনি ও রোববার সাপ্তাহিক ছু্টির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় এ পাসপোর্ট বিতরণ কার্যক্রম শুরু হয়।দেশটিতে চলমান অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রোগ্রাম রিক্যালিব্রেশন টু,প্রক্রিয়ার আওতার শেষ সময় চলতি মাসের ৩১ জুন পর্যন্ত। এজন্য প্রবাসী বাংলাদেশিরা যেন শেষ মুহূর্তেও বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে একটি নির্দেশনা দেয়া হয়। তারই ধারাবাহিকতায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে স্থানীয় বাংলাদেশিদের পাসপোর্ট ডেলিভারি দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সিলর মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিনসহ দূতাবাসের কর্মকর্তারা। প্রতিদিন সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলছে এ বিতরণ কার্যক্রম।