post
দূতাবাস খবর

মালয়েশিয়ায় দুইদিনব্যাপী পাসপোর্ট বিতরণ ও গণশুনানি

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুইদিনব্যাপী সরাসরি পাসপোর্ট বিতরণ ও গণশুনানি চলছে। শনি ও রোববার সাপ্তাহিক ছু্টির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় এ পাসপোর্ট বিতরণ কার্যক্রম শুরু হয়।দেশটিতে চলমান অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রোগ্রাম রিক্যালিব্রেশন টু,প্রক্রিয়ার আওতার শেষ সময় চলতি মাসের ৩১ জুন পর্যন্ত। এজন্য প্রবাসী বাংলাদেশিরা যেন শেষ মুহূর্তেও বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে একটি নির্দেশনা দেয়া হয়। তারই ধারাবাহিকতায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে স্থানীয় বাংলাদেশিদের পাসপোর্ট ডেলিভারি দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সিলর মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিনসহ দূতাবাসের কর্মকর্তারা। প্রতিদিন সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলছে এ বিতরণ কার্যক্রম।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় চলছে পিআরএম

মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি -পিআরএম। এ কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরেছেন ৬১ হাজার ৫৪ জন নথিবিহীন প্রবাসী।দেশটির ইমিগ্রেশন বিভাগের দেওয়া তথ্য বলছে,চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে নিজ দেশে ফিরতে, চলতি মাসের ৯ জুন পর্যন্ত ৭০ হাজার ৩৭৯ জন অবৈধ অভিবাসী নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯ জুন পর্যন্ত নিজ দেশে ফিরেছেন ৬১ হাজার ৫৪ জন। এ সংখ্যায় কতজন বাংলাদেশি ফিরেছেন তা জানা যায়নি এখনো। প্রত্যাবাসন কর্মসূচি চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে সুযোগ করে দিয়েছে সরকার। অন্যদিকে কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যেতে প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির ইমিগ্রেশন বিভাগের ধারণা, বিভিন্ন দেশের ৩ থেকে ৪ লাখ কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় শাস্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরবে।

post
এনআরবি বিশ্ব

দেশের মতো ঈদের আমেজ নেই অস্ট্রেলিয়ায়

খ্রিস্টান প্রধান দেশ অষ্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে একাধিক ঈদের জামাত। তবে, মুসলিম বিশ্বের দেশগুলোর মতো ঈদের আমেজ নেই,ওশেনিয়ার দেশটিতে।জানা যায়,বহু সংস্কৃতির অস্ট্রেলিয়ায় বাস করছেন নানান দেশের নানা জাতির অভিবাসীরা। অভিবাসি নির্ভর দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে, মুসলিম সম্প্রদায়ের অনুসারিরাও। খ্রিস্টান প্রধান দেশটিতেও নির্বিঘ্নেই নিজ ধর্ম পালন করছেন মুসলমানরা। তাই আসছে ঈদুল আজহাকে সামনে রেখে, ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। বাংলাদেশের ধর্মীয় আয়োজন, উৎসবে পরিনত হলেও,অস্ট্রেলিয়ায় নেই তার কোন প্রবণতা। তবে,ভিন্ন জাতির জন্যে নেই বিশেষ কোন প্রদক্ষেপ। এদিকে, দেশটিতে নতুন প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে থেকে, নিজ ধর্ম হারিয়ে যাওয়ার আশংকা করছেন প্রবাসীরা। জানিয়েছেন, অস্ট্রেলিয়া ইনস্টিটিউট অব ডিজিটাল টেকনোলোজি এর সিইও ড. মোল্লা মো: রাশিদুল হক। অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশ মুসলিম সম্প্রদায়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক’ই বাংলাদেশি। মাতৃধর্মের প্রতি তারা অনুগত থাকবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

post
এনআরবি সাফল্য

আইইএলটিএস-এ অভাবনীয় ফলাফল বাংলাদেশি মুজতাবির

মাত্র ১৯ বছর বয়সে আইইএলটিএস ও এসআইটিতে অভাবনীয় ফলাফল করে সাড়া ফেলে দিয়েছেন মালয়েশিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত আজমাইন মুজতাবির। চেয়াজের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে আইইএলটিএসে ৯ এর মধ্যে ৯ই পেয়েছেন এই বিস্ময় বালক। আজমাইন পড়তে চান হার্ভাড, অক্সফোর্ড, ক্যামব্রিজ অথবা কলোম্বিয়ার মতো নাম করা ইউনিভার্সিটিতে। স্বপ্ন দেখেন, এয়ার স্পেস ইঞ্জিনিয়ার হয়ে বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জল করার।জানা যায়, রাজধানী কুয়ালালামপুরের অদূরে চেরাসের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে উচ্চ শিক্ষার জন্য দেয়া পরীক্ষায়, অনন্য কৃতিত্ব অর্জন করেছেন আজমাইন মুজতাবির। ২০২৩-২৪ সালে আন্তর্জাতিক এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, আইইএলটিএস পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ স্কোর করে রেকর্ড সৃষ্টি করেছে সে। আজমাইন মুজতাবিরের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে। আমিনুর রহমান ও মনিরা খাতুন দম্পতির সন্তান তিনি। এক ছেলে ও ৩ মেয়ের মধ্যে আজমাইন মুজতাবির সবার বড়। বর্তমানে মা-বাবার সঙ্গে মালয়েশিয়ায় বসবাস। বাবা-মায়ের স্বপ্ন, ছেলে বড় বিজ্ঞানি হবেন। সেই সাথে বাংলাদেশের নাম, বিশ্ব দরবারে তুলে ধরবেন। আইইএলটিএস পরীক্ষায় সফলতার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন আজমাইন। স্কলাসটিক অ্যাসেসমেন্ট টেস্ট-স্যাট স্কলারশিপ পরীক্ষায় ১ হাজার ৬০০ নম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বর পেয়ে সে এই অভূতপূর্ব মেধার স্বাক্ষর রেখেছেন। এই স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন আজমাইন। এছাড়াও, এ লেভেল পরীক্ষায় পদার্থ ও রসায়নবিজ্ঞান, গণিত ও ফারদার ম্যাথেও পেয়েছেন শতভাগ নম্বর।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ভিসাহীনদের ফিরে যাওয়ার কর্মসূচি চলমান

মালয়েশিয়ায় বসবাসরত ভিসাহীন অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি চলমান রয়েছে। তবুও থেমে নেই ধরপাকড়। অভিযানে আটক হচ্ছেন বাংলাদেশিসহ অসংখ্য অভিবাসী। মঙ্গলবার দেশটির ইমিগ্রেশন বিভাগ নেগরি সেম্বিলানের কুয়ালা পিলাতে অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশনের প্রধান কেনিথ তান আইক কিয়াং বলেছেন,দুটি অভিযানে তাদের আটক করা হয়। বিবৃতিতে তিনি বলেন, অভিযানের সময় ১২টি স্থান পরিদর্শন করে ৪৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১৩ জন নারী রয়েছে। অভিবাসন আইন লঙ্ঘন করার পরে তাদের আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃত ৪৬ জনের মধ্যে ২৪ জন মিয়ানমারের নাগরিক, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচ ভারতীয়, চার বাংলাদেশি, তিনজন শ্রীলঙ্কান ও একজন পাকিস্তানি। আটককৃতদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

post
এনআরবি বিশ্ব

টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তাকে শপথ পাঠ করানো শুরু করেন দেশটির রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর পর ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন বিজেপি নেতা মোদি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেয়ার পর শুরু হয় মন্ত্রীদের শপথ গ্রহণ। শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ বেশ কয়েকটি দেশের নেতারা। আমন্ত্রিত অতিথি হিসেবে কয়েক হাজার বিশিষ্টজনও উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি ভবনে। ছয় ধাপে ভোটগ্রহণ শেষে গত ৪ জুন ঘোষণা করা হয় ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়ীদের নাম। নির্বাচনে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। আর কংগ্রেস জয়ী হয়েছে ৯৯টি আসনে। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, শিবসেনা (উদ্ভব) নয়টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) সাতটি ও শিবসেনা (এসএইচএস) সাতটি আসনে জয় পায়। এছাড়া, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) পেয়েছে ৫টি আসন। ৪টি করে আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট)- সিপিআই (এম), ওয়াইএসআরসিপি ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। ৩টি করে আসনে জয় পেয়েছে আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)।

post
এনআরবি বিশ্ব

কঙ্গনাকে থাপ্পড় মারা সেই নারী কনস্টেবল বহিষ্কার ও গ্রেফতার

ভারতে লোকসভা নির্বাচন থেকে সংসদ সদস্য হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে দুইদিন যেতে না যেতেই বিমানবন্দরে এক নিরাপত্তারক্ষীর হাতে চড় খেয়ে বসেছেন বলে অভিযোগ করেছেন এই তারকা। তার অভিযোগ, অতর্কিতভাবে চড় মারা হয়েছে তাকে। থাপ্পড় মারা সেই নারী কনস্টেবলকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে গ্রেফতারও করা হয়েছে। তাকে বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই নিরাপত্তাকর্মীর নাম কুলবিন্দর কৌর। তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সদস্য। গতকাল বৃহস্পতিবার হিমাচল প্রদেশের মাণ্ডি দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। দুপুর সাড়ে ৩টা নাগাদ হরিয়ানার চণ্ডীগড় বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কুলবিন্দরকে বলতে দেখা যাচ্ছে, ‘আমি চড় মেরেছি, কারণ উনি (কঙ্গনা) কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। উনি কি বসে ছিলেন? আমার মা কিন্তু প্রতিবাদে বসেছিলেন।’ 

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় কর্মী নেওয়া বন্ধের পর ব্যাপক ধরপাকড়

মালয়েশিয়ায় কর্মী নেওয়া বন্ধের পর দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত কয়েকদিনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শত শত অভিবাসীকে আটক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার জোহর রাজ্যে সাড়াশি অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবোক এক বিবৃতিতে বলেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে, সাড়ে ৮শ থেকে এক হাজার অভিবাসীকে ১৩০ কন্টেইনারে রাখা হয়েছিল। এনফোর্সমেন্ট অফিসার, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিপলস ভলান্টিয়ার কর্পস -রেলা এবং ন্যাশনাল অ্যান্টি-ড্রাগস এজেন্সিসহ ১৩০ জনের একটি দল অভিযান পরিচালনা করে। আটকদের মধ্যে ৮৪ বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে।

post
এনআরবি বিশ্ব

এনডিএ জোটের প্রধান নির্বাচিত মোদি

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি- দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় শপথ নেবে এই সরকার। শুক্রবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মোদির হাতে মনোনয়নপত্র তুলে দেন রাষ্ট্রপতি। এর আগে এনডিএ জোট থেকে নির্বাচিত লোকসভার সদস্যদের নিয়ে বৈঠক হয়। সেখানে জোটের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়- মোদিকে।

post
এনআরবি বিশ্ব

জয় পেয়েও বিজেপি পরাজিত

ভারতের সাম্প্রতিক ইতিহাসে এবারের লোকসভা নির্বাচন অনেকটাই ব্যতিক্রম। জয় পেয়েও বিজেপি যেন পরাজিত। আর হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস করছে উল্লাস। লোকসভা নির্বাচনে চমক দেওয়ার মতো কিছু ঘটনাও ঘটেছে। ইন্ডিয়া জোট গঠন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বা প্রিয়াঙ্কা গান্ধীর জোরালো প্রচারণা, সবকিছুই এবারের নির্বাচনে কংগ্রেসের লাভের হিসাব বাড়িয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূর্যও যেন কখনোই অস্ত যায় না। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও বিরোধীদের সামলানোর দক্ষতা বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। তিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি শক্তিশালী বলেও মনে করা হয়। ইন্ডিয়া জোটের সদস্য হয়েও লোকসভা নির্বাচনে একাই পশ্চিমবঙ্গে নিজের রাজত্ব কায়েম রেখেছেন মমতা। এছাড়াও,বিহারের ৯ বারের মুখ্যমন্ত্রী নীতীশ আবারও লোকসভা নির্বাচনে নিজের অনন্য দক্ষতার নজির রেখেছেন। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু পোড় খাওয়া আরেক রাজনীতিক। তিনিও দেখিয়েছেন- কৌশলী রাজনীতিককে কখনোই সহজে পাশ কাটিয়ে যাওয়া যায় না। তবে ভারতের জাতীয় নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিই থেকে গেল নয়াদিল্লি। আর সেখানেই জারি থাকল,নরেন্দ্র মোদির রাজত্ব। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.