post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১ হাজার ৭০০ অভিবাসী আটক

অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ ১ হাজার ৭০০ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।দেশটির সেলাঙ্গর রাজ্যের পোর্টক্লাং এর বন্দর সুলতান সুলেমানের জালান সুলতান আব্দুল সামাদ ফ্ল্যাটের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া,বাংলাদেশ,নেপাল এবং মায়ানমারের নাগরিক রয়েছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, আটকদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, যেসব বিদেশি নাগরিকদের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে তাদেরও আটক করা হয়েছে।

post
দূতাবাস খবর

মালয়েশিয়ায় হাইকমিশনের উদ্যোগে ‘মুজিব’ প্রদর্শন

মালয়েশিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।দেশটির মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে সিনেমাটি প্রদর্শন করা হয়। বাংলাদেশ হাইকমিশনের চলমান জনকূটনীতি কার্যক্রমের ধারাবাহিকতায়, বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার অংশ হিসেবে এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সিনেমা দেখতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ও তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী, মালয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বি এন রেড্ডি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অধ্যাপক দাতো ড. মাজলিহাম মো. সৌদ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মালয়েশিয়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক কোরের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতা, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির নেতা, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তারা।

post
এনআরবি বিশ্ব

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ আটক-১৬

কুয়ালালামপুরে ১০ বাংলাদেশিসহ ১৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।দেশটির রাজধানীর তামান মেলাটি এলাকার একটি শপিংমলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দুজন স্থানীয় নাগরিককেও আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ১০ জন বাংলাদেশি ছাড়াও, ইন্দোনেশিয়ার চারজন এবং ভারত ও পাকিস্তানের দুজন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে স্থানীয় দুজন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। অভিযান শেষে কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানের সময় ২৩ জন বিদেশি এবং সাতজন স্থানীয়র কাগজপত্র যাচাই করা হয়। তাতে দেখা যায়, ওই শপিংমলের ফুড কোর্টের প্রায় সব স্টলে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া হয়েছে।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরি

রাশিয়ার সঙ্গে কয়েক দিন আগেই একটি প্রতিরক্ষা চুক্তি করে উত্তর কোরিয়া। এরপরই শনিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী একটি রণতরি। পারমাণবিক শক্তিসম্পন্ন এই রণতরি ত্রিদেশীয় সামরিক মহড়ায় অংশ নেবে। রণতরিটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর খবর বিবৃতি দিয়ে জানিয়েছে দেশটির নৌবাহিনী। দক্ষিণ কোরিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে,এই রণতরীটির আগমনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোটের শক্তিশালী যৌথ প্রতিরক্ষাব্যবস্থা আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দিতে দেশ দুটি যে দৃঢ় সংকল্প,তা বুঝিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই রণতরীর চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের আগস্টে এক সম্মেলনে এই তিন দেশের নেতারা প্রতিবছর সামরিক প্রশিক্ষণ মহড়া আয়োজনের বিষয়ে একমত হয়েছিলেন।

post
এনআরবি সাফল্য

মালয়েশিয়ায় বাংলাদেশি স্টলে ব্যবসায়ী-দর্শনার্থীদের ভিড়

মালয়েশিয়ায় মঙ্গলবার থেকে চলছে ৩ দিনের গিফটস ফেয়ার। মেলার উদ্বোধনের দিন থেকেই বাংলাদেশি স্টলগুলোতে বিদেশি ব্যবসায়ীসহ দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। বাংলাদেশি পণ্য, বিশেষত পাটজাত পণ্যের প্রশংসা করেছেন অনেক দর্শনাথী। বাংলাদেশ হাইকমিশন এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর স্টলে ব্যবসা-বিনিয়োগ সংক্রান্ত নানান ধরনের প্রকাশনা ছাড়াও বাংলাদেশি বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর উদ্যোগে এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের তত্ত্বাবধানে বাংলাদেশের ৬টি প্রতিষ্ঠান এবার মেলায় অংশগ্রহণ করছে। গিফটস ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য হলো অপ্রচলিত পণ্যের তথা পাটজাত ও চামড়াজাত পণ্য, গৃহস্থালি ও কিচেনওয়ার, ননওভেন ব্যাগ এবং হস্তশিল্প পণ্যসামগ্রীর মালয়েশিয়ায় বাজার অন্বেষণ ও রপ্তানির সুযোগ তৈরি করা। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বুধবার বাংলাদেশি স্টলগুলো পরিদর্শন করেন। এসময় তিনি অংশগ্রহণকারী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং মালয়েশিয়ায় তাদের পণ্যের বাজার সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

post
শিক্ষা

আইইএলটিএস-এ অভাবনীয় ফলাফল বাংলাদেশি মুজতাবির

মাত্র ১৯ বছর বয়সে আইইএলটিএস ও এসআইটিতে অভাবনীয় ফলাফল করে সাড়া ফেলে দিয়েছেন মালয়েশিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত আজমাইন মুজতাবির। চেয়াজের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে আইইএলটিএসে ৯ এর মধ্যে ৯ই পেয়েছেন এই বিস্ময় বালক। আজমাইন পড়তে চান হার্ভাড, অক্সফোর্ড, ক্যামব্রিজ অথবা কলোম্বিয়ার মতো নাম করা ইউনিভার্সিটিতে। স্বপ্ন দেখেন, এয়ার স্পেস ইঞ্জিনিয়ার হয়ে বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জল করার।রাজধানী কুয়ালালামপুরের অদূরে চেরাসের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে উচ্চ শিক্ষার জন্য দেয়া পরীক্ষায়, অনন্য কৃতিত্ব অর্জন করেছেন আজমাইন মুজতাবির। ২০২৩-২৪ সালে আন্তর্জাতিক এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, আইইএলটিএস পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ স্কোর করে রেকর্ড সৃষ্টি করেছে সে। আজমাইন মুজতাবিরের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে। আমিনুর রহমান ও মনিরা খাতুন দম্পতির সন্তান তিনি। এক ছেলে ও ৩ মেয়ের মধ্যে আজমাইন মুজতাবির সবার বড়। বর্তমানে মা-বাবার সঙ্গে মালয়েশিয়ায় বসবাস। বাবা-মায়ের স্বপ্ন, ছেলে বড় বিজ্ঞানি হবেন। সেই সাথে বাংলাদেশের নাম, বিশ্ব দরবারে তুলে ধরবেন। আইইএলটিএস পরীক্ষায় সফলতার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন আজমাইন। স্কলাসটিক অ্যাসেসমেন্ট টেস্ট-স্যাট স্কলারশিপ পরীক্ষায় ১ হাজার ৬০০ নম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বর পেয়ে সে এই অভূতপূর্ব মেধার স্বাক্ষর রেখেছেন। এই স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন আজমাইন। এছাড়াও, এ লেভেল পরীক্ষায় পদার্থ ও রসায়নবিজ্ঞান, গণিত ও ফারদার ম্যাথেও পেয়েছেন শতভাগ নম্বর। ভবিষ্যতে এয়ার স্পেস ইঞ্জিনিয়ার হতে চান আজমাইন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ভালোবাসেন, ইসলামের অজানা তথ্য নিয়ে ব্যস্ত থাকতে। মাত্র তিন মাসের মধ্যে ধর্মগ্রন্থ আল-কোরআন আরবি থেকে করেছেন ইংরেজিতে অনুবাদ।

post
সংবাদ

মালয়েশিয়ায় গিফ্ট ফেয়ার শুরু, আগ্রহ বাংলাদেশি পাট ও চামড়াজাত পণ্যে

মালয়েশিয়ায় তিন দিনব্যাপী ১৪তম গিফ্ট ফেয়ার শুরু হয়েছে। প্রথম দিনেই বাংলাদেশি পণ্য বেশ সাড়া জাগিয়েছে। বাংলাদেশি পাট ও চামড়াজাত পণ্যের প্রতি বিভিন্ন দেশের আমদানিকারক ও ব্যবসায়ীদের আগ্রহ দেখা গেছে। এছাড়া কিয়ামের গৃহস্থালি ও কিচেনওয়ার, ননওভেন ব্যাগের বিষয়েও ব্যবসায়ীদের আগ্রহ দেখা গেছে। মঙ্গলবার কুয়ালালামপুরের আন্তর্জাতিক ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার যাত্রা শুরু হয়। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মেলার উদ্বোধন করেন ম্যাট্রেডের ডেপুটি চিফ অ্যাক্সিকিউটিভ অফিসার এনকিক আবুবকর বিন ইউসুফ। প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে মেলা। তিন দিনের ফেয়ারে বাংলাদেশ, লন্ডন, থাইওয়ান, হংকং, সিংগাপুর, ভিয়েতনাম, কোরিয়া ও মালয়েশিয়াসহ মোট ৮টি দেশ অংশ নেয়। ফেয়ারে মোট ২৮৩টি বুথ রয়েছে। এর মধ্যে বাংলাদেশের রয়েছে ৭টি।

post
অনুষ্ঠান

লেবাননে বাংলাদেশিদের ঈদুল আজহা উদযাপন

লেবাননে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।বিগত কয়েক বছরের তুলনায় বাংলাদেশিদের এবারের ঈদ কেটেছে অনেকটা আনন্দে। দেশটির সব মসজিদ ও বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন খোলা মাঠে জামায়াতের সাথে নামাজ আদায় করে পশু কোরবানি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে বাংলাদেশিসহ স্থানীয় বাসিন্দারা। হাইছিলুম এলাকায় স্থানীয় একটি পাথর প্যাক্টরিতে ঈদের জামায়াতের আয়োজন করে বাংলাদেশিরা। বাংলাদেশি ইমামের ইমামতিতে প্রায় দেড় শতাধিক বাংলাদেশি জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে এক অপরের সাথে কোলাকুলি ও সৌহার্দ্য বিনিময় করেন। এদিকে, লেবাননে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বৈরুতের আল আমিন মসজিদে। সেখানে নামাজ আদায় করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খানসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ।

post
সংবাদ

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সেলাঙ্গর রাজ্যের তামান সেরডাং পেরদানার কাছে কেএলআইএ এক্সপ্রেস-এর রেললাইন পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয় ট্রেন। তবে, মৃতের নাম-পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।জানা যায়,ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার সময় ওই বাংলাদেশি দুর্ঘটনার কবলে পড়েন। এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি জানায় সেরডাং জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এ এ আনবালাগান। এর আগে দুর্ঘটনার পর রাত ৯টার দিকে দুর্ঘটনার একটি প্রতিবেদন দেন সেরি কেম্বানগানের কেএলআইএ এক্সপ্রেসের নিরাপত্তা বিভাগ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই বাংলাদেশি কেএলআইএ এক্সপ্রেস রেললাইনের সীমানাপ্রাচীর অতিক্রম করে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে ধাক্কা দেয় ট্রেনটি। পুরো ঘটনা ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। দুর্ঘটনার পর অন্তত ৫ মিটার গভীর একটি ড্রেন থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

post
এনআরবি বিশ্ব

পশ্চিমবঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত- ৯

পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিকটবর্তী ফাঁসিদেওয়া রেলস্টেশনের কাছে দুই ট্রেনের সংঘর্ষে কতজন হতাহত হয়েছেন, তা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।রেল কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনায় নয়জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। কিন্তু স্থানীয় পুলিশের বরাতে বিভিন্ন গণমাধ্যম নিহতের সংখ্যা ২৫ এবং আহতের সংখ্যা ৫৪ বলে দাবি করেছে। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির মধ্যে একটি ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। এটি আসামের শিলচর স্টেশন থেকে কলকাতায় শিয়ালদহ স্টেশনে আসছিল। এতে ১ হাজার ১০০ যাত্রী ছিলেন। আর অন্য ট্রেনটি ছিল পণ্যবাহী। দুর্ঘটনার কারণ নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। শুরুতে দাবি করা হয়েছিল, পণ্যবাহী ট্রেনের চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, দুর্ঘটনার জন্য পণ্যবাহী ট্রেনের চালক দায়ী নন। রেললাইনের রানীপাত্র থেকে ছত্তরহাট পর্যন্ত অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা অকার্যকর ছিল। এই পরিস্থিতিতে স্টেশন মাস্টারদের ম্যানুয়াল মেমো ইস্যু করে গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয়। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.