post
আন্তর্জাতিক

আম্বানিপরিবারের নতুন বউয়ের সাজ-পোশাক

রাধিকা মার্চেন্ট আনুষ্ঠানিকভাবে এখন রাধিকা আম্বানি। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পুত্রবধূ আর অনন্ত আম্বানির স্ত্রী।আম্বানিবাড়ির বিয়ে বলে কথা! চার মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান পর্ব চলেছে। ১২ জুলাই শুক্রবারে ভারতের মুম্বাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের চূড়ান্ত পর্বে আম্বানিবাড়ির এই নতুন সদস্য হীরা-পান্নার পুরনো গয়নায় সেজেছিলেন। এই গয়না তার নানির, মায়ের এবং ছোটবোনের। রাধিকা গলায় পরেছিলেন নানি ও মায়ের কাছ থেকে পাওয়া নেকলেস। তার কানে ছিল ছোট বোনের দুল। মাথায় ছিল টিকলি আর হাতে হাতফুল এই গয়নাগুলোও রাধিকার ছোট বোনের। পারিবারিক ও ঐতিহ্যবাহী এসব গয়নার পাশাপাশি রাধিকা পরেছিলেন—কড়া, কালিরাস ও চুড়ি। গুজরাটি ঐতিহ্যবাহী লাল-সাদা পোশাকে সেজেছিলেন রাধিকা। তার লেহেঙ্গাতে ছিল কাট ওয়ার্ক আর জারদৌসি কাজ। লেহেঙ্গোর তিনটি গ্লিটার বর্ডার ছিল নজরকাড়া। লেহেঙ্গাতে ফুলেল বুটি ফুটিয়ে তোলা হয়েছিল স্টোন, সিকুইন, টাম্বা টিক্কি আর রেশমের কারুকার্যে। জালি কাট- ওয়ার্ক দেখা গেছে রাধিকার ঘোমটায়। লেহেঙ্গা আর ঘোমটার সঙ্গে আলাদা লাল ওড়নাও পরেছিলেন আম্বানিবাড়ির এই কনিষ্ঠ বউ। এমব্রয়ডারি করা লাল ওড়না রাধিকার হাতের একপাশে রাখা ছিল।

post
অনুষ্ঠান

প্রথমবার আন্তর্জাতিক মেশিনারী মেলায় বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেশিনারী মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ।বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৩৫তম এ মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৭৮০ টি প্রতিষ্ঠান অংশ নেয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো: শামীম আহসান মেলার স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও দর্শনার্থীদের, বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও অবহিত করেন। ১১ জুলাই মেলার উদ্বোধন করেন, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন এর উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর ইউসুফ।

post
আন্তর্জাতিক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে বন্যায় ৮৪ মৃত্যু

আসামে মে মাসের শেষে যে বান ডেকে এনেছিল ঘূর্ণিঝড় রেমাল, তার রেশ না কাটতেই দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য। দীর্ঘসময় পার হলেও সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো ঈঙ্গিত নেই। এরইমধ্যে বন্যায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। আর কাজিরাঙা জাতীয় উদ্যানে মারা গেছে ১০টি গরুসহ ১৭৪টি প্রাণী। সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবারও ২৬ জেলার ২ হাজার ৫৪৫ গ্রামে ১৩ লাখ ৯৯ হাজার ৯৪৮ জনকে বন্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে। রাজ্যের বিভিন্ন অংশে ব্রহ্মপুত্রসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় কার ওয়াশের দোকানে অভিযান পরিচালনা করে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।দেশটির সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়া এক্সপ্রেসওয়ে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলীন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। কারওয়াশে কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পরিচালক বলেন, যারা অবৈধভাবে অবস্থান করে, অতিরিক্ত অবস্থান করে এবং পাসপোর্টের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে জেআইএম কোনো আপস করবে না। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলীন জুসোহ।

post
অভিবাসন

অবৈধ বাংলাদেশিদের দ্বীপে পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের দুর্গম দ্বীপে পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। উপকূল থেকে আটক করে এসব অভিবাসীদের দুর্গম দ্বীগুলোতে পাঠানো হচ্ছে।ইন্দোনেশিয়ার রোটে দ্বীপের পুলিশ প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। প্রতিবেদনে বলা হয়, এসব অভিবাসীরা গত মাসে দুটি ছোট নৌকায় করে রোটে দ্বীপে আসেন। নৌকা দুটিতে ২২জন করে ৪৪ অভিবাসন প্রত্যাশি ছিলেন। এদের মধ্যে বেশির ভাগ পুরুষ নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিয়েছেন। এছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের ৮ রোহিঙ্গাও রয়েছেন। আটকৃতদের স্থানীয় পুলিশ সদর দপ্তরে হেফাজতে রাখা হয়েছে বলে জানানো হয়। এদিকে, নৌকায় আসা কোনো অভিবাসীকেই থাকার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

post
অভিবাসন

মালদ্বীপের হুলোমালে থেকে ৮ অভিবাসী আটক

মালদ্বীপের হুলোমালে এলাকার একটি কফিশপে অভিযান পরিচালনা করে ৮ অভিবাসীকে আটক করা হয়েছে।মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ধরতে অভিবাসন ও পুলিশের যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেছে। তারা জানিয়েছে, তদন্তের জন্য আট অভিবাসীকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে কোন বাংলাদেশি আছে কি না সে পরিচয় উল্লেখ করেনি। মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি দীর্ঘস্থায়ী সমস্যা। মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সমস্যা সমাধানের জন্য জাতীয় টাস্কফোর্স গঠন করেছে। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় টাস্কফোর্স এখন পর্যন্ত এক হাজার ৮০০ জনের বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি নারীসহ ৭৫ অভিবাসী গ্রেপ্তার

কুয়ালালামপুর এবং সেলাঙ্গরে আটটি পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ বাংলাদেশি নারীসহ ৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।জালান তুন রাজাকের দুটি স্থানে এবং কুয়ালালামপুরের জালান পুডু নামে আরও ছয়টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। জেআইএম মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৭৫ জনের মধ্যে ৩২ জন ইন্দোনেশিয়ান নারী, ১১ বাংলাদেশি নারী, আটজন ভিয়েতনামী নারী এবং ৬ জন ভারতীয় নারী। রুসলিন বলেন, আটক অন্যান্য বিদেশিদের দেশে থাকার বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না। তাদের আরও তদন্তের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

post
সংবাদ

শিক্ষার্থীদের উদ্যোগে মালয়েশিয়ায় প্রদর্শিত হলো ‘মুজিব’

বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া-বিএসসিএম এর উদ্যোগে মালয়েশিয়ায় প্রদর্শিত হলো ‘মুজিব:একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী।কুয়ালালামপুরের একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। বিশেষ অতিথি ছিলেন,মালয়েশিয়াস্থ ইন্ডিয়া হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি ও দূতালয় প্রধান ভিকরাম ভরদ্রন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রফেসর ড. এমদাদুল হক, মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতা আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, দাতো শ্রী আলহাজ্ব কামরুজ্জামান কামাল, সিআইপি অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, জসিমউদ্দিন চৌধুরী, দাতো আক্তার হোসেন, মনিরুজ্জামান মনির,কে এল ফ্রেন্ডস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সাখাওয়াত হক জোসেফসহ অনেকে। এসময় মুজিব সিনেমাটি নতুন প্রজন্মের কাছে প্রদর্শনের জন্য বিএসসিএম কে ধন্যবাদ জানান অতিথিরা।

post
সংবাদ

মালদ্বীপে কোরআন অবমাননার অভিযোগে বাংলাদেশি আটক

মালদ্বীপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় প্রশাসন। ৩৬ বছর বয়সি আটক ওই প্রবাসীর নাম মো. মান্নান। মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তার বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ থাকায় রোববার অনুষ্ঠিত রিমান্ড শুনানির সময় ফৌজদারি আদালত তাকে ১৫ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিবাসী হওয়ায় তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করে পুলিশ হেফাজতে তাকে রিমান্ডে নেয়া হয়। জানা যায়, আটক মুন্না কোরআনের একটি অনুলিপি ছিঁড়ে ফেলেছিলেন। দেশটিতে এর আগেও কোরআনের কপি অপবিত্র করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়। কোরআনে থুতু ফেলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

post
এনআরবি বিশ্ব

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮

ভারতের আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ২৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক মাস ধরে চলা প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে। আসামে প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ধসে পড়া, রাস্তাঘাট বন্ধ, গবাদি পশুর ক্ষতি এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য সব ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। নিয়ামাতিঘাট, তেজপুর, ধুবড়ি ও গোয়ালপাড়ায় ব্রহ্মপুত্রসহ ৯টি নদীর পানি বিপদসীমার উপর উঠেছে। তবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পানি ধীরে ধীরে কমছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.