post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ তিন দিনে আটক-১৪২

মালয়েশিয়ার নেগেরি সিম্বিলান রাজ্যে তিন দিনের অভিযানে বাংলাদেশিসহ ১৪২ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।রাজ্যের কুয়ালা পিলাহের আশেপাশে ৩৪ স্থানে তিন দিনের অভিযানে এসব অভিবাসী আটক করা হয়। যাদের অনেকেই ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন। নেগেরি সিম্বিলানের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, অভিযানে ৩১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি ১৪২ জনের। যেখানে মিয়ানমারের ২৬ জন, পাকিস্তানের ৬, ইন্দোনেশিয়ার ৭১, বাংলাদেশি ৩২, কম্বোডিয়ান ৫ এবং ভারতের ২ জন নাগরিক ছিলেন।

post
এনআরবি বিশ্ব

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপা:শিশুসহ মৃত্যু অন্তত-১২২

ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নারী ও শিশুসহ অন্তত ১২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।উত্তর প্রদেশের হাথরসে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার হাথরসের একটি গ্রামে ‘সৎসঙ্গ’ ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিল। অনুষ্ঠান শেষ হতেই পুণ্যার্থীদের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান কর্মকর্তারাও। অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী বলেন, স্থানীয় এক গুরুর সম্মানে ওই প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। লোকজন বিদায় নেওয়ার সময়েই ঘটে পদপিষ্টের ঘটনা। আরেক নারী বলেন, 'সৎসঙ্গ শেষ হওয়ার পরই পদচাপার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সরকারের একাধিক মন্ত্রীও ঘটনাস্থলে যান।

post
প্রবাস রাজনীতি

মালয়েশিয়ায় আওয়ামী লীগের প্লাটিনাম রজতজয়ন্তী উদযাপন

মালয়েশিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের উদ্যোগে বুকিত বিনতাং-এর পিঠাঘর রেস্তোরায় এ আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরদার। এতে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক জসীম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি দাতু সেরী কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান, সহ সভাপতি রাশেদ বাদল, কাইয়ুম সরকার, দাতু আক্তার হেসেন, এ কামাল হোসেন চৌধুরী, মো. হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনির, মামুনুর রশীদ, এ আর মামুন ও সাখাওয়াত হক জোসেফসহ অনেকে। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রবাসী নেতাকর্মীরা।

post
অভিবাসন

মালদ্বীপে যৌথ অভিযানে ৫০ অবৈধ অভিবাসী আটক

মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ সার্ভিসের যৌথ অভিযানে ৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় বাজারসহ রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি। অভিযানের সময় ৫০ জন অনথিভুক্ত অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, শনিবারের অভিযানটি ইমিগ্রেশন বিভাগ পরিচালনা করে। পরে পুলিশ সহযোগিতা করে। তারা বলেন, আইন অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

post
এনআরবি বিশ্ব

ভারতে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭

ভারতের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক অবস্থায় ২৭ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই সংখ্যা বেড়ে যায়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২ জুলাই) জানিয়েছে, পদদলনের ঘটনা ঘটে হথরসের একটি প্রার্থনা সভায়। স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাস এবং ট্যাম্পুতে করে অনেকের নিথর দেহ নিয়ে আসা হয়েছে। ওই সময় তাদের আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং কীভাবে ভয়াবহ এই পদদলনের ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী জানিয়েছেন, প্রার্থনা সভাটি আয়োজন করা হয়েছিল স্থানীয় এক ধর্মীয় গুরুর সম্মানে। অনুষ্ঠান শেষে যখন মানুষ বের হয়ে যাচ্ছিলেন তখন পদদললেন ঘটনা ঘটে। হথরস বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশিষ কুমার জানিয়েছেন, স্বাস্থ্য কেন্দ্র থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫০ থেকে ৬০ জনের মৃত্যুর ব্যাপারে জানতে পেরেছেন তারা।

post
প্রবাস রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মালয়েশিয়া শাখা বিএনপির উদ্যোগে কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বোখারিতে এ আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, মোঃ কাজী সালাউদ্দিন, এম এ কালাম, হাবিবুর রহমান শিশির, ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ, ইমন হাসান, যুবদল নেতা জসীম উদ্দিন ও জাসাস নেতা আসাদুজ্জামান মাসুমসহ অনেকে। এতে, দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মহি উদ্দিন।

post
এনআরবি বিশ্ব

শর্তসাপেক্ষে আবারও শ্রমিক নেবে মালদ্বীপ

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ। তবে,তাতে কিছু শর্তও দিয়েছে দীপ রাষ্ট্রটি।এই মুহূর্তে তীব্র শ্রমিক সংকট চলছে সেখানে। এ অবস্থায় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগের সীমাবদ্ধতা তুলে দিতে চায় দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান মত দিয়েছেন,এটি করা না হলে তারা শ্রমিকের চাহিদা পূরণ করতে পারবেন না। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালদ্বীপের সান পত্রিকা। তাতে বলা হয়, মঙ্গলবার মালদ্বীপ সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে একটি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেছেন, বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা লাখের ঘরে পৌঁছে যাবে। তিনি বলেন, ‘মালদ্বীপে বর্তমানে শ্রমিক সংকট আছে। তাই বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ কোটার সীমা বাদ দিতে হবে। তবে বাংলাদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আগে একটি সুরক্ষা নীতি বাস্তবায়নের কথাও বলেছেন তিনি। এ ক্ষেত্রে দেশটিতে অবস্থান করা সব প্রবাসীর একটি বায়োমেট্রিক ডেটা রেকর্ড তৈরি করার কথা বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

post
সংবাদ

হংকংয় প্রবাসী নারীদের জন্য রেমিট্যান্স সম্পর্কিত সভা

হংকংয়ের বাংলাদেশি নারী কর্মীদের জন্য বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও ‘প্রবাস পেনশন’ স্কিমে রেজিস্ট্রেশন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশটির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে স্থানীয় প্রবাসী নারীদের নিয়ে এ আয়োজন করা হয়। সভায় প্রায় ১২০ জন নারী কর্মী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ এবং ‘প্রবাস পেনশন’ স্কিমে অংশগ্রহণের আহ্বান জানান, কনসাল জেনারেল ইসরাত আরা। পাশাপাশি নারী কর্মীদের জন্য কনস্যুলেট থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এসময় বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নারীরা।

post
এনআরবি বিশ্ব

ইমরান খানের সাজা স্থগিতের আবেদন খারিজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ইদ্দত মামলায়, ৭ বছরের সাজা স্থগিতের আবেদন খারিজ করেছেন ইসলামাবাদের একটি আদালত।অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফজাল মাজোকা এ রায় ঘোষণা করেছেন। সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে ৩ ফেব্রুয়ারীতে বুশরা বিবির সাবেক স্বামী ফারিদ মানেকার অভিযোগের ভিত্তিতে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তিনি অভিযোগ করেছিলেন, বুশরা বিবি ইদ্দতকালীন ইমরান খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণ: বাংলাদেশিসহ আটক-৫

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে চার বাংলাদেশি ও মিয়ানমারের এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ। কিন্তু তদন্তের স্বার্থে তাদের কারও নাম পরিচয় প্রকাশ করেনি। তবে গ্রেপ্তার চার বাংলাদেশিদের বয়স ২৩ থেকে ৩৭ বছর বলে জানা গেছে। মালয়েশিয়া পুলিশের সহকারী কমিশনার রজলাম আব হামিদ জানিয়েছেন,শুক্রবার অপহরণের শিকার ওই বাংলাদেশির বাবা অপহরণের বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপহরণকারীরা ২ লাখ রিঙ্গিত মক্তিপণ দাবি করেন। অপহরণের পরে বাংলাদেশে তার স্ত্রীর কাছে অপহরণকারীরা একটি ভিডিও রেকর্ডিং পাঠায় এবং টাকা দিতে না পারলে সন্তানকে হত্যা করা হবে বলেও হুমকি দেন। ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে কমিশনার আরও জানান, অপহরণকারীরা ভূক্তভোগীদের পরিচিত বলেও ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে নির্যাতন কোডের ৩৬৫ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.