মালয়েশিয়ায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত
বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানালো মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশীরা। রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বিডি এলিট ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীদের উপস্থিতিতে আয়োজনস্থল পরিণত হয় একটুকরো বাংলাদেশে। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়সহ বিদেশিরাও। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো.ফরিদউদ্দীন গাজির নেতৃত্বে শুরুতেই অতিথিদের বরণ করে নেয়া হয়। এসময় নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান কাকন ও সভাপতি মানসুর আল বাশার সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো:শামিম আহসান। প্রধান বক্তা ছিলেন পাহাং রাজ্য সংসদের স্পিকার দাতুশ্রী হাজী মোঃ সরকার হাজী শামসুদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন এলকিউআইডি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডির নির্বাহী পরিচালক, দাতুশ্রী মো:ফারমেজুদ্দিন বিন নাজারুদ্দিন,বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার মোর্শেদ আলম ও প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। সাইদুর রহমান পাভেলের উপস্থাপনায় দর্শকদের মনকাড়ে বাউল শিল্পি শফি মন্ডলের পরিবেশনা। এছাড়াও অভিনেতা ফজলুর রহমান বাবু,কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও জাকিয়া সুলতানা মেরিতার গাওয়া গানও বাংলাদেশীদের মধ্যে মুগ্ধতা ছড়ায়। অনুষ্ঠানে ছিলো দেশীয় স্বাদের পিঠাপুলি আর নানা ধরনের খাবারের সমারোহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী,পরিবার নিয়ে আসা প্রবাসী ও তাদের সন্তানেরা ব্যস্ত সময় পার করেন আলপনা এঁকে। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। শেষে কুপন বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়।