মালয়েশিয়ায় বসবাসরত ভিসাহীন অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি চলমান রয়েছে। তবুও থেমে নেই ধরপাকড়। অভিযানে আটক হচ্ছেন বাংলাদেশিসহ অসংখ্য অভিবাসী।
মঙ্গলবার দেশটির ইমিগ্রেশন বিভাগ নেগরি সেম্বিলানের কুয়ালা পিলাতে অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশনের প্রধান কেনিথ তান আইক কিয়াং বলেছেন,দুটি অভিযানে তাদের আটক করা হয়। বিবৃতিতে তিনি বলেন, অভিযানের সময় ১২টি স্থান পরিদর্শন করে ৪৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১৩ জন নারী রয়েছে। অভিবাসন আইন লঙ্ঘন করার পরে তাদের আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃত ৪৬ জনের মধ্যে ২৪ জন মিয়ানমারের নাগরিক, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচ ভারতীয়, চার বাংলাদেশি, তিনজন শ্রীলঙ্কান ও একজন পাকিস্তানি। আটককৃতদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।