post
বাংলাদেশ

হিট স্টোকে দেশে একাধিক মৃত্যু

চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে, হিট স্ট্রোকে মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মাদরাসা খোলা থাকায় সকালে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে কালুরঘাটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তাকে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, যশোরে স্কুলে যাওয়ার সময় গরমে অসুস্থ হয়ে, আহসান হাবীব নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অন্যদিকে, স্কুল খোলার প্রথম দিনে প্রচন্ড গরমে নোয়াখালীর হাতিয়া উপজেলার জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

post
বাংলাদেশ

দেশে তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন

দেশজুড়ে টানা তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরমে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে জনজীবনে। সূর্যের প্রখর উত্তাপে, সবখানেই এখন প্রচন্ড গরম। কাজের জন্য বাইরে বের হওয়া লোকজনের যেন হাঁসফাঁস অবস্থা। গরম উপক্ষে করেই কাজ করথে হচ্ছে খেটে খাওয়া মানুষজনকে। নির্মাণ শ্রমিক,কৃষি শ্রমিক, ভ্যান-রিকশাচালকদের নাভিশ্বাস উঠেছে। প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে ঠান্ডা পানীয় বা শরবতের দোকানে বেড়েছে ভিড়। এদিকে, টানা গরম পড়ায় বাড়াছে মানুষের অসুস্থতা। প্রায় সব জেলা-উপজেলা হাসপাতালে প্রতিদিন বেড়েছে গরমে অসুস্থ রোগি। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। অতিরিক্ত তাপমাত্রার ভ্যাপসা গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করার এবং ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

post
লাইফ স্টাইল

ঘর ঠান্ডা রাখতে যা করবেন

গরমের সময়ে এসির ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়াতে কে না চায়! তবে সবার বাড়িতে তো আর এসি থাকে না। আবার এসি ব্যবহারেও মাসের শেষে আসে একগাদা বিল। তাই এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার উপায় জেনে নিতে হবে। ভাবছেন, তা কী করে সম্ভব? কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই ঘর ঠান্ডা রাখা সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক এসি না থাকলেও ঘর ঠান্ডা রাখার উপায়- শোওয়ার ঘরে আলো কম রাখুন আলো কিন্তু ঘরের তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দেয়। বাড়িতে এলইডি বাতি থাকলে তা তাপমাত্রা বাড়িয়ে দিতে কাজ করে। তাই আপনার শয়নকক্ষে কম পাওয়ারের বাতি লাগান। তবে প্রয়োজন ছাড়া বাতি না জ্বালানোই ভালো। এতে ঘর অনেকটাই ঠান্ডা থাকবে। ভারী পর্দা বাড়িতে গরমের সময় ভারী পর্দা টাঙান। কারণ ভারী পর্দার থাকলে ঘরে কম তাপ প্রবেশ করবে। জানালা দরজা খোলা রেখে পর্দা টেনে দিন। এতে বাতাস ঢুকবে ঠিকই তবে আলো ও তাপ কম আসবে। এতে ঘরের তাপমাত্রা কিছুটা কমবে। তাই এই কৌশল কাজে লাগাতে পারেন। বরফ ও ফ্যান এই পদ্ধতি এতদিনে অনেকেরই জানা থাকার কথা। যাদের বাড়িতে এসি নেই তারা এই বরফ ও ফ্যানের পদ্ধতি কাজে লাগাতে পারেন। সেজন্য একটি পাত্রে কিছু বরফ নিন। এবার সেই পাত্রটি টেবিল ফ্যান চালিয়ে তার সামনে রেখে দিন। এতে বাতাস অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। এগজস্ট ফ্যান বাড়ি ঠান্ডা রাখার জন্য আপনি এই ফ্যান ব্যবহার করতে পারেন। বলছি এগজস্ট ফ্যানের কথা। বাথরুম ও রান্নাঘরেও এগজস্ট ফ্যান লাগাতে পারেন। এতে গরম অনেকটাই কম লাগবে। সেইসঙ্গে বাড়িতে বাতাস চলাচলের পরিমাণও বাড়বে। গাছ রাখুন আপনি যদি ছোট ফ্ল্যাটেও থাকেন তবু কিছু গাছ রাখার চেষ্টা করুন। বেলকোনিতে কিছু গাছ রাখুন। এতে বিশুদ্ধ বাতাস পাবেন সেইসঙ্গে গরমও অনেকটা কমবে। ঘরের মধ্যে ইনডোর প্লান্ট রাখতে পারবেন। এই পদ্ধতিও কার্যকর। বাড়িতে গাছ থাকলে মনও ভালো থাকবে।

post
বাংলাদেশ

৪২ দশমিক ২ ডিগ্রিতে পুড়ছে চুয়াডাঙ্গা জেলাবাসী

সপ্তাহব্যাপী তীব্র তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রিতে পুড়ছে চুয়াডাঙ্গা জেলাবাসী। বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির কারনে, ভ্যাপসা গরমে কাজ করতে পারছেনা ছিন্নমুল মানুষ। গত ৫ দিনে গরমের টানা উত্তাপে জেলার ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ রয়েছেন চরম কষ্টে। প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারছে না।গরমে একটু স্বস্তি ও তৃষ্ণা মেটাতে ফুটপাতের শরবতের দোকান ও ঠান্ডা পানীয় পান করছে।২১ এপ্রিল দুপুর ৩ টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়,৪২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ভ্যাপসা গরমে পুড়ে নাভিশ্বাস উঠেছে দৈনন্দিন জীবনে। এদিকে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে জেলার শিশু ও বৃদ্ধরা।

post
বাংলাদেশ

সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

তীব্র তাপদাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে, সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার সচিবালয়ে সারাদেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে অনলাইনে সভা শেষে তিনি এই নির্দেশনার কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দাবদাহের কারণে কোল্ড কেস রোগীদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া, শিশু ও বয়স্কদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডা. সামন্ত লাল সেন। পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে বলেও জানান তিনি।

post
শিক্ষা

দেশের সব স্কুল-কলেজ ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে, দেশের সব স্কুল-কলেজ ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। শনিবার এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮ এপ্রিল খুলবে স্কুল-কলেজ। পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। আগামীকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ছিলো। কিন্তু দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে, গতকাল তিন দিনের জন্য দেশজুড়ে হিট অ্যালার্টও জারি করে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি উঠেছিলো। যার প্রেক্ষিততে স্কুল-কলেজ আরও এক সপ্তাহ বন্ধের নির্দেশনা দিলো সরকার।

post
সংবাদ

গরম আপাতত কমার কোন লক্ষণ নেই: আবহাওয়া অধিদপ্তর

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। এ কারণে ভ্যাপসা গরম পড়েছে। এ অবস্থায় জনজীবনে হাঁসফাঁস অবস্থা। আবহাওয়া অধিদপ্তর বলছে গরম আপাতত কমার কোন লক্ষণ নেই। আরও কয়েকদিন থাকতে পারে এই অবস্থা। এদিকে, গরম থেকে বাঁচাতে রাস্তার পাশের ঠান্ডা পানীয় পান করেছেন অনেকে, গরমে বাড়ছে ডাইরিয়াজনিত রোগ। গ্রীষ্মের তাপদাহ পুড়ছে জনজীবন। বৈশাখ আসতেই গরমের ছাপ কমবেশি সারাদেশে। রাজধানীতেও কয়েকদিনে ধরে বেশ গরম পড়েছে। ঢাকার পথঘাটে দৈন্দন্দিন জীবনযাত্রায় ভ্যাপসা গরমে যেন হাঁসফাঁস অবস্থা। সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মেহনতি মানুষ। তীব্র গরম উপক্ষো করেই পরিবারের জন্য আয় করতে হয় তাদের। গরমে তৃষ্ণা মেটাতে যাত্রী ও পথচারীরা রাস্তার পাশে বিভিন্নরকম ঠান্ডা পানীয় পান করেছেন। এদিকে, গরমের কারণে বেড়েছে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ। রাজধানীর আইসিডিডিআর’বি ভর্তি হয়েছেন এমন অনেক নতুন রোগি। আবহাওয়া অধিদপ্তর বলছে, গরম এখনই কমবে না। চলমান তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন।

post
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একাধিক ভূমিধসে অন্তত ১৪ জন নিহত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একাধিক ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রোববার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, সুলাওয়েসির তানা তোরাজা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সময় ভূমিধসের ঘটনা ঘটে। এতে দু’টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। চারটি বাড়ি ধ্বংস হয়ে অন্তত ১৪ জন নিহত হয়। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে কতোজন নিখোঁজ রয়েছে তার বিস্তারিত জানাননি তিনি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত দু‘জন নিখোঁজ রয়েছে।

post
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে এ ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে উত্তর-পূর্বাঞ্চলের সব বাড়িঘর। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে। কেবল নিউইয়র্কই নয়, নিউ জার্সি, ফিলাডেলফিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও নেওয়ার্ক বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করে রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল জানিয়েছেন, প্রাণহানিকর কোনও পরিস্থিতি দেখা দেয়নি কিংবা রাজ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

post
আন্তর্জাতিক

তাইওয়ানে ভূমিকম্প: চাপা পড়েছে শতাধিক মানুষ

তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোয় এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শতাধিক মানুষ। চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত এক হাজারের বেশি। কিংশুই টানেলে আটকে পড়া ৭৭ জনকে উদ্ধারে রাতভর চলে অভিযান। রাজধানী তাইপেসহ অন্যান্য এলাকায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। এর আগে, বুধবার দ্বীপরাষ্ট্রটির পূর্ব উপকূলে স্থানীয় সময় সকাল আটটার দিকে অনুভূত হয় ৭ দশমিক ৪ মাত্রার কম্পন। গত পঁচিশ বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। হুয়ালিন থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে পানির নিচে ছিল কেন্দ্র। ভূমিধসও হয় অঞ্চলটির কয়েকটি এলাকায়। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশি জাপান ও চীনেও। ভূমিকম্পের ১৫ মিনিট পর সুনামি হয় জাপানের একটি দ্বীপে। প্রাথমিকভাবে, তাইওয়ান-ফিলিপাইন-জাপানে সুনামি সতর্কতা জারি করা হলেও;পরে তা প্রত্যাহার করা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.