সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ইমপেরিয়াল কলেজ
ঐতিহ্যের অক্সফোর্ড এবং কেমব্রিজকে পেছনে ফেলে প্রথমবারের মত যুক্তরাজ্যের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইমপেরিয়াল কলেজ লন্ডন। সেরা বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে অক্সফোর্ড বা কেমব্রিজের মত বড় দুই বিশ্ববিদ্যালয়ের কোনোটির নাম শীর্ষে না থাকার ঘটনা গত এক দশকের মধ্যে এই প্রথম। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসের কিউএস র্যাংকিংয়ে দেখা যাচ্ছে, বিশ্বের সেরা দেড় হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইমপেরিয়াল কলেজ লন্ডন। দশ বছর আগে ইমপেরিয়াল কলেজ কেমব্রিজের সঙ্গে যৌথভাবে এ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। স্যার ব্রায়ান মে,আলেকজান্ডার ফ্লেমিং এবং এইচজি ওয়েলসের মত বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন এ শিক্ষায়তনের প্রাক্তন ছাত্রদের মধ্যে। এদিকে,টানা ১৩ বছর তালিকার শীর্ষে থাকা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-এমআইটি,এবারো গ্লোবাল র্যাংকিংয়ে তাদের অবস্থান ধরে রেখেছে।