নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জয়ী বাংলাদেশি টিমকে অভিনন্দন জানালো ওয়াশিংটন ইউনিভার্সিটি
বাংলাদেশ থেকে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নাসার সদরদপ্তরে প্রোগ্রামে অংশগ্রহণ করেন ২০২২ সালে নাসা কর্তৃক আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ থেকে বিশ্বজয়ী দল ‘টিম ডায়মন্ডস’। দলটি সম্প্রতি ঘুরে এসেছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি)। এক বার্তায় দলটিকে অভিনন্দন জানিয়েছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি।১১ জুন নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজের বার্তায় ডব্লিউইউএসটি বলেছে, 'গত ৭ জুন, আমরা বাংলাদেশ থেকে ডায়মন্ডস টিমকে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই, যারা ২০২২ সালের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন। ছাত্রদের সাথে দেখা করার এবং নাসা স্পেস অ্যাপস সম্পর্কে জানার জন্য এটি একটি চমৎকার সুযোগ ছিল। ডব্লিউইউএসটি-এতে আমরা গর্বের সঙ্গে শিক্ষার্থীদের প্রযুক্তিগত পরিবর্তনের অংশ হওয়ার সুযোগ অফার করি!' ২০২২ সালে ‘মোস্ট ইন্সপাইরেশনাল’ ক্যাটেগরিতে বিশ্বচ্যাম্পিয়ন দল টিম ডায়মন্ডসের সদস্যরা হলেন তিষা খন্দকার (দলনেতা), মুনিম আহমেদ, ইঞ্জামামুল হক সনেট, আবু নিয়াজ ও জারিন চৌধুরী। টিম ডায়মন্ডসের প্রকল্প ‘ডায়মন্ড ইন দ্য স্কাই’ একটি ইন্টারেক্টিভ লার্নিং গেম, যা বাচ্চাদের জন্য নির্মিত। মূলত গেমিং অ্যাপের মাধ্যমে বাচ্চারা নক্ষত্রসমূহের পরিবর্তনের (রঙের পরিবর্তন, উজ্জ্বলতা, ভরের পরিবর্তন) পেছনে লুকিয়ে থাকা সব কারণ সম্পর্কে জানতে পারবে। গেমটি খেলার মাধ্যমে বাচ্চারা তাদের নিজস্ব নক্ষত্র তৈরি থেকে শুরু করে নক্ষত্রের প্যাটার্ন, রঙের পরিবর্তন, উজ্জ্বলতা, ভরের পরিবর্তন অনুমান করতে পারবে।