ইংল্যান্ডে ৩৮ প্রবাসীকে বিশেষ সম্মাননা প্রদান
ইংল্যান্ডে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সংগঠনের সাথে সম্পৃক্ত করতে ব্যতিক্রমি অনুষ্ঠান করেছে কানাইঘাট এসোসিয়েশন ইউকে।লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান,পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন আজমল আলী। এসময় সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য এবং প্রাক্তন সকল সভাপতির হাতে। তারা হলেন হাফিজ মাওলানা আবু সাঈদ, মখলিছুর রহমান, সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমেদ, বেরিস্টার কুতুব উদ্দিন আহমেদ সিকদার, ইজ্জত উল্লাহ ও নাজিরুল ইসলাম।এছাড়াও বিলেতে বেড়ে ওঠা এবং বাংলাদেশ থেকে এসে বিভিন্ন পেশায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৩৮ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।