post
এনআরবি সাফল্য

ইংল্যান্ডে ৩৮ প্রবাসীকে বিশেষ সম্মাননা প্রদান

ইংল্যান্ডে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সংগঠনের সাথে সম্পৃক্ত করতে ব্যতিক্রমি অনুষ্ঠান করেছে কানাইঘাট এসোসিয়েশন ইউকে।লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান,পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন আজমল আলী। এসময় সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য এবং প্রাক্তন সকল সভাপতির হাতে। তারা হলেন হাফিজ মাওলানা আবু সাঈদ, মখলিছুর রহমান, সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমেদ, বেরিস্টার কুতুব উদ্দিন আহমেদ সিকদার, ইজ্জত উল্লাহ ও নাজিরুল ইসলাম।এছাড়াও বিলেতে বেড়ে ওঠা এবং বাংলাদেশ থেকে এসে বিভিন্ন পেশায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৩৮ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

post
এনআরবি সাফল্য

অস্ট্রেলিয়াতে প্রবাসীদের পাশে বাংলাদেশী প্রতিষ্ঠান

অস্ট্রেলিয়াতে স্থায়ী হওয়া বাংলাদেশীদের প্রথম স্বপ্ন থাকে নিজের একটি বসতবাড়ী। তবে দেশটিতে বাড়ী করা যেন সোঁনার হরিণের মতো,ইচ্ছে করলেই ধরা যায় না। কিন্তু সেই স্বপ্ন যে ছোঁয়া যাবে না-তাও কিন্তু নয়। এর জন্যে রয়েছে কিছু আইনী প্রক্রিয়া। আর দেশটিতে সেই সমস্যার সমাধান করছে বাংলাদেশী মালিকানাধীন কিছু প্রতিষ্ঠান।সংশ্লিষ্টরা জানান, অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়াতে পারি জমিয়েছেন প্রায় লাখো বাংলাদেশী। ওশেনিয়ার এই দেশটিতে বাঙ্গালীদের বসবাসও বেশ পুরনো। আধুনিক জীবন ব্যবস্থার স্বপ্নে উন্নত বিশ্বের এই দেশটি বরাবরই থাকে বাংলাদেশীদের পছন্দের শীর্ষে। দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশীদের অবস্থান। স্থায়ী জীবনযাপনের জন্যে অনেকেই গড়ছেন বসত-বাড়ীও। আর তাদের সেবায় কাজ করছেন বাংলাদেশী কিছু কন্সট্রাকটিং প্রতিষ্ঠান। এদিকে দেশটিতে বিনিয়োগ করতে চাওয়া প্রবাসীদের জন্যে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান প্যারামাউন্ট কন্সট্রাকটিং দিচ্ছে বিশেষ সুযোগ-সুবিধাও। এছাড়াও নাগরিকত্ব না পাওয়া বাংলাদেশীদের জন্যেও কাজ করছেন এ প্রবাসীরা। তবে তার জন্যে বাড়তি অর্থ খরচ করতে হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হুমাউন কবির । তাছাড়াও প্রবাসীদের পুরাতন বাড়ী মেরামতের ক্ষেত্রেও প্রতিষ্ঠনটি দিচ্ছে বিশেষ সেবা। তাই যেকোন পরামর্শের জন্যে যোগাযোগের আহবান জানিয়েছেন প্যারামাউন্টের ডাইরেক্টর মাইদুর রহমান।

post
এনআরবি সাফল্য

জার্মানিতে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হামিদুল খান

জার্মানিতে রাষ্ট্রীয় ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য প্রবাসী বাংলাদেশি হামিদুল খানকে সর্বোচ্চ সম্মাননা (ম্যানশেন ডেস রেসপেক্ট) দিয়েছে দেশটির হেসেন রাজ্য সরকার। গেল ১০ জানুয়ারি হেসেন প্রদেশের বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টের হেডারনহাইমের একটি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননাটি তুলে দেন রাজ্যের পরিবেশমন্ত্রী প্রিসকা হিন্জ।প্রবাসী হামিদুল খান দেশটির রাজ্যটিতে দীর্ঘদিন যাবৎ বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ অন্য অভিবাসীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করছেন। পাশাপাশি দেশটির স্থানীয় বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে গড়া স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান জার্মান বাংলা সোসাইটির মাধ্যমে খাবার বিতরণ, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা দিয়ে আসছেন।রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা গ্রহণ করে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন হামিদুল খান। তিনি বলেন, ‘আসলে পুরস্কারের জন্য সামাজিক কাজে যুক্ত হইনি। শুধুমাত্র মানুষের কষ্ট বুঝতে, সুখে ও দুঃখে কাছে থাকতেই সর্বস্তরের মানুষের জন্য মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকার করেছিলাম। এছাড়া অনেক বছর ধরে আমি জার্মানির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রবাসীদের মধ্যে ঐক্য ধরে রাখার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘অবসর সময়ে আমি সামাজিক শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক বোঝাপড়া তৈরির কাজে ব্যয় করি। প্রবাসী ও স্থানীয়দের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করতেই ১৯৯৭ সালে জার্মান-বাংলা সোসাইটি গঠন করি। একই সাথে জার্মানির মতো দেশে প্রথমবারের মত অভিবাসী বা ইমিগ্রেশন বইমেলা ও বঙ্গবন্ধু বইমেলার আয়োজনও নিয়মিতভাবে করে আসছি।’  এর আগে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্যও ২০২২ সালে হেসেন রাজ্য সরকার হামিদুল খানকে স্বর্ণপদক ছাড়াও দেশটির সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি সামাজিক সংগঠনও তাকে সম্মানিত করে। সম্মাননা অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সমাজের সর্বস্তরের ব্যাক্তি ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 

post
এনআরবি সাফল্য

বাংলাদেশ সেন্টার লন্ডনের পরিচালনা পর্ষদ গঠন

যুক্তরাজ্যে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে নবনির্বাচিত কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা সম্প্রতি সম্পন্ন হয়েছে। সভায় সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মুহিব সভাপতিত্ব করেন।সভায় পার্মানেন্ট মেম্বারদের মধ্য থেকে নির্বাচিত ১৮ জন প্রতিনিধি, লাইফ মেম্বার ও জেনারেল মেম্বারদের দ্বারা যৌথভাবে নির্বাচিত ১৭ জন প্রতিনিধি, সাংবিধানিকভাবে নির্ধারিত প্রতিষ্ঠাতা মেম্বারদের ১০ জন প্রতিনিধি ও প্রতিষ্ঠাতা কর্পোরেট মেম্বারদের ৪ জন প্রতিনিধিসহ সর্বমোট ৪৯ সদস্যের এই নবনির্বাচিত কমিটির পদ-পদবি নির্ধারণ করা হয়। এক্সিকিউটিভ কমিটি ও উপ-কমিটি সমূহ গঠন করার জন্য সংবিধানের ৪২ ধারায় অর্পিত ক্ষমতা বলে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সভা আহ্বান করেন এবং সাবেক কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিষয়টি সবাইকে অবগত করেন। সভায় সর্বসম্মতিক্রমে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমকে চেয়ারপারসন (পদাধিকারবলে) করে সংবিধানের ৪৪ ধারায় অর্পিত নিয়ম অনুসারে মুহিবুর রহমান মুহিবকে সিনিয়র  সহ-সভাপতি এবং অধ্যাপক শহীদুর রহমানকে সাধারণ সম্পাদক ও ফয়জুল হককে চিফ-ট্রেজারার করে কমিটি গঠন করা হয়।

post
এনআরবি সাফল্য

অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার ঝালমুড়ি-২ প্রকল্পের উদ্বোধন

জাগো নারী জাগো এই স্লোগানকে সামনে রেখে স্পেনে মানবাধিকার সংগঠন ‘অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা’র উদ্যোগে ঝালমুড়ি-২ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার স্থানীয় হলরুমে এ প্রকল্পের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহির সভাপতিত্বে ও ইছিয়ার গনছালেছের সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আফরোজা রহমান, গাইনী বিভাগের ডাক্তার রোসা, রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি পেপা টরেস, রেইনা সুফিয়ার ডিরেক্টর ছারা, ক্যাসিনো রেইনার ডিরেক্টর ক্রিস্টিনা, মাস মাদ্রিদের রিতা মায়েস্ত্র, খসে গ্রাসিয়া কাস্তিয়ানো, কমিউনিদাদ মাদ্রিদের মানোয়েলা, পার্টি সোসালিস্টার মানোয়েল, মারিয়া, আন্তনিও, মারিও, সিলভিয়া, সার্না ফার্নান্দেজসহ স্প্যানিশ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা।

post
এনআরবি সাফল্য

আমিরাত থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ সরকারের কাছ থেকে সিআইপি অ্যাওয়ার্ড তালিকায় প্রতিবছরই যুক্ত হচ্ছে নতুন ব্যবসায়ীদের নাম। ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন তালুকদার। দেশটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড় শতাধিক বাংলাদেশীর।চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের মৃত সাহাব মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন তালুকদার সিআইপি। ১৯৯১ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। শুরু করেন ব্যবসা। দেশটিতে একে একে গড়ে তোলেন মোঃ জসিম জেনারেল ট্রেডিং কোম্পানি এলএলসি, মোহাম্মদ জসিম বিল্ডিং ম্যাটারিয়াল কোম্পানি এলএলসি, মোঃ জসিমউদ্দিন সুপার মার্কেট এলএলসিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সহধর্মিণীর সহযোগিতায় সব কয়টি প্রতিষ্ঠান নিয়ে ২০১০ সালে গড়ে তোলেন জেএসএম গ্রুপ অব কোম্পানিস। বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে উপার্জন করেছেন বাংলাদেশ সরকারের দেয়া সিআইপি অ্যাওয়ার্ড। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশ নেন সফল এই রেমিটেন্স যোদ্ধা।

post
এনআরবি সাফল্য

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই নির্বাচন গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতার বিজয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চক্রান্ত এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর, মঙ্গলবার গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ২৯ দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে তাদের বিরাট অবদান রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনে না গিয়ে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজে বেড়ায় বিএনপি। তবে তাদের ভোট বর্জনের লিফলেটে জনগণ ভোটদানে আরও উৎসাহীত হয়েছেন। সরকার যুদ্ধ নয় শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,ফিলিস্তিনে গণহত্যাকে বাংলাদেশ সমর্থন করে না।

post
এনআরবি সাফল্য

ওমানে রয়েল প্লাজা হোটেল ও রেস্তোরা উদ্বোধন

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার ওমান। দেশটিতে প্রায় ৮ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন বাংলাদেশিরা। অনেকে ব্যবসা করে পেয়েছেন সফলতা। তাদেরই একজন তরুণ উদ্যক্তা আবু ইউসুফ। ওমান থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণ করে পেয়েছেন বাংলাদেশ সরকারের দেয়া সিআইপি অ্যাওয়ার্ড। কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন অনেক বাংলাদেশির।ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান ফেনী জেলার ফুলগাজীর আবু ইউসুফ। দেশটিতে গিয়ে নিজের মেধা এ সততা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। খুব অল্প বয়সে মধ্যপ্রাচ্যে যে ক'জন বাংলাদেশী তরুণ সফলতা লাভ করেছেন, তাদের মধ্যে অন্যতম ওমান প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফ। ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ৬শ কিলোমিটার দূরের শহর দুকুম। যেখানে আল বারাকা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফোর স্টার মানের আবাসিক হোটেল রয়েল প্লাজা নির্মান করেছেন এই উদ্যোক্তা। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আল ওয়াস্তা এরিয়ার গভর্ণর শেখ আহমদ বিন মুসাল্লাম বিন সোহাইল জাদ্দাদ আল খাথিরী। এসময় তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের প্রশংসা করেন। হোটেলের সাথে রয়েল প্লাজা রেস্তোরারও উদ্বোধন করেন আগত প্রবাসী ব্যবসায়ীরা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি হচ্ছে বলে মনে করেন রেমিটেন্স যোদ্ধারা। প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউছুপ। অনুষ্ঠানে হোটেলের স্থানীয় স্পন্সর ইউনিচ বিব হামিস আল বিরাশদিসহ ওমান ও বাংলাদেশী প্রবাসীদের শীর্ষ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি সাফল্য

পুলিশ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ এনায়েত আলী

সৈয়দ এনায়েত আলী প্রথম অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশের সন্তান সৈয়দ এনায়েত আলী বাংলাদেশ জাতীয় বক্সিংয়ের প্রাক্তন হেভি ওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিন এশিয়ান গেমসের রানার্সআপ বক্সার , ১৯৮৮ সালের বডিবিলডিংয়ে হেভি ওয়েট মিস্টার বাংলাদেশ ১৯৮৯ সালে আমেরিকা চলে আসেন। তিনি অক্সিলারি পুলিশ হিসেবে ২০০২ সালে যোগদান করেন এবং ২০০৯ সালে প্রথম অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান এবং গত ৯ জানুয়ারী ২০২৪ সালেও তিনিই প্রথম অক্সিলারি পুলিশ লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পান। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ গঠন করে। এটি মূলত ভলান্টারী সার্ভিস, প্রায় ১১০ জন বাঙ্গালী ভলান্টারী সার্ভিস করছেন কমুনিটিকে সাহায্য করার জন্য। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় বরং কমিউনিটিকে সাহায্যের উদ্দশ্যে এই সকল বাঙালিরা কাজ করে যাচ্ছেন। তারা অত্যন্ত সুনামের সাথে কাজ করে চলেছেন নিরন্তর। কমিউনিটিকে এবং পুলিশ ডিপার্টমেন্টে সাহায্য করার জন্য তারা ব্যক্তিগত উদ্যোগে এখানে যোগদান করে এবং পুলিশ ও কমিউনিটিকে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে এনায়েত আলী বর্তমানে কুইনস নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রিসেন্টে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাপা’র মিডিয়া লিয়াজন জামিল সরোয়ার জানান আরো অনেক বাংলাদেশী অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে যোগদান করবেন তার এই সাফল্য দেখে।  সংগঠনটির প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারী ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন এছাড়া উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, বাপা’র ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো ট্রেজারার অফিসার জসীম মিয়া, বাপা’র ট্রাস্টি সার্জেন্ট লতিফ , বাপা’র সদস্য অফিসার ইরফান সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।

post
এনআরবি সাফল্য

আমিরাতের বেড়েই চলেছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান

আমিরাতের বিভিন্ন প্রদেশে বেড়েই চলেছে বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সফলতাও অর্জন করছেন, অনেক প্রবাসী ব্যবসায়ী। এরই ধারাবাহিকতায় আমিরাতের রাজধানী আবুধাবির মোছাফফাতে যাত্রা শুরু করেছে, বাংলাদেশী মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তাসনীম আল মদিনা সুপার মার্কেট। আবুধাবির শিল্পনগরী মোছাফফার ৩৭ সানাইয়ার প্রথম গলিতে মার্কেটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্বোধন উপলক্ষে, দোকানটিতে মাছ-মাংস ও ভোগ্যপণ্য সহ বিভিন্ন পন্যের ওপর চলছে বিশেষ অফার। আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাঈদুর রহমান ফিতা এবং কেক কাটার মধ্য দিয়ে, মার্কেটটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান এবং সিম্পল লাইফ কন্ট্রাক্টিং এন্ড রিয়েল এষ্টেট সোল প্রোপার্টিজ এল এল সি এর কর্ণধার হাফেজ তাজুল ইসলাম,কোম্পানির অফিস ব্যবস্থাপক মিজানুর রহমান, মার্কেটিং ম্যানেজার মোস্তাক আহমেদ,,মোহাম্মদ কাশেম, আক্তার হোসেন, আব্দুল্লাহ এবং মোহাম্মদ সোহেলসহ অনেক প্রবাসী। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক বাংলাদেশীর কর্মসংস্থান হবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.