দেশে বাড়তে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
রেমিট্যান্সে সরকারী প্রণোদনা বাড়ানোর পর থেকে দেশে বাড়তে শুরু করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এতে বিভিন্ন দেশের মতো খুশি জার্মান প্রবাসী বাংলাদেশীরাও। তবে হুন্ডি বন্ধ না হলে, রেসিট্যান্স প্রবাহে গতি বাড়বে না বলে মনে করেন তারা। এছাড়া, রিজার্ভ বৃদ্ধির জন্য দেশে প্রবাসী বিনিয়োগের পথ সহজ করারও আহবান বাংলাদেশীরা। দেশে হঠাৎ করেই কমতে শুরু করে বৈধ পথে পাঠানো প্রবাসীদের অর্থের পরিমাণ। তাই রেমিট্যান্স প্রবাহ বাড়াতে পূর্ব নির্ধারিত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনাকে দ্বিগুন করে সরকার। রেমিট্যান্সে ৫ শতাংশ প্রণোদনা কার্যকরের পর থেকে ফের বাড়তে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।প্রণোদনা বাড়ায় টানা পাঁচ মাস পর, ডিসেম্বরে কিছুটা বাড়ে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকটি। নতুন বছরের প্রথম মাসে সেই গতি আরও বাড়ায় খুশি প্রবাসীরা। তবে রেমিট্যান্স বাড়াতে, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার আহবান কমিউনিটির।এদিকে রিজার্ভ বৃদ্ধির জন্যে প্রবাসীদের অর্থ গুরুত্বপূর্ণ মনে করছেন জার্মান প্রবাসীরা। তাই হুন্ডি বন্ধ করে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্যে, সরকারী নীতিমালা পরিবর্তনেরও আহবান জানিয়েছেন এই বাংলাদেশী।মাতৃভূমিতে বিনিয়োগ করতে আগ্রহী প্রবাসী বাংলাদেশীরা। কিন্তু নেতিবাচক অভিজ্ঞতার কারণে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।