post
এনআরবি সাফল্য

দেশে বাড়তে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

রেমিট্যান্সে সরকারী প্রণোদনা বাড়ানোর পর থেকে দেশে বাড়তে শুরু করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এতে বিভিন্ন দেশের মতো খুশি জার্মান প্রবাসী বাংলাদেশীরাও। তবে হুন্ডি বন্ধ না হলে, রেসিট্যান্স প্রবাহে গতি বাড়বে না বলে মনে করেন তারা। এছাড়া, রিজার্ভ বৃদ্ধির জন্য দেশে প্রবাসী বিনিয়োগের পথ সহজ করারও আহবান বাংলাদেশীরা। দেশে হঠাৎ করেই কমতে শুরু করে বৈধ পথে পাঠানো প্রবাসীদের অর্থের পরিমাণ। তাই রেমিট্যান্স প্রবাহ বাড়াতে পূর্ব নির্ধারিত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনাকে দ্বিগুন করে সরকার। রেমিট্যান্সে ৫ শতাংশ প্রণোদনা কার্যকরের পর থেকে ফের বাড়তে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।প্রণোদনা বাড়ায় টানা পাঁচ মাস পর, ডিসেম্বরে কিছুটা বাড়ে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকটি। নতুন বছরের প্রথম মাসে সেই গতি আরও বাড়ায় খুশি প্রবাসীরা। তবে রেমিট্যান্স বাড়াতে, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার আহবান কমিউনিটির।এদিকে রিজার্ভ বৃদ্ধির জন্যে প্রবাসীদের অর্থ গুরুত্বপূর্ণ মনে করছেন জার্মান প্রবাসীরা। তাই হুন্ডি বন্ধ করে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্যে, সরকারী নীতিমালা পরিবর্তনেরও আহবান জানিয়েছেন এই বাংলাদেশী।মাতৃভূমিতে বিনিয়োগ করতে আগ্রহী প্রবাসী বাংলাদেশীরা। কিন্তু নেতিবাচক অভিজ্ঞতার কারণে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

post
এনআরবি সাফল্য

‘মেডেল অব গুড সিটিজেনশিপ’ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি আমিনুল

ব্রিটিশ কলম্বিয়া সরকারের সম্মানজনক ‘মেডেল অব গুড সিটিজেনশিপ’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম। নিজ নিজ কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এ অ্যাওয়ার্ড দিয়ে থাকে ব্রিটিশ কলম্বিয়া সরকার। এবার ২১ জন এ পদকের মনোনীত হয়েছেন। আগামী ২৫ জানুয়ারি তাদের হাতে পদক তুলে দেওয়া হবে। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সম্মানজনক এ পদক পাচ্ছেন আমিনুল ইসলাম।কানাডার ব্রিটিশ কলম্বিয়া সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে শহরের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমিনুল ইসলাম। তার উদ্ভাবিত ‘ব্রিটিশ কলম্বিয়া’ মডেলের মাধ্যমে সারে শহরের শিক্ষার্থীরা ১৭২টি মাতৃভাষা চর্চায় সম্পৃক্ত হতে পেরেছে। তার মডেলটি সারে শহরের বাইরের স্কুলগুলোতেও জনপ্রিয়তা পেয়েছে। এমনকি ইউনেস্কোর এডুকেশন ফের্মওয়ার্ক-২০৩০ এর জন্যও মডেলটি গৃহীত হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের বাইরে প্রথম দেশ হিসেবে ২০২৩ সালে কানাডা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মো. আমিনুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন মাতৃভাষা সম্পর্কে সচেতনতা বাড়াতে তার উদ্যোগে ২০১৩ সাল থেকে কানাডায় ‘মাতৃভাষা উৎসব’ পালিত হচ্ছে। মাতৃভাষার বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা হিসেবে তার উদ্যোগে ২০০৯ সালে কানাডার প্রথম মাতৃভাষা স্মৃতিস্তম্ভ ‘লিংগুয়া অ্যাকুয়া’ স্থাপিত হয়।

post
এনআরবি সাফল্য

পঞ্চমবার সিআইপি হওয়ায় মালদ্বীপ হাইকমিশনারের শুভেচ্ছা

টানা পঞ্চমবারের মতো সিআইপি নির্বাচিত হওয়ার সোহেল রানাকে শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। সোহেল রানা মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গ্লোবাল রিচ মালদ্বীপ প্রাইভেট লিমিটেড স্বত্বাধিকারী। জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে সম্মাননা ও সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি। সিআইপি মোহাম্মদ সোহেল রানার ছেলে আইহাম সোহেল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের হাত থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন। বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে এ মর্যাদা লাভ করেছেন তিনি। সিআইপি মোহাম্মদ সোহেল রানা করোনাকালে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। সোহেল রানা বলেন, সবসময় সামাজিক মূল্যবোধের ভিত্তিতে অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে চাই। প্রবাসে উচ্চ আয়ের কর্মীদের উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে চাই, যাতে আগামীতে মালদ্বীপ থেকে আরও সিআইপি নির্বাচিত হতে পারে।

post
এনআরবি সাফল্য

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ মাসে এলো এক হাজার ৮০ কোটি ডলার

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে এক হাজার ৭৯ কোটি ৮৬ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ৪৯ কোটি ৩৪ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরের প্রথম ৬ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ৩০ কোটি ৫২ লাখ ডলার বেশি এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় আসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। পরের মাস আগস্টে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার, সেপ্টেম্বরে আসে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ লাখ ডলার। অক্টোবরে আসে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ডলার এবং সবশেষ ডিসেম্বর মাসে আসে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার।

post
এনআরবি সাফল্য

ব্রিটেনে ‘এমবিই’ খেতাব পেলেন ড. এম জি মৌলা

ব্রিটেনে ব্রিটিশ রাজার ‘এমবিই’-মেম্বার অব দ্যা মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার খেতাব পেয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ড. এম জি মৌলা মিয়া। কমিউনিটির সেবা, সমাজকল্যাণে অসামান্য অবদানের জন্য গত ৩০ ডিসেম্বর তাকে এ খেতাব প্রদান করা হয়।ড. মৌলা মিয়া বার্মিংহাম এবং সলিহলের একজন সফল উদ্যোক্তা-ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। এমজি মৌলা মিয়া যুক্তরাজ্য এবং বাংলাদেশে সফল ব্যবসায়িক গ্রুপ রাজনগর বিজনেস গ্রুপ এবং মৌলা ফাউন্ডেশনের চেয়ারম্যান। মৌলা ফাউন্ডেশন পারিবার দ্বারা পরিচালিত একটি চ্যারিটি সংস্থা। এই সংস্থার কার্যক্রম পরিচালিত হয় যুক্তরাজ্য এবং বাংলাদেশে। রাজনগর ব্যবসায়ী গ্রুপের অধীনে ব্যবসাসমূহের মধ্যে রয়েছে— রেস্টুরেন্ট, হোটেল, প্রোপার্টিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুরমার ঢেউ নিউজপেপার পাবলিকেশন্স, এমবিএম এগ্রো ইন্ড্রাস্টিজ, এমবিএম বিল্ডার্স মার্ট সুপারস্টোর, এমবিএম ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সি। সলিহল এবং বার্মিংহামের মানুষের মাঝে মৌলা মিয়ার রেস্টুরেন্ট স্বতন্ত্র ইমেজ তৈরি করে ব্যাপক সামাজিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। ১৯৮৭ সাল থেকে রাজনগর ইন্টারন্যাশনাল, সলিহল স্বতন্ত্র ভূমিকার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।

post
এনআরবি সাফল্য

ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু

ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি চালুর মধ্য দিয়ে ‘প্রবাসী দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন।বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের উদ্যোগে এনআরবি ডে উদযাপিত হয়েছে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে। যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশি কমিউনিটির নেতা, বিভিন্ন বারা ও কাউন্সিলের মেয়র ও কাউন্সিলর, ব্যবসায়ী ও রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী, পেশাজীবী সংগঠনের নেতা ও সাংবাদিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় প্রবাসী কল্যাণ দিবস, ২০২৩ উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন। ২০১৭ সাল থেকে বেসরকারিভাবে ৩০ ডিসেম্বর এনআরবি ডে উদযাপিত হয়ে আসছে। তবে এ বছর প্রথমবারের মতো সারা বিশ্বে বাংলাদেশের ৮১টি মিশনে একসাথে প্রবাসী দিবস উদযাপিত হয়েছে।

post
এনআরবি সাফল্য

আমিরাত প্রবাসী জবরুত খাঁন বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় সিআইপি নির্বাচিত

আবুধাবীর শিল্পনগরী মোছাফ্ফার জবরুত স্টীলের স্বত্বাধিকারী আলহাজ্ব জবরুত খাঁন বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় সিআইপি নির্বাচিত হয়েছেন। তার এ সাফল্যে বঙ্গবন্ধু পরিষদ মোছাফফাহ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সমাজসেবক জবরুত খান বঙ্গবন্ধু পরিষদ মোছাফফাহ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, সহ-সভাপতি পুলক বাবু, সাংগঠনিক সম্পাদক মামুন নূর, প্রচার সম্পাদক মোঃ বেলাল ধর্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার, সদস্য আব্দুল মান্নান রাজ, আব্দুল আলিম, মোঃ শফিসহ মোছাফফাহ কমিটির সদস্যরা। এবার বাংলাদেশের ৮৫ জন সিআইপি'র মধ্যে ৩১ জন আমিরাত প্রবাসী। তাঁদের অধিকাংশই চট্টগ্রামের অধিবাসী। দেশের ৮৫ সিআইপির মধ্যে জবরুত খানসহ ৩২ জনই চট্টগ্রামের নাগরিক!

post
এনআরবি সাফল্য

চীনে বাংলাদেশির অ্যাওয়ার্ড অর্জন

কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতায় ভিডিও ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশি জাহিদ হাসান তুহিন।শিয়ান ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রেস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতা। এতে আয়োজক হিসেবে ছিল, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং চায়নায় পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি চীনের শিয়ান আর্ট মিউজিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় মালদ্বীপে চীনা রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন, চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত হাশমি এবং কাজাখস্তানের আলমাটির চীনা কনসাল জেনারেল জিয়াং ওয়েই ভিডিওর মাধ্যমে বক্তব্য দেন। এ সময় শিয়ান এবং দুনহুয়াং শহরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি সাফল্য

মিশরে এই প্রথম শুরু হলো বাংলাদেশি রেস্টুরেন্টের নতুন পদযাত্রা

এলামী মোঃ কাউসার,কায়রো, মিশর স্বাধীনতার পর থেকে মিশরের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকার অর্থনৈতিকভাবে মিশর প্রবাসীদের কাছ থেকে তেমন কোন সফলতা নিয়ে আসতে পারিনি। তবে বিগত কয়েক বছর ধরে মিশরে প্রবাসীদের যে সফলতা দেখা দিয়েছে তাতে খুব বেশি দেরি নয় যে সরকার অর্থনৈতিকভাবে লাভবান হবে না সেটা হয়তো বা খুব নিকটবর্তী। আপনারা হয়তো বা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনে থাকবেন, মিশর প্রবাসীরা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে প্রবাসে বাংলাদেশীদের মুখ উজ্জ্বল কর আসছে। তার মধ্যেই আশার বাণী ছড়িয়েছে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মোল্লাপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে আলতামাস মাহমুদ রিফা। বিগত তিন বছর হলো মিশরে আসার পরেই সে বিভিন্ন অনলাইন প্লাটফর্মসহ নিজের ইউটিউব চ্যানেলে সর্বদাই ব্যস্ত থাকতো। হঠাৎ তার মাথায় উত্তোক্তা হওয়ার স্বপ্ন জাগে! স্বপ্ন দেখা বাকি তবে সেটা বাস্তবে রূপ দিতে দেরি হয়নি তার। তাই তো সে মিশরের কায়রোতে যেখানে বাংলাদেশী ও ভারতীয় ছাত্রদের অনেক আনাগোনা সেখানে কায়রো বিশ্ববিদ্যালয়ের পাশে প্রথম ইন্দো বাংলা রেস্টুরেন্টের মাধ্যমে প্রথম বাংলা খাবারের হোটেলের মুখ দেখল প্রবাসী বাংলাদেশীরা এবং ছাত্র-ছাত্রীরা। আশ্চর্যজনক বিষয় হলো খাবার হোটেল উদ্বোধনের প্রথম দিনেই সেখানে ছিল উপচে পড়া ভিড় এবং খাবারের মান এবং মূল্য সকলের ভেতরে থাকার কারণে প্রথম দিনেই দুইটা পর্যন্ত বিক্রয় হতে থাকে। আলতামাস মাহমুদ আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক "ল" ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে ছাত্রবস্তাতেই তার এই উদ্যোক্তা হওয়ার খবরটা ছড়িয়ে পড়লে সকলেরই মনে এক আনন্দের হিল্লোল বয়ে যায় তার দেখাদেখি অনেকেই স্বপ্নবুনতে শুরু করেছে যে পড়াশোনার পাশাপাশি বিদেশের মাটিতে কিছু করা যায় কিনা। আলতামাস মাহমুদ এনআরবিসি টিভি প্রতিনিধিকে জানান যে, "আমরা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাই তবে বাংলাদেশ সরকার যদি আমাদের মাধ্যমে অথবা যে সমস্ত প্রবাসীরা এখানে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করতে ইচ্ছুক তাদের জন্য যদি কাজের অনুমতি পত্রের (ওয়ার্ক পারমিট) ব্যবস্থা করে দিতে পারে যেটা নাকি ২০১৬ সালের পরে বাতিল হয়ে গেছে বাংলাদেশীদের জন্য সেটা আবার চালু হলে আমরা প্রবাসীরা যারা ব্যবসা-বাণিজ্য করতে ইচ্ছুক তারা অনেক উপকৃত হতাম।" এদিকে প্রবাসী কমিউনিটিতে সংশ্লিষ্ট ব্যক্তি বর্গগণ মনে করেন যে অনেকদিন পর আমরা প্রবাসে হয়তোবা বাংলা খাবারের স্বাদ পাব তবে এটা চালু হওয়ায় আমরা অনেক খুশি হয়েছি, তবে প্রতিষ্ঠানটি যাতে স্থায়িত্ব হয় এতে করে প্রতিষ্ঠানটির স্বতাধিকারী যিনি তিনি যেমন লাভবান হবেন ঠিক তেমনি ভাবে প্রবাসী বাংলাদেশীরা ও অনেকভাবে উপকৃত হবে।

post
এনআরবি সাফল্য

৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে সৌদিতে নিহত দুই বাংলাদেশী

সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি কর্মীর পরিবার মোট ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাস সৌদি মুদ্রায় ক্ষতিপূরণের ওই পরিমাণ টাকা সংগ্রহ করে নিহত দুই শ্রমিকের পরিবারের মধ্যে বিতরণের জন্য প্রেরণ করেছে। কুমিল্লা জেলার বরুড়া থানার সাগর পাটোয়ারী ২০০৬ সালের ২৭ জুন দাম্মাম শহরে এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন। দীর্ঘসময় আততায়ীকে শনাক্ত করতে না পারায় যথাসময়ে মামলাটির অগ্রগতি হয়নি। ২০১৮ সালের আগস্টে দূতাবাসের শ্রমকল্যাণ প্রতিনিধি দাম্মাম দক্ষিণ থানায় পরিদর্শনকালে জানতে পারেন সেখানে একটি চুরির মামলায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরি আটক আছেন, যিনি সাগর পাটোয়ারি হত্যা মামলায় সন্দেহভাজন। সৌদি পুলিশ জানায়, প্রয়োজনীয় কাগজপত্রসহ উমরকে বিবাদী করে মামলা করলে এই বিষয়ে পুনরায় তদন্ত করা হবে। দূতাবাস এ বিষয়ে নিহত সাগরের পরিবারের সঙ্গে বাংলাদেশে যোগাযোগ করে। তাঁর পরিবার বাংলাদেশ দূতাবাসের অনুকূলে আমমোক্তারনামা দেন। এরপর দূতাবাসের প্রতিনিধি দাম্মামের আদালতে অভিযুক্ত উমরের মৃত্যুদণ্ড দাবি করে অভিযোগ দাখিল করে। বিচারে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২০২১ সালের ২৪ মার্চ এক রায়ে অভিযুক্ত উমর আল শাম্মেরির বিরুদ্ধে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। অভিযুক্তের বাবা রক্তপণ দিয়ে অর্থের বিনিময়ে মৃত্যুদণ্ডের দাবি প্রত্যাহারের আপস প্রস্তাব করেন। দূতাবাসের মধ্যস্থতায় ৫১ লাখ রিয়ালের আপস প্রস্তাবে নিহত সাগর পাটোয়ারীর ওয়ারিশরা সম্মত হন। আদালত অভিযুক্তের পরিবারের কাছ থেকে রক্তপণের চেক গ্রহণ করে মামলা চূড়ান্ত নিষ্পত্তি করেন। ২০২৩ সালের ৬ ডিসেম্বর দূতাবাসের ব্যাংক হিসাবে ৫১ লাখ রিয়াল জমা হয়। অন্যদিকে খুলনার পাইকগাছার গৃহকর্মী মোসাম্মৎ আবিরণ বেগম ২০১৯ সালের ২৪ মার্চ রিয়াদে নিয়োগকর্তার বাসভবনে গৃহকর্ত্রী আয়েশা আহমাদ সগির আল জিজানি কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ গৃহকর্ত্রী আয়েশা আল জিজানি, গৃহকর্তা বাসেম সালেম সগির এবং তাদের পুত্র ওয়ালিদ বাসেম সালেমকে গ্রেপ্তার করেন। দীর্ঘ বিচারকার্য শেষে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতের প্রধান আসামি গৃহকর্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের (কেসাস–জীবনের বিনিময়ে জীবন) এবং অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫০,০০০ সৌদি রিয়াল অর্থদণ্ড প্রদান করে মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের হলে আপিল আদালত মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিবার ও সৌদি সরকারের পক্ষ থেকে রক্তপণের বিনিময়ে আসামিকে ক্ষমা করার জন্য অনুরোধ জানানো হয়। নিহতের পরিবার সর্বোচ্চ ক্ষতিপূরণের বিনিময়ে আসামিদের ক্ষমার সম্মতি লিখিতভাবে বাংলাদেশ দূতাবাসকে জানান। দূতাবাসের সঙ্গে আলোচনায় নিহতের পরিবার ৪৮ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল রক্তপণ পরিশোধের বিনিময়ে ক্ষমা নিতে সম্মত হয়। অভিযুক্তের পরিবার আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে রক্তপণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে দূতাবাসের শ্রম শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রিয়াদের ডেপুটি গভর্নর নাবিল বিন আব্দুল্লাহ আল-তাওয়ীলর সঙ্গে সাক্ষাৎ করে ক্ষতিপূরণ আদায়ে তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। এরপর আদালত ২০২৩ সালের ১৫ মার্চ প্রধান আসামির মৃত্যুদণ্ডের রায় বাতিল করে আপস অনুযায়ী নিহত আবিরণ বেগমের বৈধ ওয়ারিশগণের নামে মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ ৪৮ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল ক্ষতিপূরণের চেক ইস্যু করেন। সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পর তা দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে দূতাবাসের মধ্যস্থতার ফলে সৌদি নাগরিকের প্রাণ বেঁচে যাওয়ায় দেশটির সরকার দুই নিহত কর্মীর পরিবারের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.