post
এনআরবি সাফল্য

কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা আনোয়ার

কানাডার টপ ব্যুরোক্রেসিতে এই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা আনোয়ার কানাডার হাউস অব কমন্স ও সিনেটের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্লার্ক অব দা সিনেট অ্যান্ড ক্লার্ক অব দা পার্লামেন্ট- এই পদে তাকে নিয়োগ দেয়া হয়েছে। ২০০৭ সাল থেকে তিনি হাউজ অব কমন্সে পার্লামেন্ট ও সিনেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করে আসছেন। কানাডার হয়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব করেছেন। ক্লার্ক অব দা সিনেট এবং ক্লার্ক অব দা পার্লামেন্ট এর কাজ হচ্ছে পুরো সংসদের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা এবং দেখভাল করা। এই নিয়োগটি হয় কানাডিয়ান  পাবলিক সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যাক্ট এর আওতায়। এ পদের সুপারিশটি আসে কেবিনেট থেকে। অর্থাৎ পুরো মন্ত্রীসভার অনুমোদনক্রমেই কাউকে নিয়োগের জন্য পাঠানো হয়। এরপর গভর্নরস ইন কাউন্সিল এই নিয়োগ দেয়। শায়লা আনোয়ারের ক্ষেত্রেও তার যোগ্যতা দক্ষতা বিবেচনা করে কেবিনেট তাকে তাকে এই পদে সুপারিশ করেছে।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শায়লা আনোয়ারের নিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, সিনেটের কর্ম প্রক্রিয়া এবং আইন প্রণয়ন সম্পর্কিত বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী শায়লা আনোয়ার কানাডার ব্যুরোক্রেসির একজন ব্যতিক্রমী কর্মকর্তা। তিনি তার মেধা, দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে কানাডার পার্লামেন্ট ব্যবস্থাকে জনগণের জন্য কার্যকর করে তুলবেন বলে আশা প্রকাশ করেন ট্রুডো। এই নিয়োগ আগামী ৬  মে, ২০২৪ থেকে কার্যকর হবে।উল্লেখ্য ঢাকার মেয়ে শায়লা আনোয়ার। তবে তিনি কানাডার অটোয়াতে বড় হয়েছেন। অটোয়ার কালর্টন ইউনিভার্সিটি থেকে তিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবং রাজনীতি বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

post
এনআরবি সাফল্য

আমিরাতে বাংলাদেশিদের সেবায় উইগো ট্রাভেলস

হবিগঞ্জ জেলার হাজী মোহাম্মদ আশরাফ আলীর ছেলে, মাওলানা মোঃ আমিন উদ্দিন।২০০৫ সালে পাড়ি জমান, সংযুক্ত আরব আমিরাতে। প্রায় ১৭ বছর একই প্রতিষ্ঠানে চাকরির পর,সিদ্ধান্ত নেন- নিজেই হয়ে উঠবেন উদ্যোক্তা। অন্যদিকে, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোঃ সামসুদ্দীনের ছেলে, মোহাম্মদ তুহিন। ২০০৮ সালে পাড়ি জমান, সংযুক্ত আরব আমিরাতে। চাকুরিরত অবস্থাতেই দীর্ঘদিনের বন্ধু, আমিন উদ্দিনের সাথে শুরু করেন, অংশীদারি ব্যবসা। চালু করেন 'উইগো ট্রাভেলস এলএলসি'। পর্যটকদের জন্য ভিজিট ভিসা,মাল্টিপল বিজনেস ভিসাসহ, সকল ভিসা প্রসেসিং করছে, উইগো ট্রাভেলস। সেই সাথে টিকেট বুকিং, লিমোজিন সার্ভিস, ওমরাহ প্যাকেজ সহ, বিভিন্ন সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। আমিরাত প্রবাসী বাংলাদেশীদের জন্য,পার্টনার ভিসা এবং রেসিডেন্টস ভিসার ব্যবস্থা করা ছাড়াও, দেয়া হচ্ছে এয়ার টিকেটে বিশেষ মূল্য ছাড়। আমিরাতের সকল প্রদেশে উইগো ট্রাভেলসের ব্রাঞ্চ তৈরির মাধ্যমে, বাংলাদেশীদের পাশে দাঁড়ানোর প্রত্যাশার কথা জানিয়েছেন, সফল এই দুইরেমিটেন্স যোদ্ধা।

post
এনআরবি সাফল্য

ওমানে বাংলাদেশি মালিকানাধীন মার্কেটের উদ্বোধন

ওমানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন আল বারাকা হাইপার মার্কেট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন স্থানীয়রা। বলা হচ্ছে, দেশটিতে এটিই মাসিরা দ্বীপে সবচেয়ে বড় হাইপার মার্কেট।ওমানে বসবাস অন্তত আট লাখ বাংলাদেশির। দেশটিতে চাকরির পাশাপাশি ব্যবসা খাতেও ব্যাপক সফলতা পাচ্ছেন বাংলাদেশিরা। ওমানে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা বাংলাদেশি আল বারাকা গ্রুপ এবার চালু করল নবমতম ব্রাঞ্চ আল বারাকা হাইপার মার্কেট।মাসিরা দ্বীপে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় হাইপার মার্কেটটির। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওমানের শেখ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্দুলওয়ালি বাওয়ান গভর্নর, মাসিরা, ওমান।শেখ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্দুলওয়ালি বাওয়ান বলেন, বাংলাদেশিরা অনেক পরিশ্রমী, কর্মঠ। তারা ওমানের প্রতিটি সেক্টরে সমানতালে অবদান রেখে চলছে। তাদের সাফল্য ঈর্ষণীয়। তাদের ভবিষ্যতের জন্য দোয়া করি। উদ্বোধনী আয়োজনে অংশ নেন অনেক বাংলাদেশি ব্যবসায়ীও। প্রতিষ্ঠানের সফলতায় প্রবাসীদের সহায়তা কামনা করেন কর্ণধার আবু ইউছুপ।

post
এনআরবি সাফল্য

আবুধাবিতে ক্লক টাওয়ার গিফট সেন্টারের যাত্রা

আমিরাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে গিফট শপের জনপ্রিয়তা। ক্রেতাদের চাহিদার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে এসকল প্রতিষ্ঠানে। এরই লক্ষ্যে আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান ক্লক টাওয়ার গিফট সেন্টার।ইলেকট্রনিকস, খেলনাপাতি, পোষাক, প্রসাধনী, গৃহস্থালি, সাজ সজ্জা ও উপহার সামগ্রীর বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করে ক্লক টাওয়ার গিফট সেন্টারটি। আবুধাবির খালিদিয়া এরিয়ায় প্রতিষ্ঠানের একমাত্র স্বত্বাধিকারী কামরুল ইসলাম ও তার সহধর্মিণী বীনা ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্ভোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, হেলাল উদ্দিন, খোরশেদ আলম রাজু, মইন উদ্দিন আহমদ, ইমরুল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমানসহ অনেকে।

post
এনআরবি সাফল্য

আবুধাবীতে অটো রিপ্যায়ারের যাত্রা শুরু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর মোছাফ্ফার ৬ নং ছানাইয়াতে গ্রীণ টেক অটো রিপ্যায়ার এলএলসির যাত্রা শুরু হয়েছে।ব্যাটারী, ইউজড পার্টস, স্পেয়ার পার্টস এবং নানান ধরনের গাড়ীর রিপ্যায়ারিং ও ওয়েল চেঞ্জিং এর সুযোগ সুবিধা নিয়ে এ দোকানের উদ্বোধন করা হয়। স্হানীয় ব্যবসায়ী মোবরাক আলী আহমদ প্রতিষ্ঠানের তিন মালিক আবদুল মোতালেব, মোহাম্মদ মিলন ও পাকিস্তানি মোহাম্মদ কাউছারকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটেক ব্যাটারীর ম্যানেজার নোভেল,সেলস ম্যানেজার মোহাম্মদ আকিব, এম এস কবির ওয়েল ট্রেডিং এর ডিরেক্টর মোতাহের করিম, আবুধাবীর কেয়ার টাইপিং এর মালিক মোহাম্মদ ইসমাইল, মাওলানা ওমর ফারুক ও সাংবাদিক এম আবদুল মান্নানসহ অনেকে।

post
এনআরবি সাফল্য

জাপানে বাংলাদেশীদের নারী দিবস উদযাপন

জাপানস্থ প্রবাসী বাংলাদেশী নারীদের সংগঠন উইমেন্স অ্যাসোসিয়েসন্স জাপানের উদ্দ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। গতকাল ছিলো সংগঠনটির ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটিকে সাজানো বিভিন্ন রঙয়ে। দেশীয় পন্য প্রদর্শনী,বাহারী স্বাদের খাবার প্রদর্শন এবং বিক্রি,সংগীত পরিবেশন ইত্যাদি মধ্য দিয়ে। আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিলো, নারীদের এ সংগঠনটিতে ব্যাপকভাবে সম্পৃক্ত করা এবং তাদের মধ্য থেকে উদ্দোক্তা তৈরী করা। পরে অ্যাসোসিয়েসন্স এর সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা জাপানস্থ রাষ্ট্রদূত এর সহধর্মিনী সাহীনা আক্তার। সংগঠনটির প্রেসিডেন্ট রোমানা সোসান জানান, ইক্যেবের সহযোগিতায় জাপানস্থ নারী উদ্দোক্তাদের নিয়ে আয়োজন করা হয়। ১৫দিন ব্যাপি অনলাইন ফেয়ার এ চলবে ১৫ রোজা পর্যন্ত ।

post
এনআরবি সাফল্য

৮ দিনে প্রবাসী আয় ৫৬২৪ কোটি টাকা

রেমিট্যান্সে ইতিবাচক সাড়া মিলছে। চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনে ৫১ কো‌টি ২৯ লাখ (৫১২.৯ মিলিয়ন) মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১১০ টাকা ধ‌রে) যার পরিমাণ ৫ হাজার ৬৪২ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি বা দুই বিলিয়ন ডলার হবে।রোববার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। তথ্যমতে, চলতি মাসের ৮ দিনে ব্যাংকিং চ্যানেলে ৫১ কো‌টি ২৯ লাখ ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫ কোটি ২৪ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯৭ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ৯০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। আর ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

post
এনআরবি সাফল্য

'স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪' পেলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ

হারুন উর রশিদ : আইটি শিক্ষায় শিক্ষামূলক উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টার প্রতি স্বীকৃতি হিসেবে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সিএফও ফারহানা হানিপ। বৃহস্পতিবার ৭ মার্চ রাজধানীর হোটেল শেরাটনে জমকালো অনুষ্ঠানে বাংলাদেশি নারী উদ্যোক্তা পেশাজীবী নারীদের সম্মাননা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।ফারহানা হানিপ এসময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে সম্মাননা গ্রহন করেন মাকসুদা বেগম শিরীন।ঢাকার কেরানীগঞ্জে বেড়ে উঠা ফারহানা হানিফ বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফারহানা হানিপ পরিবারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের স্ট্রেয়ার ইউনিভার্সিটি থেকে ডাবল ব্যাচেলর ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বর্তমানে এমবিএ, মাস্টার্স ইন লিডারশীপ ম্যানেজমেন্টে পড়ছেন তিনি।যুক্তরাষ্ট্রের সর্বোৎকৃষ্ট আইটি কোম্পানিতে দীর্ঘ ২০ বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে পিপলএনটেক যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া ও বাংলাদেশ অফিসের স্বত্বাধিকারী ও প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সার্বক্ষণিক নজর রাখছেন তিনি।এছাড়াও যুক্তরাষ্ট্রের পাবলিক সেক্টর ও গভমেন্ট সেক্টর নিয়ে কাজের পাশাপাশি ওয়াশিংটন ডিসিতে উইমেন ইমপ্যাক্ট ইন পাবলিক পলিসি (ডব্লিউআইপিপি) সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন তিনি।বর্তমানে ফারহানা হানিপের স্বপ্ন ঢাকা জেলা ১ ও ২ এলাকার বেকার যুবকদের আইটি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তোলা। ঢাকা সহ গ্রামের প্রত্যন্ত এলাকার যুবকদের যেন বিশ্বের অন্য কোন দেশে গিয়ে অড জব করতে না হয়, তাদের স্কিল ডেভলপমেন্ট করার জন্য পিপলএনটেক সর্বদা তাদের পাশে থাকবে এবং আইটি শিক্ষায় শিক্ষিত করে তুলে চাকুরির ব্যবস্থা করার লক্ষ ফারহানা হানিপের।পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানায় ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠা করেন পিপলএনটেকের নির্বাহী প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ। ঐ বিশ্ববিদ্যালয়ের প্রধান অর্থ কর্মকর্তা হিসাবে দায়িত্বে রয়েছেন ফারহানা হানিপ।

post
এনআরবি সাফল্য

২০০ জন স্বপ্নজয়ী নারীদের সম্মাননা প্রদান করলো অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন

নারী দিবসে স্বপ্নজয়ী নারীদের যৌথভাবে সম্মাননা প্রদান করেছে অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন।ঐতিহাসিক ৭ মার্চের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ’-এর তাৎপর্য তুলে ধরতে এবং আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ৭ মার্চ রাজধানীর হোটেল শেরাটনে জমকালো অনুষ্ঠানে দেশ বিদেশে কর্মরত পাঁচশত বাংলাদেশি নারী উদ্যোক্তা পেশাজীবী অংশ নেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে দেশে ও বিদেশে কর্মরত ১০০ জন বাংলাদেশি নারী উদ্যোক্তা ও ১০০ জন নারী পেশাজীবীর সফলতার কথা নিয়ে বিজনেস আমেরিকা ম্যাগাজিনের দু’টি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। একইসঙ্গে ব্যবসা ও বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের মধ্য থেকে বিচারদের মাধ্যমে নির্বাচিত নারীদের ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ দেয়া হয়।এছাড়াও সফল নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের সফলতার কথা এবং আগামীদিনে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদের তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ বিষয়ে দুইটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত বিশিষ্ট নারী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমন্বয়কের ভূমিকা পালন করেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার। উল্লেখ্য, অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন উভয়ের দীর্ঘ পথচলায় দেশে ও বিদেশে সফল ব্যবসায়ী ও পেশাজীবীদের তুলে ধরা এবং সম্মাননা জানানোর জন্য নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। এরই অংশ হিসেবে ২২ থেকে ২৪ ডিসেম্বর ২০২৩ দুবাইতে গ্লোবাল বিজনেস কনফারেন্স ২০২৩ আয়োজন করে। এই অনুষ্ঠানে ২৫টি দেশের প্রায় ৫০০ জনের বেশি সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবী অংশ নেন।

post
এনআরবি সাফল্য

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেলেন ফাওজিয়া করিম

শান্তি, মানবাধিকার ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ অ্যাওয়ার্ড পেয়েছেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও ফার্স্টলেডি জিল বাইডেন আনুষ্ঠানিকভাবে ফাওজিয়াসহ আরও ১১ নারীর হাতে এই পুরস্কার তুলে দেন।এ বছর বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, বেলারুশ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মিয়ানমার, কিউবা, ইকুয়েডর, গাম্বিয়া, ইরান, জাপান, মরক্কো, নিকারাগুয়া ও উগান্ডার নারীরা এ পুরস্কার পেয়েছেন। তিন দশকের বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম। তিনি ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্ল্যাড) চেয়ারম্যান। তাছাড়া পোশাক শ্রমিকদের পক্ষে অধিকার আদায়ে মালিকপক্ষের বিরুদ্ধে একাই প্রায় তিন হাজার মামলা করেছেন। তিনি বাংলাদেশ ইনডিপেনডেন্ট গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠা এবং ডমেস্টিকস ওয়ার্কার্স গাইডলাইনস তৈরিতে অবদান রেখেছেন। ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফাওজিয়া বাংলাদেশ উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এসিড সার্ভাইভরস ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের সদস্য। যৌন হয়রানির মামলা পর্যালোচনা এবং পরামর্শ দেওয়ার জন্য ২০২৩ সালের নভেম্বর মাসে তাকে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য নির্বাচিত করে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.