সহজ শর্তে ঋণের কথা বললেও তা অধরা
বিশ্ব দরবারে দুর্বার গতিতে এগিয়ে চলছে লাল-সবুজের বাংলাদেশ। আর এই, সফলতার নেপথ্যের কারিগর,প্রবাসী বাংলাদেশিরা। আবার এই, রেমিট্যান্স যোদ্ধারাই গড়ে তুলছেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পটভূমি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমশক্তি রপ্তানিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। তাই প্রবাসগামীদের জন্য ঋণ থেকে শুরু করে, সকল ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধার নির্দেশনাও। তবে এই আদেশ শুধু খাতা-কলমেই সিমাবদ্ধ। এদিকে প্রবাস ফেরত বাংলাদেশিদের সহজ শর্তে ঋণ দেয়ার মাধ্যমে পুনর্বাসনের নির্দেশনা রয়েছে। তবে এ বিষয়েও অধিকার বঞ্চিত হচ্ছেন সাধারণ নাগরিকেরা, জানিয়েছেন দেশটির প্রবাসী বাংলাদেশি সাংবাদিক কাজি শামীম। এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে নির্ধারিত আইনের বাহিরে নিজস্ব নিয়ম কার্যকরের অভিযোগও করেছেন কোন কোন প্রবাসী। বিদেশগামী ও প্রবাসীদের সুবিধার জন্য ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় প্রবাসী কল্যান ব্যাংক। তবে প্রবাসীদের অভিযোগ, নাম মাত্র সুদে ঋণ দেয়ার কথা থাকলেও সেটা অধরাই রয়েছে এখনো।