দক্ষিণ আফ্রিকায় লরির ধাক্কায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় লরির ধাক্কায় মোশারফ হোসেন মিলন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রবাসীরা জানান,দক্ষিণ আফ্রিকার মিউল্যান্ড তুর্কি মসজিদে মাহফিলে অংশগ্রহণ শেষে ফেরার পথে মারাত্মক আহত হন মোশারফ হোসেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়িতে থাকা অপর দুজনও আহত হয়েছেন। মোশারফ হোসেন ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যান। দেশটিতে তার নিজস্ব দুটি দোকান রয়েছে। পাঁচ মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে গেছেন। এখন তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা মরদেহ দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন।