উপমহাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী রুনা লায়লা। কয়েক যুগ ধরে তার সংগীতের সঙ্গে পথ চলা। ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। যার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সংগীতের জীবন্ত কিংবদন্তি।
এবারের ঈদকে সামনে রেখে ভক্তদের জন্য থাকছে রুনা লায়লার চমক। ঝুলিতে থাকা নতুন গান শুনিয়ে মনোরঞ্জন করবেন ভক্তদের। শুধু গানই নয়, শ্রোতাদের সঙ্গে গল্প-আড্ডাতেও আসর জমাবেন তিনি।
রুনা লায়লার নতুন এই আয়োজনটি প্রচার হবে বাংলাদেশ বেতারে। সেখানে খ্যাতিমান এই শিল্পীর নতুন গানসহ একটি সাক্ষাৎকারের ও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির শিরোনাম, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’।
নতুন এই গানটি লিখেছেন জীবন্ত কিংবদন্তি গীতিকার রফিক উজ্জামান, সুর করেছেন মো. সাদেক আলী। এরই মধ্যে বাংলাদেশ বেতারে এর রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে গানের পাশাপাশি সংগীতের দীর্ঘ জার্নি নিয়েই কথা বলবেন এই শিল্পী।
রুনা লায়লার নতুন গান ও সাক্ষাৎকারটি প্রচারিত হবে বাংলাদেশ বেতারে, ঈদের দিন বেলা ১১টায়। বাংলাদেশ বেতার মুঠোফোন অ্যাপেও অনুষ্ঠানটি শোনা যাবে।