অনুষ্ঠান

ইতালিতে ২৫তম বৈশাখী মেলা অনুষ্ঠিত

post-img

ইতালির রাজধানী রোমে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ২৫ তম বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিন দিনব্যাপী বৈশাখী মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে মেলা উদযাপন পরিষদ। পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সদস্য সচিব মোঃ ইসরাফিল বারির পরিচালনায় সংবাদ সম্মেলনে জানানো হয়, রোমের লার্গো প্রেনেসতের সাথে ভিয়া লাতিনো সিলভিওতে ১৯, ২০ ও ২১ জুলাই এবারের মেলা আয়োজন করা হয়েছে। মেলায় প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাবিব চৌধুরী, সমন্বয়কারী সাইফুল ইসলাম বেপারী, আতিকুর রহমান রাসেল, পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন রনি ও সার্বিক তত্ত্বাবধানে থাকা মনজুর আহমেদ মঞ্জুসহ মেলা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.