যুক্তরাজ্য উদীচীর উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব। সংগঠনটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি রাষ্ট্রদূত হযরত আলী খান, কাউন্সিলর সাইফউদ্দিন খালেদ, কাউন্সিলর রহিমা রহমান ও কাউন্সিলর কামরুল হোসেন। এতে উপস্থিত ছিলেন, বার্কিং এবং ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়ের কাউন্সিলর মঈন কাদির। দিনব্যাপি এ উৎসবে রকমারি ষ্টল ছাড়াও ছিলো, উদীচী স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। উদীচী এবং বিলেতের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায়, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়।