স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাংলার মেলা-২০২৪। প্রতি বছরের মতো এবারও এসোসিয়েশন কুলতুরাল উমানিতেরিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার উদ্যোগে প্লাজা মাকবায় এ আয়োজন করা হয়। এতে বাদালোনা ও সান্তাকলমাসহ বিভিন্ন যায়গা থেকে বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক আর সাজ-সজ্জ্বায় মেলায় হাজির হন নারীরা। এতে প্রধান আকর্ষণ ছিলো, কণ্ঠশিল্পী আসিফ আকবরের গান পরিবেশন। এর আগে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ, বার্সেলোনার বাংলাদেশি কাউন্সিলর রামন পেদ্রো বেরনাউস, আয়োজক সংগঠনের সভাপতি আলাউদ্দিন হক নেসা ও প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী মেলার উদ্বোধন করেন।