অনুষ্ঠান

যুক্তরাজ্যে সাহিত্য উৎসব উপলক্ষ্যে পরামর্শ সভা

post-img

যুক্তরাজ্যে আসন্ন দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ময়নূর রহমান বাবুল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ। পরামর্শ সভায় বিপুল সংখ্যক কবি লেখক, সাংবাদিক , শিক্ষানুরাগী ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন। আসন্ন বইমেলাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন - দেওয়ান গৌস সুলতান, রাজিব আহমেদ, হামিদ মোহাম্মদ, কাজল রশিদ, এ কে আজাদ ছোটন, ফারুক আহমেদ, ইকবাল হোসেন বুলবুল ও স্মৃতি আজাদসহ আরো অনেকে। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর লন্ডনের মাইল এন্ড পার্কের দ্যা আর্ট প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.