কাতারে প্রবাসী শ্রমিকদের জন্যে ‘হিট স্ট্রোক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তীব্র গরমে শ্রমিকদের করনীয় সম্পর্কে জানাতে এ আয়োজন করে বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার এসোসিয়েশন।
বাংলাদেশ দূতাবাস, কাতারের শ্রম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিটি, বি ডাব্লিউ আই এবং বাংলাদেশ কমিউনিটি কাতারের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার এসোসিয়েশন কাতার এর সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এতে প্রধান অতিথি ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা নাসের আল ইমাদি, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি কুসাই মোহাম্মদ আলীশেহ, জাতীয় মানবাধিকার কমিটির প্রতিনিধি রমজান আলী, বি ডাব্লিউ আই প্রধান মার্কো পলো,বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার তন্ময় ইসলাম ও বিসিকিউর সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল। কর্মশলায় বাংলাদেশ, কেনিয়া, ফিলিপিন ও নেপালসহ বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ নেন।