প্রবাসের একঘেয়েমিতা দূর করা ও বাংলাদেশিদের মাঝে পারষ্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে সামাজিক-সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানের জুড়ি মেলা ভার। আমিরাতের রাজধানী আবুধাবির হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হলো এমনই এক বিবাহত্তোর অনুষ্ঠান।
অনুষ্ঠানটির আয়োজন করেন বিএনপি নেতা ও প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিম। তার জ্যেষ্ঠ পুত্র প্রকৌশলী তানভির ও ব্যবসায়ী সাইফুল্লাহর কন্যা ডাঃ সামিরার এ বিবাহত্তোর সংবর্ধনা পরিনত হয় প্রবাসীদের মিলনমেলায়। এতে অংশ নেন, কেন্দ্রীয় বিএনপি নেতাসহ ইউএই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ ও প্রবাসী কল্যান পরিষদের নেতৃবৃন্দসহ অনেকে। এ আয়োজনের প্রশংসা করেন আগত বিদেশী নাগরিকরেও। অনুষ্ঠান তত্ত্বাবধান করেন, মোহাম্মদ দিদারুল আলম, সাখাওয়াত হোসেন বকুল, খোরশেদ তালুকদার, মোহাম্মদ আজিম উদ্দিন ও মোহাম্মদ নাজিম উদ্দিনসহ অনেকে।