ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সংগঠন, ‘বন্ধু মহল প্যারিস’ এর উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী প্যারিস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূর প্লাজ দো হোলগেট সমুদ্র সৈকতে এই আনন্দ ভ্রমণ করা হয়।
প্যারিসের লা সাপেল থেকে সকাল ৮ টায় যাত্রা শুরু হয়ে সৈকতে পৌঁছায় দুপুর একটায়। সেখানে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন প্রবাসীরা। পরে বিকেলে সমুদ্র পাড়ে বিভিন্ন ইভেন্টে আয়োজন করা হয়। এর মধ্যে ছিল, ছেলেদের ফুটবল দিয়ে বোতল টার্গেট করা, মহিলাদের বালিশ খেলা ও শিশুদের দৌড় খেলাসহ বিশেষ আকর্ষণ ছিলো র্যাফেল ড্র। এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। প্রবাসের মাটিতে কর্মব্যস্ততার মাঝেও এমন আয়োজনে খুশি রেমিটেন্সযোদ্ধারা।