post
এনআরবি বিশ্ব

এমসি টিভির আনুষ্ঠানিক যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটির চাহিদা মেটাতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে এমসি টেলিভিশন। প্রবাসে মুসলিম সম্প্রদায় ও ইসলামের খেদমতে কাজ করবে এমন ঘোষণা দিয়ে দু’মাস আগে যাত্রা শুরু করে টেলিভিশনটি। তবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে গত ৮ মার্চ।  পবিত্র রমজানে ‘সত্যের সন্ধানে আল কোরআন' এ শিরোনামে নতুন একটি অনুষ্ঠানমালা শুরু করছে এমসি টেলিভিশন। এ উপলক্ষে গত ৮ মার্চ তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এমসি টেলিভিশনের চেয়ারম্যান কাজী শামসুল হক ও সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক ফকির সেলিম। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী মুসলিম কমিউনিটির নেতারা বলেন, যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটির জন্য একটি ভালো মানের টেলিভিশনের প্রয়োজন। আর এ চাহিদা মেটাতে সক্ষম হবে এমসি টেলিভিশন। তারা বলেন, পৃথিবীতে সব প্রযুক্তিকেই ভালো কাজে ব্যবহার করা যায়। আধুনিক যুগে নতুন নতুন প্রযুক্তিকে ইসলামের খেদমতে ব্যবহার করুন। প্রতিটি জিনিসকে ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার মন্দ কাজেও ব্যবহার করা যায়। দোষ কিন্তু জিনিসের বা প্রযুক্তির নয়। বরং এখানে ব্যবহারকারী মূলত দায়ী। আমরাও যদি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে তা হবে ইসলাম ও মুসলিমদের জন্য কল্যাণকর।এমসি টেলিভিশনের কর্মকর্তারা বলেন, আমরা ইসলামিক অনুষ্ঠানের পাশাপাশি প্রবাসীদের সংবাদসহ সব ধরনের অনুষ্ঠান প্রচার করব। সংবাদমাধ্যমে ‘হলুদ সাংবাদিকতার’ যে প্রবাদ রয়েছে এমন দিন আসবে সেদিন এ শব্দটিও মুছে যাবে।সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এমসি টেলিভিশনের চেয়ারম্যান কাজী শামসুল হক, নির্বাহী পরিচালক ফকির সেলিম, প্রেসিডেন্ট ও সিইও আব্দুর রব চৌধুরী মিরন, বাণিজ্যিক পরিচালক ফারহানা চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, নার্গিস আহমেদ, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, দ্য অপটিমিস্টের প্রেসিডেন্ট মিনহাজ আহমেদ শাম্মু, জয়নাল আবেদীন, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, আকবর হায়দার কিরন, রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, আলমগীর খান আলম, মাকসুদুল চৌধুরী, আবুল কাশেম, মেহের চৌধুরী, আবিদ রহমান, জাসির, মীর্জা প্রপেল, আব্দুস সাত্তার, এম মুজিব, জাহিদ রহমান, রিজু আহমেদ, সাজ্জাদ হোসেন ও রাজিব প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

টাইমস স্কয়ারে হাজারো মুসল্লির তারাবির নামাজ আদায়

গত বছরের ন্যায় এবারও নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মুসল্লি তারাবির নামাজ আদায় করেছেন। গত রোববার নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে রমজানের প্রথম তারাবির নামাজ পড়তে মুসলমানরা সমবেত হন। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসল্লিদের কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। এছাড়া সারা বিশ্বে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কয়ারে তারাবির নামাজে নারীরাও অংশ নেন। এতে ইমামতি করেন ফরাজ হাসান।সিটি অব দ্য ওয়ার্ল্ডে টানা দ্বিতীয় বছরের মতো এমন আয়োজনের উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমের মুসলিম ইনফ্লুয়েন্সার এসকিউ। সহযোগিতায় ছিল মুসলিমস গিভিং ব্যাক ও ড্রপলেটস অব মার্সি। এ সময় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করে নিউ ইয়র্ক পুলিশ। টাইমস স্কয়ারে তারাবির জামায়াত শেষে এক মুসল্লি বলেন, সংযম, দান, প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান পালন করা হয়। কুরআন তিলাওয়াত ও তরজমার মধ্য দিয়ে সে বিষয়টি প্রচার করতে চেয়েছি আমরা। তারাবির নামাজকে কেন্দ্র করে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাইমস স্কয়ার। সুশৃঙ্খলভাবে জামায়াত আদায় করা হয় মাগরিবের নামাজও। বহু অমুসলিমও হাজির হন এ আয়োজন দেখতে। নামাজ পড়তে যাওয়া একজন মুসল্লি বলেন, ইসলাম নিয়ে অনেকের মাঝে ভীতি আছে। উগ্র মানুষ সব ধর্মেই আছে। সেই অল্প সংখ্যক মানুষ কখনই সংখ্যাগরিষ্ঠের চরিত্র হিসেবে বিবেচিত হতে পারে না।

post
এনআরবি বিশ্ব

জাতির জনকের জন্মদিনে নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ

‘ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে স্মার্ট বাংলাদেশ রচনার প্রত্যাশা পূরণের পর সুখ-সমুদ্ধশালী বাংলাদেশ রচিত হলেই জনকের আত্মা শান্তি পাবে এবং জনকের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে’-এমন অভিমত পোষণ করা হয় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৫তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ থেকে। ১৭ মার্চ নিউইয়র্ক সিটির ওজোনপার্কে রাধুনি রেস্টুরেন্টের পার্টি হলে ‘স্মরণ পরম শ্রদ্ধা আর গভীর মমতায়’ শীর্ষক এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং সঞ্চালনা করেন কম্যুনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন কম্যুনিটি লিডার ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধান রেজাউল বারি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরউল্লাহ।এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের একাত্তরের স্মৃতিচারণী ডক্যুমেন্টারি রিলিজের ঘোষণা দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প’ নামক ভিডিও চিত্রটি উৎসর্গ করা হলো জাতিরজনকের প্রতি। একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জনকের ডাকে। সেই তাড়নায় এই ভিডিও ডক্যুমেন্টারিটির সমস্ত কৃতিত্ব তাঁরই প্রাপ্য।’ উল্লেখ্য, ৭০ মিনিট ৫৪ সেকেন্ডের ডক্যুমেন্টারিতে ২৭ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ রয়েছে। সেটি এখন ইউটিউব এবং ফেসবুকে দেখা যাচ্ছে।সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল কাদের মিয়া বলেন, সততা ও নিষ্ঠার সাথে সকলে যদি বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করে কাজ করি তাহলে সেটি হবে নেতার প্রতি সম্মান জানানোর উত্তম উপায়। ইতিমধ্যেই তা দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে উন্নয়ন-অভিযাত্রায় বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করায়। আশা করি সামনের দিনগুলোতেও রাজনীতি-সমাজনীতি-প্রশাসনের সর্বত্র অনিয়ম ও দুর্নীতি মুক্ত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা সহজ হবে।সমাবেশে বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরো ছিলেন আবুল বাশার চুন্নু, শামসুল আলম চৌধুরী, গুলজার হোসেন, হেলাল মজিদ, হাবিব রহমান প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের সভাপতি সায়েদুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পারভেজ, আরিফুল ইসলাম, মাস্টার হুমায়ূন কবীর, রেদওয়ান বারি, লিটন চৌধুরী, আসাদুল হক কামাল, ওসমান চৌধুরী, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন মুরাদ, মোহাম্মদ আক্রাম, আশরাফ আলী খান লিটন, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট আবুল মহসিন, হাসিবুর রহমান, হৃদয়, মামুন, আফসার প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে হালাল খাদ্য বিতরণ

পবিত্র রমজান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হালাল খাদ্য বিতরণ করছে সেইভ দ্যা পিপলস নামের একটি সাহায্য সংস্থা।ইউএমআর এবং সেইভ দ্যা পিপলস যৌথভাবে নিউইয়র্কের জ্যামাইকায় এ আয়োজন করে। এসময়ে স্থানীয় বিভিন্ন সমাজসেবী প্রবাসীরা উপস্থিত ছিলেন। সেইভ দ্যা পিপলস এর প্রেসিডেন্ট শহিদুল্লাহ জানান, প্রায় ২ শতাধিক পরিবারের কাছে হালাল খাবার পৌছে দেয়া হয় এ কার্যক্রমের মাধ্যমে। এসময়ে নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ আয়োজন শুধু খাদ্য বিতরণই না সামাজিক সম্প্রীতিকে আরো বৃদ্ধি করবে বলে মনে করেন আয়োজকরা।

post
এনআরবি বিশ্ব

মার্কিনিদের মতো দুর্নীতি মুক্ত রাজনীতি করতে চান ব্যারিস্টার সুমন

মার্কিন রাজনীতিবিদদের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতি করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দেওয়া নাগরিক গণ সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।ব্যারিস্টার সুমন বলেন, একজন তিনশ কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছিলেন। দুই বছর মামলা চালিয়ে আমি গতকাল উচ্চ আদালত থেকে রায় পেয়েছি এই তিনশ কোটি টাকার সম্পত্তি এখন বাংলাদেশ সরকার পাবে। এর দুইমাস আগে হোটেল শেরাটন নির্মাণের জন্য নুর আলীর বোরাক রিয়েল এস্টেট নামের প্রতিষ্ঠান ১৪ বছর ধরে সাতশ কোটি টাকা আটকিয়ে রেখেছিলেন। আমি মামলা করার পর বাধ্য হয়ে তারা সেই সাতশ কোটি টাকা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছেন। আপনি বাংলাদেশের মতো একটি যদি দেশকে যদি ১ হাজার কোটি টাকা দিতে পারেন তাহলে স্বাভাবিক ভাবেই সরকারের কাছ থেকে একটি পুরস্কার আশা করতেই পারেন। কিন্তু আমার ১৪ বছরের কর্মকাণ্ডে পুরস্কার তো দূরের কথা ভালোভাবে স্বীকৃতিটুকুও পাইনি। তিনি বলেন, মানুষ যেখানে সম্মান দেয় না সেখানে সম্মান দেয় স্বয়ং বিধাতা। এটার প্রমাণ দিয়েছে আমার এলাকার মানুষ। একজন রানিং মিনিস্টারের বিরুদ্ধে আমাকে ১ লাখ ভোটে পাশ করিয়েছে এলাকার ভোটাররা। ব্যারিস্টার সুমন দুঃখ প্রকাশ করে বলেন, সারাজীবন ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ করেছি তবুও আমি এখনও স্বতন্ত্র। স্বতন্ত্র হিসেবেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার দলের লোকেরাই এখন বলেন ‘আরে ও তো স্বতন্ত্র’। তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য দুই মাসে ২৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। গত ৫০ বছরে কোনো এমপি জনগণকে বলেননি ২০ কোটি বা ২৯ কোটি টাকা পেয়েছেন। ব্যারিস্টার সুমন বলেন, আমি যেটা বরাদ্দ পেয়েছি এটা তো আমার বাপের টাকা না। এটা আমার এলাকার সাড়ে ৬ লাখ মানুষের টাকা। মানুষ তখনই টাকার কথা লুকায়, যখন টাকা মারার ধান্দা থাকে। তিনি মার্কিন রাজনীতিবিদদের উদাহরণ টেনে জানান, সেখানে কোনো তহবিল তছরুপের ঘটনা থাকলে তারা পদত্যাগ করেন। এছাড়া তিনি মার্কিনীদের মতো আন্তর্জাতিক মানের রাজনীতি করে দৃষ্টান্ত স্থাপন করতে চান। মইনুল ইসলামের সঞ্চালনায় ওই সংবর্ধনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, এম এ আজিজ, অ্যাটর্নি ব্রুস ফিসার, মিজানুর রহমান শেফাজ, হেলাল চৌধুরী ও এম উদ্দিন আলমগীর প্রমুখ। 

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন ব্যারিস্টার সুমন!

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য পাওয়া গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বলেছেন, জন্ম-মৃত্যু সব এলাকার মানুষের সঙ্গেই বাধা তার।অন্যায়, অবিচার ও অসঙ্গতির বিরুদ্ধে লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলে বার্তা দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: ভিডিও থেকে নেয়া অন্যায়, অবিচার ও অসঙ্গতির বিরুদ্ধে লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলে বার্তা দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন ব্যারিস্টার সুমন। স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) তার সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। ওই পার্টিতে উপস্থিত হয়েই এসব কথা বলেন ব্যারিস্টার সুমন। এসময় যেকোনো অন্যায়, অবিচার, অসঙ্গতির বিরুদ্ধে তার লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলেও বার্তা দেন এ সাংসদ।ইফতারের আগে প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দেন সুমন। জানান, এ দফায় তার যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্য দেশটির গ্রিনকার্ড ফিরিয়ে দেয়া। জনপ্রতিনিধিদের অন্য কোনো দেশে ‘সেকেন্ড হোম’ কিংবা ‘সেইফ এক্সিট’ নেয়ার সুযোগ নেই বলেও জানান স্পষ্টবাদী হিসেবে পরিচিত এ নেতা। এদিন ব্যারিস্টার সুমন দৃঢ়তার সঙ্গে বলেন, অন্যায়-অবিচার কিংবা কোনো অসঙ্গতি দেখলে আগের মতোই প্রতিবাদ চালিয়ে যাবেন তিনি। সংসদেও তুলে ধরবেন নিজের অবস্থান।ওই ইফতার পার্টিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এন মজুমদার, নূরুল আজিমসহ আরও অনেকে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে ৭ হাজার বাংলাদেশীর সম্মানে ইফতার

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৭ হাজার প্রবাসী বাংলাদেশীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারের আয়োজন করেন দেশটির বাংলাদেশী প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোঃ মাহাতাবুর রহমান নাসির। আজমানের আল হারামাইন গ্রুপের নিজস্ব ভবনে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মুনিরা রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো.মহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এছাড়াও এতে আমিরাতের ব্যবসায়ী, শিল্পপতি, কমিউনিটি নেতৃবৃন্দসহ দেশটির বেশ কিছু রয়েল পরিবারও উপস্থিত ছিলেন। বিশাল এ আয়োজনের নিরাপত্তায় ছিলো আজমানের স্থানীয় প্রশাসন। এসময় বিশ্ব মুসলিম উম্মাহ জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।

post
এনআরবি বিশ্ব

প্যারিসে এফবিএ’র সদস্য ফরম উন্মোচন

ফ্রান্স বাংলা এসোসিয়েশন-এফবিএ’র সদস্য নিবন্ধন ফরম এর মোড়ক উন্মোচন করা হয়েছে। প্যারিসের শাহ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। তোফায়েল আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ওবায়দ উল্লাহ জুয়েল। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি সাত্তার আলী সুমন এবং প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলী ভুট্টো, নাশির উদ্দিন ভূঁইয়া, মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম সুমন, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসান,প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম তোরাব, ক্রীড়া সম্পাদক আলিফ ইয়াবিন পারভেজসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ (১৯) নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই তরুণ পুলিশ সদস্যদের দিকে এক জোড়া কাঁচি নিয়ে তেড়ে গেলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় গতকাল বুধবার কুইন্সের নিজেদের বাসায় এ ঘটনা ঘটে। এর আগে মানসিক যন্ত্রণায় ভোগা ওই তরুণ ৯১১ নম্বরে ফোন করে সহায়তা চান। পরে তাঁর বাসায় যান পুলিশ সদস্যরা।  ঘটনাটি নিয়ে পুলিশি বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছেন নিহত বাংলাদেশি তরুণের ভাই। তিনি বলেন, ঘটনার সময় তাঁদের মা ছেলেকে বাধা দিচ্ছিলেন। তখন পুলিশের গুলি করার মতো কোনো পরিস্থিতি ছিল না। গুলিবিদ্ধ হওয়ার কিছু পরই উইন রোজারিও নামের ওই তরুণকে মৃত ঘোষণা করা হয়। বুধবার বেলা ১টা ৪৫মিনিটের দিকে ওজন পার্কের ১০৩ নম্বর স্ট্রিটে তাঁদের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ। পুলিশ কর্মকর্তা জন চেল এক সংবাদ সম্মেলনে বলেন, মানসিক যন্ত্রণায় থাকা ওই তরুণের ব্যাপারে ৯১১ নম্বরে ফোনকল পেয়ে দুই পুলিশ সদস্য ওই বাসায় যান। সেখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, বিশৃঙ্খলা ও বিপজ্জনক হয়ে ওঠে। পুলিশের ধারণা, রোজারিও নিজেই ওই নম্বরে কল করেছিলেন। জন চেল বলেন, বাসায় গিয়ে পুলিশ সদস্যরা রোজারিওকে হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি একটি ড্রয়ার থেকে জোড়া কাঁচি বের করে পুলিশের দিকে আসেন। তখন দুই পুলিশ সদস্যই গুলি ছুড়ে তাঁকে বশে আনেন। এর আগে তাঁর মা তাঁকে সহায়তা করতে এগিয়ে এসেছিলেন। ওই মুহূর্তে আত্মরক্ষার্থে পুলিশের গুলি ছোড়া ছাড়া কোনো বিকল্প ছিল না বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা চেল। তবে রোজারিওকে কতটি গুলি করা হয়, সে বিষয়ে তিনি কিছু বলেননি। পরিবার অবশ্য বলেছে, তাঁকে ছয়টি গুলি করা হয়। পুরো ঘটনার দৃশ্য পুলিশ সদস্যদের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে জানান জন চেল। তবে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ওই ঘটনা নিয়ে এক সাক্ষাৎকারে রোজারিওর ছোট ভাই উশতো রোজারিও (১৭) পুলিশি ভাষ্যের ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। সে বলেছে, গুলি ছোড়ার আগে পুরোটা সময় তার মা ভাইকে জাপটে ধরে রেখেছিলেন। এমনকি ভাইকে ধরা রাখা অবস্থায়ই গুলি ছোড়ে পুলিশ। এই গুলি ছোড়ার কোনো প্রয়োজন ছিল না। এ নিয়ে গত দুই মাসে নিউইয়র্কে পুলিশের গুলিতে তিনজন নিহত হলেন। নিহত উইন রোজারিওর বাবা ফ্রান্সিস রোজারিও বলেন, ১০ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন তাঁরা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল উইনের

post
এনআরবি বিশ্ব

আমিরাতে গ্রাফিক্যাল টাওয়ার কোম্পানীর ইফতার

আমিরাতে গ্রাফিক্যাল টাওয়ার জেনারেল মেন্টেইন্যান্স কোম্পানীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আবুধাবির শিল্পনগরী মুসাফফার মুক্তামনি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। কোম্পানির স্বত্বাধিকারী ও পরিচালক মোহাম্মদ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সালাউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী সামির মোহাম্মদ তাওফুর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, ব্যবসায়ী তৌহিদুল আলম , ইকরামুল হক সাইফু এবং মোহাম্মদ মঞ্জু। এসময় বক্তব্য রাখেন দিদারুল আলম বাবু, মোহাম্মদ আনাস, কোম্পানির আল আইন প্রতিনিধি জাকের আহমেদ এবং দুবাই- রাস আল খাইমা প্রতিনিধি মোহাম্মদ আব্বাস। মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মোহাম্মদ নাছের লিটন, মোহাম্মদ আলম এবং মোহাম্মদ আজম সহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.