বাংলাদেশ

রাজধানীতে ট্যুরিষ্ট পুলিশ ও ট্রাভেল এজেন্সি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

post-img

হারুন উর রশিদ (এনআরবিসি টিভি)- বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশ ও ট্রাভেল এজেন্সি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এর যৌথ উদ্যোগে টুরিজম সেক্টরের উন্নতি, সুযোগ সুবিধা ও সমস্যা নিরসনে একসাথে কাজ করার লক্ষ্যে দেশের বিভিন্ন ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল। 

মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেলের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপানা পরিচালক আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের প্রধান, উপ মহাপরিদর্শক মো: আবু কালাম সিদ্দিক।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে টুরিস্ট পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন। অসাধু টুরিস্টদের পর্যটনের নামে মাদক পাচার, পর্যটন কেন্দ্রগুলোতে ফটোগ্রাফারদের প্রতারণা, মাছ বিক্রেতাদের পচা মাছ বিক্রির অভিনব প্রতারণার বিষয় উঠে আসে। 

জবাবে প্রধান অতিথি আবু কালাম সিদ্দিক বলেন, 'ইতোমধ্যে টুরিস্ট পুলিশ কাজ করছে। পর্যটন কেন্দ্রগুলোতে হাই ভোল্টেজ সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। এছাড়াও টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বারে যোগাযোগ করে সর্বোচ্চ সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকেরা যেন নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারে একজন্য ট্যুরিষ্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মোঃ নাঈমুল হক, বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের আইন ও মিডিয়া বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা,  ট্যুরিষ্ট পুলিশ হেডকোয়ার্টারের সহকারী পুলিশ সুপার নাদিয়া ফারজানা, ট্যুরিষ্ট পুলিশ ঢাকা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোমেনা আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা।

সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। 

নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর বলেন, "টুরিষ্ট পুলিশ ও স্টেকহোল্ডার নিয়ে মতবিনিময় সভার মূল উদ্যেশ্য হলো আমরা যারা ট্যুরিজম নিয়ে কাজ করি তারা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই মিলে একটা প্লাটফর্মে থাকলে যে কোন সমস্যা দ্রুতই সমাধান করা যায়। পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের সাথে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই বিষয় গুলো নিয়ে ট্যুরিষ্ট পুলিশের সাথে আমাদের আলোচনা। এতে করে পর্যটকেরা পর্যটনে উদ্বুদ্ধ হবে। বিভিন্ন স্টেকহোল্ডার নিয়ে একতাবদ্ধ ভাবে কাজ করবে নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল। সকলের সহযোগিতায় মাধ্যমে এগিয়ে যাবে বহুদুর।"

নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির পরিচালক শাহীনুর ইসলাম মাহিন বলেন, "অনেকের ভ্রমণের ইচ্ছা থাকা সত্বেও ভালো যোগাযোগ না থাকায় ভ্রমণে যেতে পারেন না। যারা ভ্রমণপ্রিয় মানুষ তাদের জন্যই আমরা কাজ করে থাকি। 

উল্লেখ্য, নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি দেশের বাইরে এমন কি হজ্জ প্যাকেজিং নিয়েও কাজ করে যাচ্ছে। "

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.