স্কীন ক্যান্সার ম্যালোনোমার জন্য বিশ্বের প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিনের যাত্রা শুরু হলো ব্রিটেনে। ৫২ বছর বয়সী স্টীভ ইয়াংকে দেয়ার মাধ্যমে শুক্রবার শুরু হয় এর সূচনা। চিকিৎসকরা বলছেন, এমআরএনএ নামের এই ভ্যাকসিনটি মানুষের শরীরে শক্তি বাড়ানোর মাধ্যমে দমন করবে স্কীন ক্যান্সার। বলা হচ্ছে, এ ভ্যাকসিন দেয়া হলে স্কীন ক্যান্সার চিরতরে নির্মূল হতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটাল সাথে কিট্রোডো নামের আরেকটি ঔষধ ব্যবহার করছে, যা ক্যান্সার সেল নির্মূলে কাজ করে বলে দাবি করছে তারা।