post
এনআরবি বিশ্ব

জাপানের মাটিতেও পালিত হয়েছে বাংলা বর্ষবরণ

পুরোনো দিনের ব্যর্থতা আর গ্লানি মুছে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আসে বৈশাখ। তাইতো দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের অন্যতম কর্মব্যস্ত দেশ জাপানের মাটিতেও পালিত হয়েছে বাংলা নতুন বর্ষ বরণ। টোকিও ইকেবুকোরো নিশিগুচি পার্কে বৈশাখী মেলার আয়োজন করা হয় প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে। মেলাকে কেন্দ্র করে ছিলো বাহারি খাবারের আয়োজন। ছিলো পান্থা-ইলিশ, চটপটি-ফুচকা, পেয়ারি, সিঙ্গারা, মিষ্টি, বিরিয়ানি, পিঠা-পায়েস হালিমসহ নানা মুখরোচক খাবার। কোন কিছুরই কমতি ছিলোনা এ মেলায়। এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জনপ্রিয় কন্ঠশিল্পি বেবি নাজনিন ছিলেন মেলার অন্যতম আকর্ষন। এছাড়াও মেলায় নৃত্য, কবিতা পাঠ, ফ্যাশন শো, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাসহ নানা আয়োজন করা হয়। মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শেখ আলীমুজ্জামান এর সভাপতিত্বে মেলার প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহামেদ। বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিন-পশ্চিম এশিয়া বিভাগের সচিব ইয়াসিহিরো সিন্তো, তোশিমা সিটি মেয়র মিয়ুকি তাকাগিওয়া, জাপান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের পরিচালক হিরোইকি সাকুরাই এবং আয়োজক সংগঠন দেহি এস এর চেয়ারম্যান ওসামা ওৎসুবোসহ অনেকে। মেলার পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ দূতাবাস, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তোশিমা সিটি।

post
এনআরবি বিশ্ব

লেবাননে প্রবাসীদের বৈশাখী কনসার্ট

লেবাননে বিগত কয়েক বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দা কেড়ে নিয়েছে দেশটিতে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশির আনন্দ। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের বৈশাখী কনসার্ট। পাম্মা প্রোডাকশনের উদ্যোগে বৈরুতের সালোমির স্থানীয় একটি স্কুলে এ কনসার্টের আয়োজন করা হয়। বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের অংশগ্রহনে কনসার্ট পরিণত হয় বাংলাদেশীদের মিলন মেলায়। তারুণ্যের উচ্ছ্বাসের মধ্যদিয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত শিল্পী আসিফ আকবর , অভিনেত্রী ও মডেল তারকা ফারদিন দিঘী এবং রিয়া। পাম্মা প্রোডাকশনের স্বত্তাধিকারী পাম্মা গোত্র কনসার্ট সফলভাবে সম্পন্ন করায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সুমন খান, নজরুল খান, উজ্জল গাজী, এস কে শারফিন ও আহমেদ রাফি। স্পন্সর প্রতিষ্ঠান শতগুরু ট্রাভেলসের সহায়তায় অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ পারভেজ নিলয়।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে বাংলাদেশী রেস্তোরা উদ্ভোধন

যুক্তরাজ্যের নর্থ ওয়েষ্ট লন্ডনে ‘দি ক্ষাছ লাউঞ্জ’ নামে বাংলাদেশী মালিকানাধীন একটি রেস্তোরা উদ্ভোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারি গার্ডিনার, ডন বাটলার ও কারেন বাক। এছাড়াও উপস্থিত ছিলেন লন্ডনের অ্যাসেম্বলি সদস্য ক্রুপেশ হিরানি, বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হযরত আলী ও পলিটিক্যাল কাউন্সিলার দেওয়ান মাহমুদুল হক, ব্রেন্ট কাউন্সিলের নেতা মোহাম্মদ বাট ও ওয়েস্ট-মিনিস্টার কাউন্সিলের লিডার অ্যাডাম হ্যাগ। এছাড়াও উপস্থিত ছিলেন, নিউহ্যাম কাউন্সিলের স্পিকার রোহিমা রহমান, এনফিল্ডের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিরুল ইসলাম, কুইন্স পার্ক ওয়ার্ডের নিল নারভা, সিএলএল আর রায়ান হ্যাক ও ব্রেন্ট কাউন্সিলার রিতা বেগম। 

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের পহেলা বৈশাখ পালন

যুক্তরাজ্যে প্রবাসীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ পালন করা হয়। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে তারা এ আয়োজন করেন। যেখানে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের উপস্থিতিতে তৈরী হয় এক মিলনমেলায়। জানা যায়, যুক্তরাজ্যে অভিবাসী সম্প্রদায়ের ভেতর অন্যতম বৃহত্তম সংখ্যায় আছে ব্রিটিশ বাংলাদেশীদের অবস্থান। বিভিন্ন পেশায় সুনামের সাথে বসবাস করছেন তারা। দেশের সাথে মিল রেখে বিভিন্ন দিবস পালন করেন যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন। একুশে ফেব্রুয়ারী, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বৈশাখ পালন করে আসছেন তারা। নতুন প্রজন্মের কাছে বাঙালিদের ঐতিহ্য তুলে ধরা এবং কাজের একঘেয়েমি দূর করতে এ আয়োজন করা হয় বলে জানালেন প্রবাসীরা। দেশটির বহুসংস্কৃতির সভ্যতায় আবহমান বাঙলার ঐতিহ্য নিয়ে নতুন প্রজন্ম কাজ করে যাবে- এমন প্রত্যাশা করেন যুক্তরাজ্য শাখা উদিচীর প্রেসিডেন্ট গোলাম মোস্তফাসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

আলবেনিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আলবেনিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের সময় হাফিজুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার। বর্তমানে নিহতের মরদেহ আলবেনিয়ার মাদার তেরেসা হাসপাতালের মর্গে রয়েছে। নিহত হাফিজুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গুতগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে। জানা যায়, গেল ২৯ মার্চ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের দেশ কসোভো যান হাফিজুর রহমান। কিছু দিন থাকার পর ওই দেশ থেকে গ্রিসে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। এরপর কসোভো থেকে আরও কয়েকজন অভিবাসীর সাথে চলে যান আলবেনিয়ায়। সেখান থেকে ২০ এপ্রিল দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করেন হাফিজুরসহ ৫ বাংলাদেশি। কিন্তু পথে সীমান্তের পাহাড়ে হিট স্ট্রোক করে মারা যান হাফিজুর।

post
এনআরবি বিশ্ব

ব্রুনাই থেকে দেশে ফিরলো ৩ লাশ

ব্রুনাইয়ের হাসপাতালে সংরক্ষিত তিন বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো হয়েছে। এরমধ্যে দুজনের মরদেহ গত দুই বছরের বেশি সময় ধরে রিপাস হাসপাতালের মর্গে রক্ষিত ছিল। চিকিৎসার বিল বকেয়া থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মরদেহ ছাড়ছিল না। বুধবার ও বৃহস্প‌তিবার দুই ধা‌পে এই বাংলা‌দে‌শিদের মরদেহ দে‌শে পাঠা‌নো হয়। ব্রুনাই‌য়ের বাংলা‌দেশ হাইক‌মিশ‌ন বল‌ছে,তিন বাংলাদেশির মধ্যে বরিশালের গৌরনদীর শিপন এবং নরসিংদীর শিবপুরের মোশারফ হোসেনের মরদেহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পাঠানো বরাদ্দের অর্থায়নে গত বুধবার দে‌শে পাঠা‌নো হয়। এ ছাড়া ঝালকাঠির সুমন খানের মরদেহ ব্রুনাইয়ের বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি সদস্যদের থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে বৃহস্প‌তিবার দেশে পাঠানো হয়। বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, শিপন ও মোশারফের ইন্স্যুরেন্স না থাকায় তাদের মরদেহ সেখানে আটকে ছিলো। কারণ তারা দুজনেই বৈধভাবে ব্রুনাইয়ে অবস্থান করছিলেন না।

post
এনআরবি বিশ্ব

প্যারিসে প্রবাসীদের বৈশাখী উৎসব

স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে প্যারিসের মাক্সধর্মী হল রুমে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রবাসী বাংলাদেশিরা সুরের মূর্ছনায় বৈশাখী আনন্দে মেতে ওঠেন। সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন, জেনারেল সেক্রেটারি শুভ্রত ভট্টাচার্য শুভ, সলিডারিটিতে আজি ফ্রান্স-এর প্রেসিডেন্ট নয়ন এনকে, অ্যাসোসিয়েশন ছিকানো বাঙ্গালীর প্রেসিডেন্ট সরুফ সদিউল,বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান ও মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুলসহ অনেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান ও ঝিলিক।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে সম্মাননা

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নাপলি শাখার উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিম উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়েছে। দূতাবাসের কনফারেন্স হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির ভারপ্রাপ্ত সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সহ সভাপতি হাসাদুর রহমান হান্নান,সদস্য জয়নাল আবেদীন হাজারী ও প্রচার সম্পাদক মিনহাজ হোসেনসহ আরো অনেকে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও দুর্দশার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। এছাড়াও সমস্যা সমাধানে সরকারকে রাজনৈতিক সদিচ্ছা দেখানোর আহবান জানিয়েছেন দেশটির সাবেক এমপি চার্লস সান্তিয়াগো। বিদেশি কর্মীদের শোষণ থেকে রক্ষা করতে উভয় দেশের ব্যর্থতার বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমালোচনার মুখে এ মন্তব্য করেন সান্তিয়াগো। ১৯ এপ্রিল জারি করা বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নিযুক্ত বিশেষজ্ঞরা বলেছেন, শোষণ, অপরাধীকরণ ও মানবাধিকার লঙ্ঘনের’ ঘটনায় অন্যান্য দেশের কর্মীদের মধ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের পরিস্থিতি ভয়াবহ। এঘটনায় চার্লস সান্টিয়াগো সরকারের ব্যর্থতাকে ‘ভয়াবহ’ এবং ‘সমস্যাজনক’ হিসেবেও বর্ণনা করেছেন।

post
এনআরবি বিশ্ব

বাহরাইনে প্রবাসীদের মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের জন্য বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মানামায় আল ইসলাহ সোসাইটি হলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার সদস্যরাও। প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ এ সেমিনারের আয়োজন করা হয়। যেখানে বাহরাইনের আইনকানুন, ট্রাফিক আইন , ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার ও সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। সেমিনারে দেশটির শ্রম মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, পূর্ত মন্ত্রণালয়, ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন-আইওএম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.