অনুষ্ঠান

প্রথমবার আন্তর্জাতিক মেশিনারী মেলায় বাংলাদেশ

post-img

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেশিনারী মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৩৫তম এ মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৭৮০ টি প্রতিষ্ঠান অংশ নেয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো: শামীম আহসান মেলার স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও দর্শনার্থীদের, বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও অবহিত করেন। ১১ জুলাই মেলার উদ্বোধন করেন, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন এর উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর ইউসুফ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.