মালয়েশিয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে এ আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটির আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি ফয়সাল শেখ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ-মালেয়শিয়া চেম্বার অব কমার্স এর সভাপতি মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি ছিলেন, মোনাশ ইউনিভার্সিটির প্রফেসর ড. আব্দুল আজিজ, এস এম সাফায়েত হোসেন ও জাহাঙ্গীর আলম হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারেকুর রহমান, ইসমাইল হোসেন ,মোকাম্মেল হোসেন ,এইচ এম হাসান,শিমুল শেখ ও সজিব হাসান অপুসহ অনেকে। এসময় বক্তারা, বাংলাদেশের উন্নয়নে ভুমিকা রাখা প্রায় দেড় কোটি প্রবাসীর অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি তুলে ধরেন।