ইতালির তরিনো শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও বৈশাখী অনুষ্ঠান।
বাঙ্গালীদের প্রাণের এ উৎসবে অংশ নেন দেশটির প্রায় হাজারের বেশি প্রবাসী। বৈশাখী সাজে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নোয়াখালী ও মহিলা সমিতি স্টল নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিটি স্টলে নিজ নিজ অঞ্চলের বাহারি স্বাদের বিভিন্ন প্রকারের পিঠা নিয়ে পসরা সাজিয়ে বসেন প্রবাসী নারীরা। প্রবাসের মাটিতে এমন আয়োজন নজর কেড়েছে বিদেশিদেরও। শুরুতে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন পিঠা উৎসবের আহ্বায়ক লুৎফুর সরকার। এসময় দেশটির বাংলাদেশী বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আয়োজকেরা বিভিন্ন স্টল পর্যবেক্ষণ করেন এবং অংশ গ্রহণকারী সকলকে পুরস্কার তুলে দেন।