সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি তরুণ উদ্যোক্তার সংখ্যা। এসব ব্যবসায়ীদের মধ্যে একজন কাজী নেয়ামুল মুনতাসির ওয়াফি। আমিরাতের কর্মজীবনের শুরু থেকেই চাচার সাথে যোগ দেন অংশীদারী ব্যবসায়। বর্তমানে তাদের তৈরি ছয়টি প্রতিষ্ঠান সম্মিলিত -খাওয়াজা গ্রুপ অব কোম্পানিজে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় একশত বাংলাদেশীর।
জানা যায়, চট্টগ্রামের রাউজানের কাজী মোঃ মোর্শেদুল আলমের ছেলে কাজী মোঃ নেয়ামুল মুনতাসির ওয়াফি। চাচা তৌহিদুল হক নোমানের হাত ধরে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। কর্মজীবনের শুরুতেই চাচার তৈরি ব্যবসা প্রতিষ্ঠানের একজন অংশীদার হিসেবে যোগ দেন ওয়াফি।
চাচার কাছ থেকে ব্যবসার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিস্তৃত করেন "খাওয়াজা গ্রুপ অব কোম্পানিজকে। বর্তমানে তাদের এ প্রতিষ্ঠানের অধীনে রয়েছে সুপার মার্কেট, সেলুন, মোবাইল শপ ও প্রোপার্টিজসহ বেশ কয়েক ধরনের ব্যবসা।
খাজা সুপারমার্কেট, আজমেরী সুপার মার্কেট, মাকতুম সেলুন, দার আল খাওয়াজা মোবাইল ফোনস ট্রেডিং এলএলসিসহ তাদের এ প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় একশত বাংলাদেশীর। বাংলাদেশেও বেশ কয়েকটি ব্যবসায়ীক প্রকল্প হাতে নিয়েছেন বলেও জানান সফল এই রেমিটেন্স যোদ্ধা।