মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বিশেষ সুবিধার্থে পেনাং ও জোহুরবারু প্রদেশে, পোস্ট অফিসের পাশাপাশি ৪ দিন হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি দেবে হাইকমিশন।
সম্প্রতি পাসপোর্ট ও ভিসা কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এতে বলা হয়,আগামী ১৮ ও ১৯ মে দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, পেনাং জর্জ টাউনের বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস থেকে, সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন, বাংলাদেশিরা। এজন্য আগামী ১৫ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া, আগামী ২৫ ও ২৬ মে দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, জহুরবারুর অগ্রণী রেমিট্যান্স হাউজ থেকে, সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। আগামী ২২ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে, শুধু তারাই সরাসরি উপস্থিত হয়ে, হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমেও পাসপোর্ট বিতরণের সার্ভিসটি চালু থাকবে।