মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার কুয়ালালামপুরের দেওয়ান বাহাসা দান পুসতাকায় এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।
এলএলজি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত এ উৎসবে কৌশলগত অংশীদার ছিল দেশটির বাংলাদেশ হাইকমিশন। কার্নিভালে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি স্টল নেয়া হয়। যেখানে বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি ভাষা আন্দোলন ও জাতির পিতার জীবনীর ওপর লেখা বই প্রদর্শিত হয়। এছাড়াও বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করে হাইকমিশন।প্রতিযোগীতায় দেশটির বিভিন্ন স্কুলের ২ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানতে পারে।