অনুষ্ঠান

বৃটেনে বাংলাদেশীদের এনআইডি কার্ড বিতরণ

post-img

বৃটেনে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে লন্ডন বাংলাদেশ হাইকমিশন।

রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে এক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি জানান, এ পর্যন্ত বৃটেন থেকে ৪ হাজার ২শ ৬৪টি আবেদন জমা হয়েছে। যার মধ্যে প্রায় ২ হাজার ৬শ আবেদনকারী হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্ট করে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এরইমধ্যে ৫শ ২৮ জনের স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য লন্ডন মিশনে পৌঁছেছে। খুব শিগগিরই তাঁদের কাছে কার্ড গ্রহণের বার্তা পাঠানো হবে। যেসব আবেদনকারী এখনো বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ করেননি, তাঁদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে হাইকমিশনে এসে আঙুলের ছাপ, আইরিস ও ছবি দেওয়ার জন্য হাইকমিশনার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বৃটেনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লন্ডন বারা-অব-ক্যামডেনের মেয়র সমতা খাতুন এবং লন্ডন বারা-অব-বারকিং ও ডেগেনহ্যাম-এর মেয়র মঈন কাদরী। অনুষ্ঠানে বিশিষ্ট বৃটিশ-বাংলাদেশী সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, বৃটিশ-বাংলাদেশী কমিউনিটির জামাল হোসেন খান ও জাহাঙ্গির খানসহ কয়েকজন নির্বাচন কমিশনারের হাত থেকে তাঁদের স্মার্ট কার্ড গ্রহণ করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.