ইতালির সিসিলিতে দেশীয় খাবারের পাশাপাশি মুখরোচক খাবারের পরিবেশনা নিয়ে চালু হয়েছে বিসমিল্লাহ ফুড এন্ড রেস্তোরা।
সিসিলির কাতানিয়ায় শুক্রবার সন্ধায় কমিউনিটি ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে রেস্তোরার কার্যক্রম শুরু হয়। দেশীয় খাবারের পাশাপাশি থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা ধরনের মুখোরোচক খাবার। ভর্তা, ভাত, মাছ, মাংশ, বিরিয়ানী, বোরহানী ছাড়াও নারীদের পছন্দের ফুছকা, চটপটি, হালিমসহ বাহারী খাবার। রেস্তোরার খাবারের গুনগত মান ভালো হলে ক্রেতাদের ভীড় বাড়বে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা।