টরন্টোতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার এবং বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খাইরুল কবির মেনন।ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বর্তমান সরকারের উন্নয়নমূলক পরিকল্পনার ধারাবাহিকতার একটি মাইলফলক। দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে উপস্থিত সবাইকে ধারণা দেন মহাপরিচালক। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি কিছু আবেদনকারীকেও পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। এসময় অনুষ্ঠানে ই-পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও ই-পাসপোর্ট প্রকল্পের কারিগরি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।